মুদ্রণবিপ্লব কী?
![]() |
মুদ্রণবিপ্লব কী? |
ইউরোপে নবজাগরণপ্রসূত চিন্তাচেতনার প্রসারের সূত্র ধরে জার্মানিতে মুদ্রণযন্ত্রের আবিষ্কার হয়। গুটেনবার্গের এই আবিষ্কার এবং চিনের কাগজ তৈরির কৌশল আরবদের দ্বারা ইউরোপে পৌঁছালে, মুদ্রণশিল্পের ব্যাপক উন্নতি শুরু হয়। এরপর জার্মানি থেকে মুদ্রণযন্ত্র তৈরীর এই কৌশল ও মুদ্রণ পদ্ধতি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ফলে পঞ্চদশ শতকের শেষ থেকে ষোড়শ শতকের প্রথমার্ধের মধ্যে ইউরোপে মুদ্রণশিল্পের অভাবনীয় অগ্রগতি ঘটে।
এই অগ্রগতির ফলে হাতে লেখা পুঁথির পরিবর্তে মুদ্রণযন্ত্রের সাহায্যে বই ছাপা শুরু হয়। এই বইগুলি হাতে লেখা পুথির থেকে তুলনামূলকভাবে সস্তা, সহজলভ্য ও আকর্ষণীয় হয়ে ওঠায় বইয়ের চাহিদাও বেড়ে যায়।
এইভাবে মুদ্রণযন্ত্রের আবিষ্কার, যন্ত্র তৈরীর কৌশল ও মুদ্রণ পদ্ধতি সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়া এবং প্রকাশিত বই সস্তা ও সহজলভ্য হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইউরোপের মুদ্রণ জগতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে। এই ঘটনাকে ‘মুদ্রণ বিপ্লব’ বলে অভিহিত করা হয়।
---------xx--------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- মুদ্রণ বিপ্লব কাকে বলে?
- মুদ্রণ বিপ্লব বলতে কী বোঝো?
- মুদ্রণ বিপ্লবের সংজ্ঞা দাও.
- কিভাবে ইউরোপে মুদ্রণ বিপ্লব সংঘটিত হয়?
মুদ্রণ বিপ্লব সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- ইউরোপে মন্ত্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল?
- মুদ্রণবিপ্লব কী?
- কাকে, কেন, 'আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক' বলা হয়?
- গুটেনবার্গের মুদ্রণযন্ত্র আবিষ্কার ও তার ফলাফল কী হয়েছিল?
- মুদ্রণযন্ত্রের আবিষ্কার কীভাবে শিক্ষার প্রসারে সাহায্য করেছিল?
- ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো।
- মুদ্রণ বিপ্লবের চারটি ফলাফল সংক্ষেপে লেখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন