সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার সেট - ২

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার সেট - ২

Class XI History Questions First Semester, Set-2

সেট - ১, সেট - ২, সেট - ৩, সেট - ৪, সেট - ৫, সেট - ৬, সেট - ৭, সেট - ৮, সেট - ৯, সেট -১০

বিষয় : ইতিহাস

সময় : ১ ঘন্টা ১৫ মিনিট।                                     পূর্ণমান ৪০

A) সঠিক উত্তর বেছে নাও : ১ x ৪ = ৪

১) পিরামিডের দেশ বলা হয়,

A) মিশরকে B) ইরাককে C) গ্রিসকে D) লিবিয়া।

২) রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানীর নাম -

A) বাইজান্টিয়াম B) রোম C) কার্থেজ D) কর্ডোভা

৩) রেশমপথের বিস্তার ছিল সাংহাই থেকে -

A) তেহরান পর্যন্ত B) বাগদাদ পর্যন্ত C) কনস্টান্টিনোপল পর্যন্ত D) দিল্লি পর্যন্ত

৪) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষ কী নামে পরিচিত ছিল?

A) আর্যাবর্ত B) জম্বুদ্বীপ C) ভারত D) ষোড়শ মহাজনপদ

B) শূন্যস্থান পূরণ কর : ১ x ৪ = ৪

৫) ভারতীয়রা সময়ের ___________ ধারণায় বিশ্বাসী ছিল।

A) চক্রাকার, B) রৈখিক, C) চতুর্ভুজ D)  ত্রিভুজ।

৬) বেদুইন নামে পরিচিত ছিল  __________ 

A) ইহুদিরা B) আরবরা C) মিশরীয়রা D) রোমানরা।

৭)  অশোকের ধর্মবিজয় নীতি  ______ নামে পরিচিত ছিল।

A) ধর্মঘোষ নীতি B) ভেরিঘোষ নীতি C) যুদ্ধবিজয় নীতি D) দন্ডসমতা নীতি

৮) গ্রিসের প্রাচীন নাম ছিল _________।

A) থালাস, B) হেলাস, C) থামাস, D) মেসিডোনিয়া

C) স্তম্ভ মেলাও : ১ x ৪ = ৪

[৯]             ক - স্তম্ভ                             খ - স্তম্ভ 

৩.১.১) নব্যপ্রস্তর যুগের বিপ্লব  ---------- ক) পেগান ধর্ম
৩.১.২) একেশ্বরবাদী ধর্ম -------------------- খ) ইৎ সিং
৩.১.৩) বহুত্ববাদী ধর্ম ---------------------- গ) গর্ডন চাইল্ড
৩.১.৪) চিনা পর্যটক ------------------------------- ঘ) ইহুদি
বিকল্প সমূহ :
A) ৩.১.১ - গ, ৩.১.২ - ঘ, ৩.১.৩ - ক, ৩.১.৪ - খ
B) ৩.১.১ - ঘ, ৩.১.২ - ক, ৩.১.৩ - খ, ৩.১.৪ - গ
C) ৩.১.১ - খ, ৩.১.২ - ক, ৩.১.৩ - গ, ৩.১.৪ - ঘ
D) ৩.১.১ - গ, ৩.১.২ - ঘ, ৩.১.৩ - খ, ৩.১.৪ - ক

[১০]      ক - স্তম্ভ                             খ - স্তম্ভ 

৩.২.১) নীরব যন্ত্র  ---------- ক) গোরু
৩.২.২) সরব যন্ত্র ----------খ) লাঙল
৩.২.৩) সবাক যন্ত্র - গ) কৃষি তত্ত্বাবধায়ক
৩.২.৪) ভিলিকাস -- ঘ) দাস
বিকল্প সমূহ :
A) ৩.২.১ - ঘ, ৩.২.২ - ক , ৩.২.৩ - খ, ৩.২.৪ - গ
B) ৩.২.১ - গ, ৩.২.২ - খ, ৩.২.৩ - ঘ, ৩.২.৪ - ক
C) ৩.২.১ - খ, ৩.২.২ - ঘ, ৩.২.৩ - ক, ৩.২.৪ - গ
D) ৩.২.১ - খ, ৩.২.২ - ক, ৩.২.৩ - ঘ, ৩.২.৪ - গ

[১১]      ক - স্তম্ভ                             খ - স্তম্ভ 

৩.৩.১) কাপুয়া  -- ক) রোমান ক্রীতদাস
৩.৩.২) উদরদাস খ)  স্পার্টার দাস
৩.৩.৩) হেলট ---------------- গ) ভারতীয় দাস
৩.৩.৪) ভার্নি  ------------------- ঘ) রোমের দাস বাজার
বিকল্প সমূহ :
A) ৩.৩.১ - ক, ৩.৩.২ - খ , ৩.৩.৩ - গ , ৩.৩.৪ - ঘ
B) ৩.৩.১ - গ, ৩.৩.২ - খ, ৩.৩.৩ - ঘ, ৩.৩.৪ - ক
C) ৩.৩.১ - ঘ, ৩.৩.২ - গ, ৩.৩.৩ - খ, ৩.৩.৪ - ঘ
D) ৩.৩.১ - খ, ৩.৩.২ - ক, ৩.৩.৩ - ঘ, ৩.৩.৪ - গ

[১২]      ক - স্তম্ভ                             খ - স্তম্ভ 

৩.৪.১) টোডরমল  ---------------ক) হিন্দুস্থানী সংগীতের জনক
৩.৪.২) তানসেন ---------------খ) আকবরের আকবরের রাজস্ব মন্ত্রী
৩.৪.৩) বীরবল  ------------------ গ) আকবরের প্রধান পরামর্শদাতা
৩.৪.৪) বিহারিমল ----------------- ঘ) আকবরের রাজসভার  রসিক ও কথক
বিকল্প সমূহ :
A) ৩.৪.১ - ক, ৩.৪.২ - খ , ৩.৪.৩ - গ , ৩.৪.৪ - ঘ
B) ৩.৪.১ - খ, ৩.৪.২ - ক, ৩.৪.৩ - ঘ, ৩.৪.৪ - গ
C) ৩.৪.১ - খ, ৩.৪.২ - ঘ, ৩.৪.৩ - ক, ৩.৪.৪ - গ
D) ৩.৪.১ - ঘ, ৩.৪.২ - খ, ৩.৪.৩ - গ, ৩.৪.৪ - ক

D) ঘটনাক্রম অনুযায়ী সাজাও : ১ x ৪ = ৪

১৩) যুগ হিসাবে মুদ্রাগুলো সাজাও : ১

A) দিনার -- কার্যাপন -- নারায়ণী -- নিস্ক
B)  নিস্ক-- নারায়ণী -- কার্যাপন -- দিনার
C) নিস্ক -- কার্যাপন -- দিনার -- নারায়ণী
D) নারায়ণী -- নিস্ক -- কার্যাপন -- দিনার

১৪) ঘটনাক্রম অনুসারে সাজাও :২

৪.২.১) প্রেমের কবি ক্যাটুলাস লেসবিয়া নামে কবিতা লেখেন।৮৭
৪.২.২)  ওভিদ রচনা করেন মেটামোরফোসিস। ৪৩
৪.২.৩) লিভি রচনা করেন হিস্ট্রি অব রোম। ৫৯
৪.২.৪) ট্যাকিটাস রচনা করেন Histories।৫৫
বিকল্পসমূহ :
A) ৪.২.১ -- ৪.২.২ -- ৪.২.৪ -- ৪.২.৩
B) ৪.২.১ -- ৪.২.৪ -- ৪.২.২ -- ৪.২.৩
C) ৪.২.৪ -- ৪.২.২ -- ৪.২.১ -- ৪.২.৩
D) ৪.২.১ -- ৪.২.৪ -- ৪.২.৩ -- ৪.২.২

১৫) স্থানগুলো পূর্ব থেকে পশ্চিমে সাজাও  : ২

৪.৩.১) বাগদাদ ।
৪.৩.২) কনস্টান্টিনোপল।
৪.৩.৩) সমরখন্দ।
৪.৩.৪) সাংহাই।
 বিকল্পসমূহ :
A) ৪.৩.৪ -- ৪.৩.৩ -- ৪.৩.১ -- ৪.৩.২
B) ৪.৩.৪ -- ৪.৩.২ -- ৪.৩.৩ -- ৪.৩.১
C) ৪.৩.৩ -- ৪.৩.১ -- ৪.৩.৪ -- ৪.৩.২
D) ৪.৩.১ -- ৪.৩.২ -- ৪.৩.৩ -- ৪.৩.৪

১৬) সঠিক ক্রমে সাজাও : ৩

A) সমুদ্রগুপ্তের সিংহাসন --  মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা --  আলেকজান্ডারের ভারত আক্রমন --  চোল রাজা প্রথম রাজরাজ সিংহাসন আরোহন।
B)  আলেকজান্ডারের ভারত আক্রমন -- মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা --  সমুদ্রগুপ্তের সিংহাসন --  চোল রাজা প্রথম রাজরাজ সিংহাসন আরোহন।
C)  চোল রাজা প্রথম রাজরাজ সিংহাসন আরোহন --  আলেকজান্ডারের ভারত আক্রমন --  মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা --  সমুদ্রগুপ্তের সিংহাসন।
D)  আলেকজান্ডারের ভারত আক্রমন --  সমুদ্রগুপ্তের সিংহাসন -- মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা --  চোল রাজা প্রথম রাজরাজ সিংহাসন আরোহন।

E) চিত্র / চার্ট / ডায়াগ্রাম দেখে উত্তর দাও : ১ x ৪ = ৪

১৭) নিচের ডায়াগ্রামটি ভালো করে দেখো এবং জিজ্ঞাসা (?) চিহ্নের জায়গায় কোন বিকল্পটি উপযুক্ত বিবেচিত হবে তা খুঁজে বার করো।

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - দ্বিতীয় সেট
বিকল্পসমূহ :
A) ক গর্ডন জনসন, খ জুডিথ ব্রাউন 
B) ক মার্ক ব্লখ , খ ফার্নান্দ ব্রদেল
C) ক রনজিৎ গুহ, খ গৌতম ভদ্র
D) ক সুপ্রকাশ রায় খ ডি ডি কোশাম্বী

১৮) নিম্নে প্রদত্ত কোন ডায়াগ্রাম থেকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ খুঁজে বের করো।

Class XI History Questions First Semester, Set-2

Class XI History Questions First Semester, Set-2

বিকল্প সমূহ :
A) A সঠিক B C D ভুল
B) B সঠিক C D A ভুল
C) A D সঠিক B C ভুল
D) C সঠিক A B D ভুল

১৯) নীচের চিত্র দেখো ও সেই সম্পর্কিত বক্তব্যগুলো পড়ো। এরপর  এটি কীসের ছবি নীচের বিকল্পগুলো থেকে খুঁজে বের করো -৩

Class XI History Questions First Semester, Set-2

ছবিটির বিষয়বস্তু : এটি একটি প্রাচীন ভারতীয় স্বর্ণ মুদ্রা। একজন খ্যাতনামা শাসক কে বিনা বাঁধনরত অবস্থায় দেখা যাচ্ছে।এই শাসকের নাম কী?

বিকল্পসমূহ :

A)  চোল শাসক রাজেন্দ্র চোল B) কুষাণ সম্রাট কনিষ্ক
C)  মৌর্য সম্রাট অশোক     D) গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত

২০) মানচিত্র দেখে সঠিক বিকল্পটি নির্বাচন করো।

Class XI History Questions First Semester, Set-2
একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - দ্বিতীয় সেট

বিকল্পসমূহ :

A) 1--- a, 2 --- b, 3 --- c, 4 --- d
B) 1 --- b, 2 --- c, 3 --- d, 4 --- a
C) 1 --- a, 2 --- b, 3 --- c, 4 --- d
D) 1 --- d, 2 --- a, 3 ---c, 4 --- b

F) অনুচ্ছেদ পড়ো এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও : ১ x ৪ = ৪

২১) রোমান সাম্রাজ্যের গৌরব পুনরুদ্ধারে বিশেষভাবে চেষ্টা করেন একজন সম্রাট। সম্রাটের একটি অনন্য কীর্তি হল আইন বিধির সংকলন।  কনস্টান্টিনোপল ও আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় স্থাপনের কৃতিত্ব তার। এই সম্রাটের নাম হল :

বিকল্পসমূহ :

A) সম্রাট দ্বিতীয় কনস্টান্টাইন
B) সম্রাট জুলিয়ান।
C) সম্রাট থিওডোসিয়াস
D) সম্রাট জাস্টিনিয়ান

২২) কনস্টান্টিনোপল একটি প্রাচীন শহর। ৩০০ খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইনরোমান সাম্রাজ্যের নতুন রাজধানী স্থাপন করেন। তার নাম অনুসারেই শহরের এই নাম রাখা হয়। এর পূর্বে এই শহরের নাম ছিল বাইজানটাইন। বর্তমান নাম কী ?

বিকল্পসমূহ :

A) ইস্তাম্বুল                   B) রোম
C) আলেকজান্দ্রিয়া     D) জেরুজালেম।

২৩ ) ভারতে কাওয়ালী গানের ইতিহাস ঘাটলে এই ধারার জনক হিসাবে যার নাম উঠে আসে তিনি একজন সুলতানি যুগের শ্রেষ্ঠ কবি সঙ্গীতজ্ঞ এবং ঐতিহাসিক ছিলেন।  ফার্সি উর্দু সংস্কৃত হিন্দি ভাষাতে পারদর্শী এই ব্যক্তি ছিলেন সুখী সাধক নিজাম উদ্দিন আউলিয়ার একজন শিষ্য।  তিনি হিন্দুস্থানের তোতাপাখি নামেও পরিচিত। ইনি কে?

বিকল্পসমূহ :

A) তানসেন B) জিয়াউদ্দিন বরনী
C) ইবানবতুতা D) আমির খসরু।

২৪ ) ভারতে আফগান শাসনের সূত্রপাত করেন এই শাসক। ইনি রুপি নামক রোপ্প মুদ্রা ও দাম নামক তাম্রু মুদ্রার প্রবর্তন করেন। জমি জরিপ করে তিনি কৃষিজমি কৃষকের নামে পাট্টা দেয়ার প্রথা চালু করেন।  এই শাসকের নাম হল :

বিকল্পসমূহ :

A) শেরশাহ B) আলাউদ্দিন খলজি
C) সম্রাট বাবর D) সম্রাট আকবর

G) ঠিক ভুল নির্নয় করো : ১ x ৪ = ৪

২৫)  : সুমেরিয়রা সর্বপ্রথম উদ্ভাবন করেছিলেন -১ 

ক) লিখন পদ্ধতি খ)   মুদ্রা অর্থনীতি
গ)  পাটিগণিত ও জ্যামিতি ঘ)  নগর ও সাম্রাজ্য।

বিকল্পসমূহ :

A) ক, খ ঠিক এবং গ, ঘ ভুল
B) গ, ঘ ঠিক এবং ক, খ ভুল
C) ক, ঘ ঠিক এবং খ, গ ভুল
D) সবকটি সঠিক। 

২৬) কোনটি অসমগোত্রীয় খুঁজে বের করো।২ 

ক) আল মাজুসি খ) ইবনে সিনা 
গ) আমির খসরু ঘ) আল তাবারি।

বিকল্পসমূহ :

A) গ অসমগোত্রীয় এবং ক , খ ও ঘ সমগোত্রীয়
B) খ, গ, ঘ অসমগোত্রীয় এবং ক সমগোত্রীয়
C) ক, খ, গ সমগোত্রীয় এবং ঘ অসমগোত্রীয়
D) খ, ঘ অসমগোত্রীয় এবং ক, গ সমগোত্রীয়

২৭) জ্যোতির্বিদ বরাহমিহির রচিত গ্রন্থ হল-৩ 

ক) বৃহৎ সংহিতা খ) পঞ্চসিদ্ধান্তিকা
গ) সূর্যসিদ্ধান্ত ঘ) ব্রহ্মসিদ্ধান্ত

বিকল্পসমূহ :

A) ক, খ, ঠিক এবং গ, ঘ ভুল
B) ক, গ, ঘ ঠিক এবং খ ভুল
C) খ, গ, ঘ ঠিক এবং ক ভুল
D) ক, খ, গ ঠিক এবং ঘ ভুল

২৮) স্পার্টার সমাজে ছিল -৩ 

ক) হেলট খ) পেরিয়কয়  
গ) পেট্রিশিয়ান ঘ) স্পার্টান

বিকল্পসমূহ :

A) ক, ঘ সঠিক এবং খ, গ ভুল
B) ক, খ, ঘ সঠিক এবং গ ভুল
C) ক, গ, ঘ সঠিক এবং খ ভুল
D) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল

H) বিবৃতিগুলো মধ্যে সম্পর্ক (বিবৃতি ও কারণ) নির্নয় করো : ১ x ৪ = ৪

২৯) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। 

বিবৃতি - A : মধ্য প্রস্তর যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়।

বিবৃতি - R : পূর্ববর্তী যুগের তুলনায় মধ্যে প্রস্তর যুগের হাতিয়ারগুলো আকারে ক্ষুদ্র হয় এবং তার সঙ্গে সঙ্গে হাতিয়ার হিসাবে আরও উন্নত রূপ ধারণ করে।

বিকল্পসমূহ :
A) বিবৃতি - A  ও R হল সঠিক কিন্তু বিবৃতি র - A এর সঠিক ব্যাখ্যা নয়।
B) বিবৃতি -A ও R সঠিক এবং R হল বিবৃতি - A এর সঠিক কারণ।
C) বিবৃতি - A সঠিক কিন্তু বিবৃতি - R ভুল। 
D) বিবৃতি - A  ভুল কিন্তু বিবৃতি - R সঠিক।

৩০) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। 

বিবৃতি - A : পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি ছিল গুরুত্বপূর্ণ গ্রন্থ।২ 

বিবৃতি - R : প্রাচীন রোম-ভারত বাণিজ্য সম্পর্কে জানা যায়।

বিকল্প সমূহ :
A) বিবৃতি - A এবং R হল সঠিক এবং বিবৃতি R হল - A এর সঠিক কারণ
B) বিবৃতি - A  ও R হলো সঠিক কিন্তু বিবৃতি R - A এর সঠিক কারণ নয়।
C) বিবৃতি - A সঠিক কিন্তু বিবৃতি - R ভুল।
D) বিবৃতি - A এবং বিবৃতি - R একে অপরের থেকে আলাদা।

৩১) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

বিবৃতি - A : সম্রাট অগাস্টাস দাস বিক্রয়ের জন্য ২ % কর ধার্যের সিদ্ধান্ত নিয়েছিলেন।২ 

বিবৃতি - R : রাষ্ট্রের উন্নতি সাধন করতে।

বিকল্পসমূহ :
A) A এবং R উভয়ই সঠিক এবং R হল A -এর সঠিক কারণ। 
B) A এবং R উভয়েই সঠিক কিন্তু R, A -এর সঠিক কারণ নয়।
C) A সঠিক কিন্তু R ভুল
B) A ভুল কিন্তু R সঠিক।

৩২) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

বিবৃতি - A : মৌর্য যুগে অনেক বিদেশী পন্ডিত এবং বিশিষ্ট ব্যক্তিরা ভারতে এসেছিলেন।১ 

বিবৃতি - R : মেগাস্থিনিস এমনই একজন গ্রিক দূত ছিলেন যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ সভায় এসেছিলেন।

বিকল্পসমূহ :
A) বিবৃতি R হল বিবৃতি A -এর বিরোধী।
B) বিবৃতি A ও R হল সঠিক কিন্তু বিবৃতি A, R -এর কারণ নয়।
C) বিবৃতি A সঠিক কিন্তু বিবৃতি R ভুল 
D) বিবৃতি A এবং বিবৃতি R একে অপরের থেকে আলাদা।

I) বিবৃতিগুলোর মানানসই ব্যাখ্যা খুঁজে বের করো : ১ x ৪ = ৪

৩৩) বিবৃতি : প্লেইস্টোসিন যুগে বেশ কিছু বিশালাকার প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল।

ব্যাখ্যা - ১ : কারণ, তারা প্রতিকূল আবহাওয়াতে খাপ খাওয়াতে পারেনি
ব্যাখ্যা - ২ : কারণ, তারা অন্যান্য প্রাণীদের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেনি।
ব্যাখ্যা - ৩ : কারণ, এই সময় ভারী তুষারপাতে হয়েছিল যা তারা সহ্য করতে পারেনি।
ব্যাখ্যা - ৪ : কারণ, ভারী তুষারপাতের ফলে খাদ্য সংকট দেখা দেয়।

৩৪) বিবৃতি : ঋকবেদে ইন্দ্রদেবকে পুরন্দর বলা হয়েছে। ২ 

ব্যাখ্যা - ১ : কারণ, তিনি বহু পুর বা জনপদ ধ্বংস করেছিলেন। 
ব্যাখ্যা - ২ : তিনি অনার্য শত্রুদের পুর বা দূর্গাবুলি ধ্বংস করেছিলেন
ব্যাখ্যা - ৩ : তিনি পুর বা জনপদ গুলি দখল করে দাসদের মুক্তি দিয়েছিলেন।
ব্যাখ্যা - ৪ : ব্যাখ্যা - ১ ও ব্যাখ্যা - ২, উভয়ই ঠিক।

৩৫)  বিবৃতি : স্কন্ধ গুপ্ত কে বলা হয় ভারতের রক্ষাকারী। ৩ 

ব্যাখ্যা - ১ : কারণ, তিনি ভারতকে তুর্কি আক্রমণের হাত থেকে রক্ষা করেছিলেন।
ব্যাখ্যা - ২ : তিনি ভারতকে হুন আক্রমণের হাত থেকে রক্ষা করেছিলেন
ব্যাখ্যা - ৩ : তিনি ভারতকে অর্থনৈতিক ভরাডুবির হাত থেকে রক্ষা করেছিলেন।
ব্যাখ্যা - ৪ :  তিনি সেসময় পারিবারিক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে গুপ্ত সাম্রাজ্য কে রক্ষা করেছিলেন।

৩৬) ১৫৫৫ খ্রিস্টাব্দের শরহিন্দের যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ যুদ্ধ। কারণ - ৩ 

ব্যাখ্যা - ১ : এই যুদ্ধের মধ্য দিয়ে হুমায়ুনের ভাগ্য বিপর্যয় হয়।
ব্যাখ্যা - ২ : এই যুদ্ধের মধ্য দিয়ে হুমায়ুন পুনরায় ভারতে তাঁর ক্ষমতা পুনরুদ্ধার করতে সামর্থ্য হন
ব্যাখ্যা - ৩ : এই যুদ্ধে হুমায়ুনের নিকট আফগানরা পরাজিত হন।
ব্যাখ্যা - ৪ : ব্যাখ্যা ২ এবং ব্যাখ্যা তিন - দুটোই ঠিক

J) বেমানান শব্দটি নির্বাচন করো : ১ x ৪ = ৪

৩৭) নিচের কোন গ্রন্থটি মহাকাব্য নয়?

A) রামায়ণ B)  মহাভারত
C)  ইলিয়ার্ড D)  অর্থশাস্ত্র

৩৮) নিম্নলিখিত সম্রাটদের মধ্যে প্লেবিয়ান বংশের শাসক ছিলেন না - ২ 

A) ডোমিশিয়ান B)  টাইটাস
C) ভেসপাসিয়ান D) ট্রাজান

৩৯) রোমান সাম্রাজ্যের দুর্বলতার ক্ষেত্রে নিম্নলিখিত কারণগুলির মধ্যে যে কারণটি দায়ী নয়? ২ 

A) বহিরাক্রমণ B) অভিজাত ও সেনাধ্যক্ষদের অন্তর্দ্বন্দ্ব
C) অর্থনৈতিক সংকট D) অগাস্টাসের শাসন

৪০) নিম্নলিখিত শাসকদের মধ্যে কে মুঘল সম্রাট ছিলেন না? ৩ 

A) সম্রাট আকবর B)  সম্রাট শেরশাহ
C)  সম্রাট হুমায়ুন D)  সম্রাট জাহাঙ্গীর
-------------xx---------------

মন্তব্যসমূহ

জনপ্রিয় প্রশ্নগুলো দেখ

নব্য প্রস্তর যুগ ও তার বৈশিষ্ট লেখো।

নব্য প্রস্তর যুগের সময়কাল উল্লেখ করো। এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট লেখো। নব্য প্রস্তর যুগ : প্রাগৈতিহাসিক যুগের শেষ পর্বকে বলা হয় নব্য প্রস্তর যুগ বা Neolithic Age । এই পর্বে আদিম মানুষ খাদ্য সংগ্রাহক থেকে ক্রমশঃ  খাদ্য উৎপাদক শ্রেণিতে রূপান্তরিত হয়। আনুমানিক ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে নব্য প্রস্তর যুগ বলা হয়। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য : ১) এই যুগের মানুষ খাদ্য উৎপাদন শুরু করে। অর্থাৎ কৃষি কাজের সূচনা হয়। ২) পশু শিকারের সাথে সাথে পশুপালনের সূচনা হয়। ৩) হাতিয়ার গুলি খুবই সূচালো, ধারালো ও ক্ষুদ্র আকারের হয়। ৪) চাকার ব্যবহার শুরু হয় ৫) প্রথম আগুন জ্বালানোর কৌশল আবিষ্কার করে  ৬) যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে উঠতে থাকে। এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থান

 প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের ওপর একটি প্রবন্ধ রচনা করো। সমাজে নারীর অবস্থান : প্রাচীনকালে গ্রীস ও রোমের মত ভারতীয় নারীরাও সমাজে বিশিষ্ট স্থান অধিকার লাভ করেছিল। তবে তা মূলত উচ্চশ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল।  ঋগবৈদিক যুগে নারীর অবস্থান :  নারীর গুরুত্ব : পুত্র সন্তান কাম্য হলেও নারীরা মেটেও অবহেলিত ছিল না।  নারী শিক্ষা : নারীরা যথেষ্ট শিক্ষার সুযোগ লাভ করেছিল। এ যুগের উল্লেখযোগ্য বিদুষী নারী ছিলেন - লোপমুদ্রা, ঘোষা, অপলা মমতা প্রমুখ। বেদ পাঠের অধিকার : এই সময় নারীদের বেদ পাঠের অধিকার ছিল বলেও জানা যায়। এমনকী বেদের স্তোত্র রচনায় অংশ নিয়েছিল বলে জানা যায়।  পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান : নারীর গুরুত্ব হ্রাস : এই সময় নারী বেদ পাঠের অধিকার হারায়।  নারী শিক্ষা উপেক্ষিত : তৈত্তিরীয় সংহিতায় নারী শিক্ষার প্রয়োজন নেই বলে জানান হয়। ফলে নারী শিক্ষা ব্যাহত হয়। তা সত্ত্বেও এ সময় কোন কোন নারী উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জন করেন। যেমন, গার্গী, মৈত্রেয়ী প্রমুখ।  প্রতিবাদী আন্দোলনের যুগে নারীর অবস্থান : নারী শিক্ষা : বৌদ্ধ গ্রন্থ বিনয়পিটক থেকে জানা যায় এই সময় নারীদের বিদ্যা শিক্ষাকে স্বীকৃতি

প্রাক-ঐতিহাসিক (প্রাগৈতিহাসিক) যুগ কাকে বলে ?

  প্রাক-ঐতিহাসিক যুগ মানব সভ্যতার সূচনা হয় আজ থেকে ৩৬ লক্ষ্য বছর আগে। এই সময় থেকে লিপির ব্যবহার শুরু হওয়ার মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এই সময়ের ইতিহাস রচনার কোন লিখিত উপাদান পাওয়া যায় না। ফলে শুধুমাত্র প্রত্নতাত্বিক উপাদানের ওপর ভিত্তি করেই ইতিহাস লেখা হয়। তবে সব দেশে একই সময়ে প্রাগৈতিহাসিক যুগের সূচনা হয়নি।  -----🙏---- বিকল্প প্রশ্ন : ১) প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝো? আরও পড়ো : ১)   প্রাগৈতিহাসিক যুগের বৈশিষ্ট্য কী ছিলো ?                     ২) প্রাগৈতিহাসিক যুগকে কয়ভাগে ভাগ করা হয় ও কী কী ? এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

মহাজনপদ কী? মহাজনপদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।

মহাজনপদ কী? মহাজনপদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। মহাজনপদ ও মহাজনপদের বৈশিষ্ট্য  What is Mahajanapada? Briefly write the characteristics of Mahajanapada. মহাজনপদ কী : 'মহা' অর্থ বৃহৎ। 'জনপদ' কথার অর্থ 'নির্দিষ্ট ভূখণ্ডসহ জনসমষ্টি। অর্থাৎ  ক্ষুদ্র রাজ্য। খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকের আগে ভারতে উপজাতি গোষ্ঠীভিত্তিক ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল। এই জনপদ গুলি পরস্পরের ভূখণ্ড দখল করার তাগিদে নিজেদের মধ্যে সব সময় সংঘর্ষে লিপ্ত থাকতো। এই সংঘর্ষে জয় পরাজয়ের সূত্র ধরেই উত্তর ভারতে একাধিক জনপদ সংযুক্ত হয়ে যেত। ফলে বৃহৎ জনপদ বা রাজ্যের জন্ম হয়। এই ধরনের বৃহৎ জনপদ বা রাজ্যগুলি ' মহাজনপদ' নামে পরিচিত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর তিনটি উল্লেখযোগ্য মহাজনপদের নাম হলো মগধ (রাজতান্ত্রিক), বৃজি ও মল্ল (প্রজাতান্ত্রিক)। মহাজনপদের বৈশিষ্ট্য : এই মহাজনপদগুলির ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।           ১) উত্তর ভারত কেন্দ্রিক অবস্থান :   ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মতে, মহাজনপদ গুলির অধিকাংশের অবস্থান ছিল বিহার, উত

ঐতিহাসিক যুগ কাকে বলে? এর বৈশিষ্ঠগুলো উল্লেখ করো। উদাহরণ দাও।

ঐতিহাসিক যুগ কাকে বলে? এর বৈশিষ্ঠগুলো উল্লেখ করো। উদাহরণ দাও।  ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কালকে বোঝায়, যখন ১) মানুষ লিখন পদ্ধতি উদ্ভাবন করেছেন, ২) তাদের জীবনযাপন প্রণালী, সমাজ, সংস্কৃতি ও সভ্যতার বিবররণ রেখে গেছেন, এবং সেই সব বিবরণের পাঠোদ্ধার সম্ভব হয়ছে।  উদাহরণ হিসাবে মিশরিয় ও মেসোপটেমিয়া সভ্যতার কথা বলা যায়।   খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে মিশরে এবং  খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দে ভারতে, (আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়) এই যুগের সূচনা ধরা হয় । ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য : ১) এই যুগে মানুষের লিপিজ্ঞান ছিল।  ২) এই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়েছে, ৩) এই যুগের সময়কাল পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে সূচনা হয়েছে।  এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

মধ্যপ্রস্তর যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়? এই যুগের বৈশিষ্ট্য লেখো

'মধ্যপ্রস্তর যুগ' ও তার বৈশিষ্ট্য প্লেইস্টোসিন যুগের শেষ পর্ব ( ১৫ হাজার বছর আগে ) থেকে হোলোসিন যুগের সূচনা পর্ব ( ১০ হাজার বছর ) পর্যন্ত সময়কালকে মধ্যপ্রস্তর যুগ বলে। অন্যভাবে বলা বলা যায়, খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ এবং খাদ্য উৎপাদনকারী নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী সময়কালকে 'মধ্য প্রস্তর যুগ' বলা হয়। মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য ঃ ১) সময়কাল : মধ্য প্রস্তর যুগ খ্রিষ্টপুর্ব ১৫ হাজার বছর থেকে ১০ হাজার বছর পর্যন্ত বিস্তৃত ছিল। ২) হাতিয়ার :  এই যুগের ( মধ্য প্রস্তর যুগ ) হাতিয়ারগুলি প্রাচীন প্রস্তর যুগের চেয়ে উন্নত ও আকারে ছোটো ছিল। পাথর ছাড়া জীবজন্তুর হাড়, দাঁত ইত্যাদিও হাতিয়ার তৈরিতে ব্যবহার করা হত। ৩) জীবিকা ও জীবনযাপন : মধ্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার ও ফলমূল সংগ্রহ। এবং জীবনযাত্রা ছিল অর্ধ যাযাবর প্রকৃতির। ৪) কৃষিকাজ : যুগের শেষ পর্বে মানুষ কৃষিকাজের সূচনা করে। ৫) পোষাক :  মধ্য প্রস্তর যুগের মানুষ প্রাচীন প্রস্তর যুগের মত গাছের ছাল ও পশুর চামড়া দিয়ে পোশাক বানাত। তবে এই পোশাক আগের চেয়ে উন্নতমানের ছিল। ৬) যানবাহন : এই যুগের মানুষ ক

প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্য দেখাও।

প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্য বাংলা 👉 English অথবা,  প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে তুলনা করো।

প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি বর্ননা করো।

প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি Describe-the-reasons-or-background-for-the-development-of-city-states-in-ancient-Greece পলিস শব্দের অর্থ ' নগররাষ্ট্র '। খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতকে মধ্যবর্তী সময়ে গ্রিসে প্রায় ১৫০০ টি ছোট ছোট রাষ্ট্র বা সিটি স্টেট গড়ে ওঠে। এগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরাই প্রত্যক্ষভাবে অংশ গ্ৰহণ করত। এই ছোট রাষ্ট্রগুলো পলিস বা নগর-রাষ্ট্র নামে পরিচিত। যেমন - এথেন্স, স্পার্টা ইত্যাদি। নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার পটভূমি বিশ্লেষণ করলেই নগররাষ্ট্র গড়ে ওঠার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সামনে আসে।  ১) বৈদেশিক আক্রমণ ও  অক্টোপলিস  : আনুমানিক ১০০০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রীকরা বৈদেশিক আক্রমণের ভয়ে গ্রিসের বিভিন্ন পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্র গড়ে তোলে। এগুলো 'অক্টোপলিস' নামে পরিচিত। এই অক্টোপলিসকে কেন্দ্র করে ক্রমশ নগর গড়ে ওঠে এবং এই নগরকে কেন্দ্র করে পরবর্তীকালে নগররাষ্ট্র বা পলিস গঠনের প্রক্রিয়া শুরু হয়।  ২) স্থানীয় বাজার : আস্তে আস্তে এই  'অক্টোপলিস'গুলোর কাছেই স্থানীয় বাজার গড়ে উঠতে থাকে।

পলিস কী?

পলিস কী? খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতকে মধ্যবর্তী সময়ে গ্রিসে প্রায় ১৫০০ টি ছোট ছোট রাষ্ট্র বা সিটি স্টেট গড়ে ওঠে। এগুলির যাবতীয় কাজকর্মে  নাগরিকরাই প্রত্যক্ষভাবে অংশ গ্ৰহণ করত। এই ছোট রাষ্ট্রগুলো পলিস বা নগর-রাষ্ট্র নামে পরিচিত। যেমন - এথেন্স , স্পার্টা ইত্যাদি। ----------x-------- বিকল্প প্রশ্ন ১) নগর-রাষ্ট্র বলতে কী বোঝো? দুটি নগর রাষ্ট্রের উদাহরণ দাও। পালিস বা নগর-রাষ্ট্র সংক্রান্ত আরো প্রশ্ন    প্রাচীন গ্রিসে পলিস বা নগর রাষ্ট্র গড়ে ওঠার কারণ বর্ণনা কর  । স্পার্টার স্বাধীন নাগরিকদের সঙ্গে ক্রীতদাসদের (হেলট) সম্পর্ক  প্রাচীন গ্রিসে ক্রীতদাস প্রথা ও তাঁর উৎপত্তি  প্রাচীন গ্রিসের সমাজে দাস ও দাস-প্রভুর সম্পর্ক

প্রাচীন গ্রিসে ক্রীতদাস প্রথা ও তাঁর উৎপত্তি

ক্রীতদাস বলতে কী বোঝ? প্রাচীন গ্রিসে কীভাবে ক্রীতদাস সৃষ্টি হত? ক্রীতদাস : ক্রীতদাস কাদের বলা হবে, এ বিষয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ডিও ক্রাইসস্টম ক্রীতদাসদের গবাদি পশুর সঙ্গে তুলনা করে বলেছেন, গবাদি পশু যেমন তাঁর প্রভুর সম্পত্তি, ঠিক তেমনি ক্রীতদাস হল একজন প্রভুর ব্যক্তিগত সম্পত্তি, যা তিনি ইচ্ছামত বিক্রয় কিম্বা কোন উৎপাদনের কাজে লাগাতে পারে।  প্রখ্যত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছেন, ক্রীতদাস হল এমন এক সত্তা যার কোন পৃথক বা স্বাধীন অস্তিত্ব নেই। প্রভুর মালিকানাধীনে থাকার ওপরই তার অস্তিত্ব নির্ভর করে এবং এটাই প্রকৃতিরই বিধান। সুতরাং প্রাচীন গ্রিসের সমাজব্যবস্থা অনুযায়ী, ক্রীতদাস হল এক ধরণের মানব সম্পদ, যা প্রকৃতির বিধান অনুযায়ী তার প্রভুর মানিকানাধীন থাকতে বাধ্য এবং প্রভু তার নিজের ইচ্ছামত তাকে ক্রয়, বিক্রয় কিম্বা বিভিন্ন উৎপাদন কর্মে নিয়োগ করতে পারে। ক্রীতদাস প্রথা : প্রাচীন গ্রিসের সমাজ ব্যবস্থায় প্রচলিত এবং আইনি স্বীকৃতিপ্রাপ্ত ক্রীতদাসদের ক্রয়, বিক্রয় ও প্রভুর নিজস্ব ইচ্ছা অনুযায়ী তাকে উৎপাদন কিম্বা সৃষ্টিশীল কাজে নিয়োগ করার অধিকার সম্বলিত সামাজিক প্রথার নাম ক্রীত