ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন : দ্বিতীয় সেমিস্টার চতুর্থ অধ্যায়
একাদশ শ্রেণির চতুর্থ অধ্যায় ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন মান - ৪ |
রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র
একাদশ শ্রেণির ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নের মান - ৪)
- রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত মতবাদ গুলি সংক্ষেপে আলোচনা করো।
- কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে কি জানা যায়?
- দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কিরূপ ছিল?
- ফতোয়া ই জাহান্দরি গ্রন্থে সুলতানের কাজ ও কর্তব্য সম্পর্কে কী বলা হয়েছে?
- তুমি কি মনে কর আলাউদ্দিন খলজি একজন ধর্মনিরপেক্ষ সুলতান ছিলেন?
- সিসেরোর রাষ্ট্র দর্শন সংক্ষেপে আলোচনা করো।
- ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।
- রাষ্ট্র তত্ত্ব বিষয়ে টমাস হবসের অভিমত কি ছিল? অথবা টমাস ভাবসের রাষ্ট্র দর্শনে উল্লেখিত সার্বভৌম তত্ত্ব বলতে কী বোঝানো হয়েছে?
- অষ্টম হেনরিকে নতুন রাজতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
- মেকিয়াভেলি রাষ্ট্রদর্শন সম্পর্কে যা জানো লেখো।
- বার্ষিক শাসন ব্যবস্থায় স্যাট্রাপদের ভূমিকা কী ছিল?
- ম্যান্ডারিন ব্যবস্থা কী? চিনে কীভাবে ম্যাণ্ডারিন ব্যবস্থার সূচনা হয়?
- চিনির প্রশাসনিক ব্যবস্থা ম্যান্ডারিনদের ভূমিকা কি ছিল?
- ইক্তা প্রথা কী? ইকতা প্রথার বৈশিষ্ট্য আলোচনা করো।
- সুলতানি শাসনে ইক্তা প্রথার গুরুত্ব আলোচনা করো।
- ইকতা প্রথায় কি কি ত্রুটি ছিল বলে মনে করো।
- মনসবদারি ব্যবস্থা কী? মনসবদারি প্রথার দুর্বলতাগুলি চিহ্নিত করো।
--------xx--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন