ক্রুসেডের প্রত্যক্ষ কারণ কী ছিল?
ক্রুসেডের প্রত্যক্ষ কারণ কী ছিল? |
১০৭১ সালে ‘মেঞ্জিকার্টের যুদ্ধে’ বাইজানটাইন সম্রাট চতুর্থ রোমানোস তুর্কি সুলতান আলপ আর্সনালের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। ফলে আনাতোলিয়া সহ সমগ্র প্যালেস্টাইন সম্রাটের হস্তচ্যুত হয়।
পরবর্তীকালে সম্রাট আলেক্সিয়াস কমনিনাস সেলজুক তুর্কিদের হাত থেকে খ্রিস্টান ধর্ম ও রোমের সিংহাসন বাঁচানোর তাগিদে পোপ সপ্তম গ্রেগোরির কাছে সাহায্য প্রার্থনা করেন। কিন্তু ইচ্ছা থাকলেও পোপ সপ্তম গ্রেগরি কিছুই করে উঠতে পারেননি।
১০৯১ সালে পোপ দ্বিতীয় আরবান সম্রাটের আহবানে সাড়া দেন। পোপের লক্ষ্য ছিল সম্রাটের এই সংকটকালে ধর্মযুদ্ধের ডাক দিয়ে খ্রিস্টান জগতে তাঁর নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করা। মূলত এই উদ্দেশ্য নিয়েই ১০৯৫ সালে ফ্রান্সের ক্লেরমন্ট শহরে এক ধর্মসভা আহ্বান করেন। এই সভায় ও দ্বিতীয় আরবান পবিত্র তীর্থভূমি জেরুজালেম উদ্ধারের লক্ষ্যে সমস্ত স্তরের খ্রিস্টানদের ধর্ম যুদ্ধে আহ্বান করেন। ফলে, জেরুজালেম পুনরুদ্ধার করাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় ক্রুসেড, যা প্রায় দীর্ঘ দুশো বছর ধরে ইউরোপকে অশান্ত করে রেখেছিল।
সুতরাং রোমান সম্রাট আলেক্সিয়াস কমনিনাস ও দ্বিতীয় আরমানের আহ্বানে জেরুজালেম পুনরুদ্ধারই ছিল ক্রুসেডের প্রত্যক্ষ কারণ।
-------xx-------
এই প্রশ্নের বিকল্প প্রশ্নগুলি হল :
- ‘মেঞ্জিকার্টের যুদ্ধে’ কত সালে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপর কী প্রভাব ফেলেছিল?
- পোপ দ্বিতীয় আরবান কেন ক্রুসেডের ডাক দিয়েছিলেন?
- প্রথম ক্রুসেডের তাৎক্ষণিক কারণ কি ছিল?
- প্রথম ক্রুসেড-এর সময় বাইজানটাইন সম্রাটের নাম কি ছিল? তিনি কেন ধর্মযুদ্ধের ডাক দিয়েছিলেন?
ক্রুসেড সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
- ক্রুসেড কী? ক্রুসেডের উদ্দেশ্য কী ছিল?
- কোন্ ক্রুসেডকে কেন ‘জনগণের ক্রুসেড’ বলা হয়?
- ক্রুসেডের প্রত্যক্ষ কারণ কী ছিল?
- ক্রুসেড সংগঠনে পোপ দ্বিতীয় আরমানের ভূমিকা কী ছিল?
- ক্রুসেডের দুটি প্রভাব ও ফলাফল লেখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন