ইউরোপে ‘মুদ্রণ বিপ্লবে’র পটভূমি আলোচনা করো
![]() |
ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি বা কারণ |
পঞ্চদশ শতকের মাঝামাঝি থেকে ইউরোপে মুদ্রণযন্ত্রের সাহায্যে বই ছাপার কাজ শুরু হয়। জোহানেস গুটেনবার্গ ১৪৫৪ খ্রিস্টাব্দে চলনশীল ধাতু নির্মিত অক্ষরের মাধ্যমে আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কার করলে ইউরোপে মুদ্রণ বিপ্লবের সূচনা হয়।
মুদ্রণ বিপ্লবের কারণ বা পাটভূমি :
ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি বা কারণ হিসেবে কয়েকটি বিষয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
- কাগজ তৈরীর কৌশল : চিনারা প্রথম কাগজ তৈরীর কৌশল আয়ত্ত করে। আরবীয় প্রযুক্তিবিদদের মাধ্যমে স্পেন হয়েতা ইউরোপে পৌঁছালে মুদ্রণ বিপ্লবের পথ প্রশস্থ হয়।
- কাগজের সহজলভ্যতা : আরবদের দ্বারা ট্রিপ হ্যামার আবিষ্কার ও তার ব্যবহারের ফলে উন্নতমানের কাগজ তৈরীর কৌশল আয়ত্তে আসে। এই কৌশলও আরবদের মাধ্যমে ১১৫০ সালে স্পেন হয়ে ইউরোপে প্রবেশ করে। ফলে কাগজ সহজলভ্য হয়ে ওঠে।
- উন্নত মুদ্রাণযন্ত্রের আবিষ্কার : গুটেনবার্গ জার্মানির মেইন শহরে চলনশীল ধাতু নির্মিত অক্ষর আবিষ্কার ও তার ব্যবহার করে উন্নত মানের মুদ্রণ যন্ত্র আবিষ্কার করলে মুদ্রণ বিপ্লবের পথ ত্বরান্বিত হয়।
- ধাতু শিল্পের অগ্রগতি : এই সময় ধাতু শিল্পের অগ্রগতির ফলে স্বর্ণকাররা নতুন ধরনের সূক্ষ্ম ধাতব ও অক্ষর তৈরি শুরু করে। ফলে ছাপার কাজ উন্নত হয়এবং অল্প সময় প্রচুর বই মুদ্রণের সুযোগ ঘটে।
- উন্নতমানের কালির ব্যবহার : পূর্বে ব্যবহৃত তৈলাক্ত কালীর পরিবর্তে অন্যতমনের কালির ব্যবহার শুরু হলে এবং সাধারণ অক্ষরের বদলে ইটালিক অক্ষরের প্রচলন হলে ছাপার মান আকর্ষণীয় হয়ে ওঠে।
- বই সস্তা ও সুন্দর হাওয়া : কাগজ সহজলভ্য হওয়ায় বইয়ের দাম সস্তা হয়। পার্সমেন্ট এর উপর হাতে লেখা পুতির তুলনায় কাগজের বইগুলি অপেক্ষাকৃত সস্তা, সুন্দর ও দীর্ঘস্থায়ী হওয়ায় বইয়ের চাহিদা দ্রুত বাড়তে থাকে।
- নবজাগরণের প্রভাব : নবজাগরণের ফলে ইউরোপে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা, মানবতাবাদ ইত্যাদি নতুন নতুন ভাবধারার জন্ম হলে এবং বইয়ের মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ে।
-------xx-------
প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে ইউরোপে মুদ্রণ বিপ্লব ঘটেছিল কেন?
- মুদ্রণ বিপ্লবের কারণ ব্যাখ্যা করো। এ প্রসঙ্গে আরবীয় প্রযুক্তিবিদদের ভূমিকা কী ছিল?
- পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপে কীভাবে মুদ্রণ শিল্পে বিপ্লব ঘটেছিল?
‘মুদ্রণ বিপ্লব’ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- ইউরোপে মন্ত্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল?
- মুদ্রণবিপ্লব কী?
- কাকে কেন 'আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক' বলা হয়?
- গুটেনবার্গের মুদ্রণযন্ত্র আবিষ্কার ও তার ফলাফল কী হয়েছিল?
- মুদ্রণযন্ত্রের আবিষ্কার কীভাবে শিক্ষার প্রসারে সাহায্য করেছিল?
- ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো।
- মুদ্রণ বিপ্লবের চারটি ফলাফল সংক্ষেপে লেখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন