ক্রুসেডে খ্রিষ্টানদের ব্যর্থতার কারণ কী ছিল?
ক্রুসেডে খ্রিষ্টানদের ব্যর্থতার কারণ কী ছিল? |
প্রায় দুশো বছর ধরে আটটি ক্রুসেডে অংশ নিয়ে প্রায় ২০ লক্ষ মানুষের মৃত্যু হওয়ার পরও জেরুজালেম পুনরুদ্ধার করা খ্রিস্টানদের পক্ষে সম্ভব হয়নি। তাদের এই ব্যর্থতার পিছনে ছিল একাধিক গুরুত্বপূর্ণ কারণ।
ক্রুসেড ব্যর্থ হওয়ার কারণ :
- বাস্তব চিন্তাভাবনার অভাব : ক্রুসেডকে সফল করার জন্য যে বাস্তব চিন্তাভাবনা ও পরিকল্পনার প্রয়োজন ছিল তা ক্রুসেডারদের মধ্যে লক্ষ্য করা যায়নি। ফলে, সিরিয়া ও প্যালেস্টাইন দখল করেও তার নিয়ন্ত্রণ তারা ধরে রাখতে পারেনি।
- দুর্বল সংগঠন : ক্রুসেড বাহিনী সাংগঠনিকভাবে দুর্বল ছিল। ধর্ম যোদ্ধাদের মধ্যে বেশিরভাগই ছিল কৃষক ও সাধারণ মানুষ। তাদের না-ছিল সামরিক শিক্ষা, না-ছিল আধুনিক হাতিয়ার।
- বোঝাপড়ার অভাব : ক্রুসেডে নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল। এমনকি শেষের দিকে ক্রুসেড নিয়ে পোপ ও ইউরোপীয় রাজাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।
- শাসকবর্গের অনাগ্রহ : অনেক ইউরোপীয় রাজা তাদের রাজত্ব ছেড়ে দীর্ঘদিন ক্রুসেডে যুক্ত থাকতে চাননি।
- ক্রুসেডের প্রতি অনীহা : দীর্ঘদিন ধরে ক্রুসেড পরিচালনার ফলে ক্রুসেড সম্পর্কে ইউরোপীয়দের উন্মাদনা ক্রমশ হ্রাস পায়। ফলে সাফল্যের হার ক্রমশ নামতে থাকে।
- যোদ্ধার অভাব : ক্রুসেডের ফলে সামন্ত ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে ভূমিদাসরা মুক্ত হয়। ফলে যুদ্ধের জন্য প্রয়োজনীয় ধর্মযোদ্ধা সংগ্রহের কাজ ব্যাহত হয়।
- বণিকদের লক্ষ্য পূরণ : প্রথম তিনটি ক্রুসেডেই ইতালীয় বণিকদের লক্ষ্য পূরণ হয়ে যায়। প্রাচ্যে যাওয়ার বাণিজ্য পথ হয়ে গেলে তারা ক্রুসেডের প্রতি আগ্রহ হারায়।
- জেরুজালেমের দূরত্ব : ইউরোপের সঙ্গে জেরুজালেমের দূরত্ব অনেক। স্বাভাবিকভাবেই সুদূর ইউরোপ থেকে জেরুজালেমের উপর অধিকার কায়েম রাখা ধর্মযোদ্ধাদের পক্ষে সম্ভব হয়নি।
- বাইজানটাইন আক্রমণ : ইতালীয় বণিকদের প্ররোচনায় ক্রুসেড বাহিনী কনস্টান্টিনোপল আক্রমণ করে বসে এবং সেখানকার খ্রিস্টান নাগরিকদের উপর অত্যাচার চালায়। ফলে ধর্মপ্রাণ খ্রিস্টানরা ক্রুসেডের প্রতি অনীহা ও বিতৃষ্ণা দেখায়।
- মুসলিম শাসকদের ঐক্য : সর্বোপরি, খ্রিস্টানদের বিপরীতে মুসলিম যোদ্ধারা ছিল বেশ সংগঠিত এবং ঐক্যবদ্ধ। ফলে, অধিকাংশ যুদ্ধে তারা সহজেই জয়লাভ করে।
বস্তুত এই সমস্ত কারণে শেষ পর্যন্ত পূণ্যভূমি জেরুজালেম পুনরুদ্ধারের কাজ অসমাপ্ত রেখেই ক্রুসেডগুলি পরিত্যক্ত হয়। ব্রিটিশ ঐতিহাসিক উইলসন এই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘ক্রুসেডগুলি মধ্যযুগের ধর্মান্ধতা এবং নির্বুদ্ধিতার প্রতিফলন ছাড়া আর কিছুই ছিল না।’
--------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন