একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। শূন্যস্থান পূরণ। সেট - ১
![]() |
একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। শূন্যস্থান পূরণ। সেট -১ |
শূন্যস্থান পূরণ করো
Class XI Chapter-1 Fill in the blanks Set-1
১) প্রস্তর যুগকে হাতিয়ারের উপর ভিত্তি করে______ভাগে ভাগ করা হয়।
ক) দুই ভাগে, খ) তিন ভাগে,
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগের
২) পাথরের তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ার ব্যবহার করত_______যুগের মানুষ।
ক) নব্য প্রস্তর, খ) মধ্য প্রস্তর,
গ) প্রাচীন প্রস্তর, ঘ) তাম্র প্রস্তর
৩) ক্ষুদ্র প্রস্তর যুগ (ক্ষুদ্রাশ্মীয়) বলা হয়_________যুগকে।
ক) নব্য প্রস্তর, খ) মধ্য প্রস্তর,
গ) তাম্র প্রস্তর, ঘ) প্রাচীন প্রস্তর
৪) আলতামিরা গুহা__________অবস্থিত।
ক) আমেরিকায়, খ) স্পেনে,
গ) ভারতে, ঘ) পাকিস্তানে।
৪) কুমোরের চাকা ব্যবহার শুরু হয়_______।
ক) নব্য প্রস্তর যুগে, খ) মধ্য প্রস্তর যুগে,
গ) প্রাচীন প্রস্তর যুগে, ঘ) তাম্র প্রস্তর যুগে।
৫) কৃষি কাজের সূচনা হয়________।
ক) প্রাচীন প্রস্তর যুগে, খ) মধ্য প্রস্তর যুগে,
গ) নব্য প্রস্তর যুগে, ঘ) তাম্র প্রস্তর যুগে।
৬) ‘এলাহাবাদ প্রশস্তি’ রচনা করেন হরিষেন। তিনি ______ সভাকবি ছিলেন?
ক) সমুদ্র গুপ্তের, খ) চন্দ্রগুপ্ত মৌর্যের,
গ) চন্দ্রগুপ্তের, ঘ) সম্রাট অশোকের।
৭) গুপ্ত রাজাদের মুদ্রায়_______মূর্তি দেখা যায়। থেকে বোঝা যায় তারা সম্ভবত ব্রাহ্মণ্য ধর্মের অনুগামী ছিলেন।
ক) শিবের, খ) লক্ষ্মী দেবীর,
গ) গণেশের, ঘ) সরস্বতী দেবীর।
৮) মিশরের মানুষেরা লেখার জন্য_______গাছের পাতা ছাল কান্ড ইত্যাদি ব্যবহার করতেন।
ক) লাল, খ) সেগুন,
গ) পিপল, ঘ) প্যাপিরাস।
৯) বরাহমিহিরের লেখা জ্যোতিষচর্চা বিষয়ক গ্রন্থের নাম_____।
ক) বৃক্ষায়ুর্বেদ, খ) সুশ্রুত সংহিতা,
গ) চরক সংহিতা, ঘ) বৃহৎ সংহিতা।
১০) হুডুড অল আলম গ্রন্থটি_________বিষয়ক।
ক) ইতিহাস চর্চা, খ) ভূগোল চর্চা,
গ) বিজ্ঞান চর্চা, ঘ) দর্শন চর্চা।
১১) আল বিরুনির লেখা একটি গ্রন্থের নাম হল________।
ক) হুমায়ুননামা, খ) বাবরনামা,
গ) ন্যাচারাল হিস্ট্রি, ঘ) তহকিক ই হিন্দ।
১২) _________ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক।
ক) ড. রনজিৎ গুহ, খ) যদুনাথ সরকার,
গ) ডিডি কোশাম্বী, গ) রজনীপাম দত্ত।
১৩) ‘ইতিহাস পুরাণ’ কথাটি প্রথম ব্যবহার হয়েছে_______সাহিত্যে।
ক) বৈদিক, খ) তামিল,
গ) বাংলা, ঘ ইংরেজি।
১৪) ‘তবাকৎ ই নাসিরি’ লিখেছেন________।
ক) জিয়াউদ্দিন বরনি,খ) আমির খসরু,
গ) মিনহাজ উস সিরাজ, ঘ) মোহাম্মদ ইসামি।
১৫) ‘ফতোয়া ই জাহান্দারী’, লিখেছেন________।
ক) আমির খসরু, খ) জিয়াউদ্দিন বরনি,
গ) মোহাম্মদ ইসা মি, ঘ) শামস্ ই সিরাজ অফিক।
১৬) _________‘হিন্দুস্থানের তোতাপাখি’ নামে পরিচিত।
ক) আমির খসরু, খ) জিয়াউদ্দিন বরনি,
গ) কবি ফেরদৌসী, ঘ) শামস্ ই সিরাজ অফিক।
১৭) গুলবদন বেগম________জন্য বিখ্যাত।
ক) তাবাকাত ই নাসেরি লেখার,
খ) তারিখ ই আলাই লেখার,
গ) শাহনামা লেখার,
ঘ) হুমায়ুননামা লেখার।
১৮) জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম__________।
ক) তুজুক ই জাহাঙ্গিরি, খ) তুঘলকনামা,
গ) হুমায়ুননামা, ঘ) বাদশানামা।
১৯) ‘আইন ই আকবরি’ __________লিখেছেন।
ক) আবুল ফজল, খ) অল বিরুনি,
গ) আমির খসরু, ঘ) জিয়াউদ্দিন বরনি।
২০) ইন্দো- পারসিক ঐতিহ্যে ‘সিরা’ বলা হয়_____কে।
ক) জীবনী গ্রন্থ, খ) সাহিত্য গ্রন্থ,
গ) ধর্মগ্রন্থ, ঘ) ইতিহাস বিষয়ক গ্রন্থ।
২১) ভারতীয়রা__________সময়ের ধারণায় বিশ্বাসী।
ক) বহুমাত্রিক, খ) একমাত্রিক,
গ) চক্রাকার, ঘ) ডিম্বাকার।
২২) হিজরি সন শুরু হয়েছিল________খ্রিষ্টাব্দ থেকে।
ক) ৬২২, খ) ৬৩২,
গ) ৭১২, ঘ) ৮২০।
২৩) ইউরোপে আধুনিক যুগের সূচনা ধরা হয়_______খ্রিষ্টাব্দ থেকে।
ক) ১৪৫৩, খ ১৫০০
গ) ১৬০০, ঘ) ১৭০৭
২৪) ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়_______কে।
ক) জন মার্শাল, খ) লর্ড কার্জন
গ) মাটি মার হুইলার, ঘ) আলেকজান্ডার ক্যানিংহাম
২৫) ‘হাতি গুম্ফা’ লিপি থেকে________রাজার কৃতিত্বের পরিচয় পাওয়া যায়।
ক) সম্রাট অশোক, খ) শশাঙ্ক,
গ) হর্ষবর্ধন, ঘ) খারবেল।
২৬) মুদ্রা সংক্রান্ত গঠনপাঠন_________নামে পরিচিত।
ক) প্যালিওগ্রাফি, খ) নিউমিসমেটিকস
গ) প্রত্নবিদ্যা, ঘ) এপিগ্রাফি।
২৭) ‘পুরাণ’ হল _________ধাতুর মুদ্রা।
ক) সোনা, খ) রুপা
গ) তামা, ঘ) টিন
২৮) গিলগামেশ ___________ভাষায় রচিত গ্রন্থ।
ক) সুমেরীয়, খ) গ্রিক,
গ) মিশরীয়, ঘ) রোমান
২৯) আকবরের ‘সুল ই কুল’ নীতির বিরোধিতা করা হয়_____গ্রন্থে।
ক) আকবরনামা, খ) মুন্তাখার উল লুবাব,
গ) মুন্তাখার উৎ তুয়ারিখ, ঘ) শাহজাহাননামা।
৩০) চতুর্বেদ________ভাষায় রচিত।
ক) পালি, খ) প্রাকৃত,
গ) সংস্কৃত, ঘ) বাংলা।
৩১) _________ভারতের মার্কসবাদী ইতিহাস চর্চা শুরু করেন।
ক) রজনীপাম দত্ত, খ) দীপেশ চক্রবর্তী,খ) সুমিত সরকার, গ) অমলেশ ত্রিপাঠী।
৩২) কুমরের চাকার ব্যবহার শুরু হয়______যুগে।
ক) নব্য প্রস্তর, খ) মধ্য প্রস্তর,
গ) প্রাচীন প্রস্তর, ঘ) তাম্র প্রস্তর।
৩৩) ‘বেদুইন’ নামে পরিচিত ছিল________।
ক) ইহুদিরা, খ) আরবরা,
গ) মিশরীয়রা, ঘ) রোমানরা।
৩৪) মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়_______সালে।
ক) ১৯৭০, খ) ১৯৭২,
গ) ১৯৭৪, ঘ) ১৯৭৬।
৩৫) পৃথিবীতে প্রথম সাম্রাজ্য গড়ে তুলেছিল________জাতি।
ক) মেসোপটেমীয়রা, খ) আক্কাদ,
গ) সুমেরীয়, ঘ) আসিরীয়।
৩৬) ভারতে মধ্যযুগের সূচনা হয়_______সালে।
ক) ১২৫৫, খ) ১২৩৫,
গ) ১২০৬, ঘ) ১২৮৫
৩৭) ‘ভারতীয় নাট্যশাস্ত্রের জনক’ বলা হয়________কে।
ক) ভরত মুনি, খ) গৌতমমুনি,
গ) বশিষ্ঠ মুনি, ঘ) কালিদাস।
৩৮) প্রথম দাস বিদ্রোহ শুরু হয়________খ্রিস্টপূর্বাব্দে।
ক) ১৩৫,খ) ১৪২,
গ) ১২৭, ঘ) ১২২
৩৯) ভারতের প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন_______।
ক) চন্দ্রগুপ্ত মৌর্য, খ) বিম কদফিসেস,
গ) হুবিষ্ক, খ) মায়োস
৪০) আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তিনজন গ্রিক লেখক তার সঙ্গী ছিলেন—নিয়ারকাস, ওনেসিক্রিটাস এবং _________।
ক) অ্যারিস্টোবুলাস, খ) কুইন্টাস কার্টিয়াস,
গ) এ্যারিয়ান, ঘ) ডায়োডোরাস।
------------xx-----------
এই অধ্যায়ের আরও প্রশ্ন ও উত্তর :
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। শূন্যস্থান পূরণ। সেট - ১
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। শূন্যস্থান পূরণ। সেট - ২
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। শূন্যস্থান পূরণ। সেট - ৩
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। শূন্যস্থান পূরণ। সেট - ৪
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। শূন্যস্থান পূরণ। সেট - ৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন