একাদশ শ্রেণি । চতুর্থ অধ্যায়। রাষ্ট্রের প্রকৃতি এবং তাঁর শাসনযন্ত্র
চতুর্থ অধ্যায়ের সিলেবাস দেখো ঃ 👉 এখানে ক্লিক করো
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক গুরত্বপূর্ণ (SAQ) প্রশ্ন :
উত্তর পেতে নিচের প্রশ্নের ওপর ক্লিক করো।
Group - B ( প্রত্যেক প্রশ্নের মান - ১ )
চতুর্থ অধ্যায় পর্ব - ৪.১
রাষ্ট্রের প্রকৃতি : আদর্শ নমুনা
- গ্রিক নগররাষ্ট্রের উৎপত্তির আগে গড়ে ওঠা রাষ্ট্রগুলোর প্রকৃতি কেমন ছিল?
- প্রাচীন ভারতের একজন রাষ্ট্রনীতিবিদ ( রাষ্ট্রচিন্তাবিদ )-এর নাম লেখো।
- মধ্যযুগের একজন ভারতীয় রাষ্ট্রনীতিবিদ ( রাষ্ট্রচিন্তাবিদ )-এর নাম লেখো।
- কৌটিল্য কে ছিলেন? তাঁকে 'ভারতের মেকিয়াভেলি' বলা হয় কেন?
- জিয়াউদ্দিন বরনি কে ছিলেন?
- প্রাচীন গ্রিসের তিনজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো।
- প্রাচীন যুগের ( রোমান যুগের ) একজন রাষ্ট্রনীতিবিদের নাম লেখো।
- আধুনিক যুগের একজন ইউরোপীয় রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো।
- মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি কাকে পরাজিত করে সিংহাসনে বসেছিলেন?
- অর্থশাস্ত্র কার লেখা? এই গ্রন্থের মূল বিষয়বস্তু কী?
- কে কত সালে অর্থশাস্ত্র গ্রন্থটি আবিষ্কার করেন? এই গ্রন্থটি কয়টি অধ্যায়ে বিভক্ত ছিল?
- কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি থেকে কোন সময়ের কোন কোন বিষয়ের তথ্য পাওয়া যায়?
- রাজার কর্তব্য সম্পর্কে অর্থশাস্ত্রের বক্তব্য কী ছিল?
- রাষ্ট্রনীতিতে নৈতিকতার গুরুত্ব নিয়ে কৌটিল্যের বক্তব্য কী?
- মণ্ডলতত্ত্ব কী?
- অর্থশাস্ত্রে কয় ধরণের রাজস্বের কথা বলা হয়েছে? এবং কী কী?
- 'বলি' কী?
- মৌর্য শাসনব্যবস্থায় বিচার ব্যবস্থার সর্বোচ্চে কে থাকতেন?
- অর্থশাস্ত্রে কয় প্রকার বিবাহের কথা বলা হয়েছে? দুটি বিবাহরীতির নাম লেখো।
- অনুলোম ও প্রতিলোম কী? এর ফলাফল কী হয়েছিল?
- মৌর্য সমাজব্যবস্থায় নারীর অবস্থা কেমন ছিল?
- অর্থশাস্ত্রে রাষ্ট্রকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
- সপ্তাঙ্গ তত্ত্ব কী? এর মূল বক্তব্য কী ছিল?
- আয়তনের বিচারে কৌটিল্য কী ধরণের রাষ্ট্রের পক্ষে ছিলেন? এবং কেন?
- কৌটিল্যের রাষ্ট্র কী ধর্মনিরোপেক্ষ ছিল? যুক্তি দেখাও।
- রাজার ক্ষমতা সম্পর্কে অর্থশাস্ত্র কী বলছে?
- অর্থশাস্ত্রের মতে রাজার কী কী গুণ থাকা উচিৎ?
- রাজার কার্যাবলি সম্পর্কে কী বলা হয়েছে?
- 'যোগক্ষেম' কী?
- কৌটিল্যের মতে, রাষ্ট্র কীভাবে প্রজাকল্যাণের দায়িত্ব পালন করতে পারে?
- কৃষিকাজের প্রতি রাষ্ট্রের নীতি কেমন হওয়া উচিত বলে কৌটিল্য মনে করতেন?
- কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থা কী সাম্রাজ্যবাদী ছিল? যুক্তি দাও।
- ম্যাকিয়াভেলির কোন গ্রন্থের সঙ্গে অর্থশাস্ত্রের তুলনা করা যায় এবং কেন?
- কৌটিল্য রাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি নতুন ধারার প্রবর্তন করেছিলেন - কে বলেছেন?
- জিয়াউদ্দিন বরনি কোন গ্রন্থে রাষ্ট্রনীতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন?
- ফতয়া-ই-জাহান্দারি গ্রন্থের বিষয়বস্তু কী?
- জিয়াউদ্দিন বরনির রাষ্ট্রচিন্তায় কোন গ্রিক দার্শনিকের প্রভাব লক্ষ্য করা যায়?
- জিয়াউদ্দিন বরনির রাষ্ট্রচিন্তায় কোন কোন বিষয়ের প্রভাব লক্ষ্য করা যায়?
- জিয়াউদ্দিন বরনি কয়জন সুলতানি শাসকের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন?
- কোন রাষ্ট্রবিদ ইতিহাস ও হাদিসকে সমপর্যায়ভুক্ত বলে বর্নানা করেছেন?
- 'আসরাফ' ও 'আজলাফ' কী?
- ন্যায় বিচার সম্পর্কে জিয়াউদ্দিন বরনির বক্তব্য লেখো।
- ঈশ্বরের রাজ্যে সকলেই সমান অধিকার নিয়ে জন্ম গ্রহণ করে - কে বলেছেন?
- জাওয়াবিত কী?
- 'জিলুল্লাহ' শব্দের অর্থ কী? জিয়াউদ্দিন বরনি এই শব্দটি কী অর্থে ব্যবহার করেছেন?
- জিয়াউদ্দিন বরনির ঐশ্বরিক তত্ত্ব অনুযায়ী এই জগতের রাজ্যগুলো কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কী কী?
- ধর্মাশ্রয়ী রাষ্ট্র কী?
- ধর্মাশ্রয়ী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কী?
- জাহান্দারি শব্দের অর্থ কী? জিয়াউদ্দিন বরনি সুলতানি শাসনকে কি ধর্মাশ্রয়ী বলেছেন? যুক্তি দাও।
- সুলতানি শাসনকে ধর্মাশ্রয়ী বলেছেন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
- সুলতানি শাসনকে ধর্মাশ্রয়ী বলেননি এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
- খলিফাতন্ত্র কী?
- খলিফাতন্ত্রের আনুগত্য মানেননি এমন দুইজন সুলতানি শাসকের নাম লেখো।
- সুলতানি শাসন ধর্মাশ্রয়ী ছিল না - সপক্ষে দুটি যুক্তি দেখাও।
- সুলতানি শাসন ধর্মাশ্রয়ী ছিল - সপক্ষে দুটি যুক্তি দেখাও।
- সুলতানি শাসন কি প্রকৃত অর্থেই ধর্মাশ্রয়ী ছিল? দুটি যুক্তি দেখাও।
- সিসেরো কে ছিলেন? তাঁর পুরো নাম লেখো।
- সিসেরোর রাষ্ট্রচিন্তায় কাদের প্রভাব লক্ষ্য করা যায়?
- সিসেরোর রাষ্ট্রনৈতিক তত্ত্বের মূল বিষয় কী ছিল?
- সিসেরো তাঁর আইনবিধিতে কয় প্রকার আইনের কথা বলেছেন এবং কী কী?
- প্রাকৃতিক আইন সম্পর্কে সিসেরোর বক্তব্য কী ছিল?
- প্রাকৃতিক আইনকে সিসেরো সার্বজনীন বলেছেন কোন যুক্তিতে?
- রাষ্ট্রীয় আইন কীভাবে প্রাকৃতিক আইনের ওপর নির্ভরশীল?
- ন্যায় ও ন্যায়বিচার সংক্রান্ত আলোচনায় সিসেরো কোন গ্রিক দার্শনিকের দ্বারা প্রভাবিত হয়েছেন?
- ন্যায়নীতি সম্পর্কে সিসেরোর বিশ্লেষণ কী?
- রিপাবলিকা কার লেখা?
- 'De Republica' গ্রন্থের লেখক কে? এই গ্রন্থে কোন গ্রিক দার্শনিকের প্রভাব লক্ষ্য করা যায়?
- প্লেটোর রাষ্ট্র দর্শনের সঙ্গে সিসেরোর রাষ্ট্র দর্শনের পার্থক্য কোথায়?
- রাষ্ট্র কোন কৃত্রিম প্রতিষ্ঠান নয় - সিসেরো কীভাবে তা প্রমাণ করেছেন?
- রাষ্ট্র জনগণের সম্পত্তি - কে বলেছেন?
- সরকার সম্পর্কে সিসেরোর ধারণা কোন দার্শনিকের দ্বারা প্রভাবিত? তিনি সরকারকে কয় ভাগে ভাগ করেছেন?
- সাম্যনীতি সম্পর্কে সিসেরোর মতামত কী ছিল?
- বিশ্বনাগরিকত্ব কী? কে ধারণার কথা বলেছেন?
- রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সিসেরোর ধারণা কী?
- সম্মিলিত জাতিপুঞ্জের গঠন কোন রাষ্ট্রচিন্তাবিদের ধারণার কোন ধারণার বহিঃপ্রকাশ বলা যায়?
- নতুন রাজতন্ত্র বলতে কী বোঝ?
- গোলাপের যুদ্ধ কত বছর চলেছিল এবং কাদের মধ্যে হয়েছিল?
- টিউডর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাঁর প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয় কেন?
- কোন শাসকের আমলকে ইংল্যান্ডের মধ্যযুগের সমাপ্তি ও আধুনিক যুগের সূচনা ধরা হয়?
- টিউডর বিপ্লব কী?
- টমাস ক্রমওয়েল কে ছিলেন? তিনি কীজন্য বিখ্যাত?
- 'অ্যাক্ট অফ সুপ্রিমেসি' কী? কে কত সালে এই আইন পাস করেন?
- গ্রেট বাইবেল কী? কত সালে কোথায় প্রকাশিত হয়?
- কত সালে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়? এর ফল কী হয়েছিল?
- 'পিল্গ্রিমেস অফ গ্রেস' কী? কেন হয়?
- 'অ্যাক্ট অব অ্যাটেন্ডার' কে কী উদ্দেশ্যে তৈরি করেন?
- কোন আইন দ্বারা টামাস ক্রমওয়েলের মৃত্যুদন্ড দেওয়া হয়?
- ইংল্যান্ডে কখন কীভাবে নতুন জমিদার শ্রেণির জন্ম হয়?
- বেষ্টনী প্রথা কী? এর ফলাফল লেখো।
- ইনল্যান্ডের আধুনিক শাসনতন্ত্রের ইতিহাসে টমাস ক্রমওয়েলের অবদান লেখো।
- আধুনিক জাতীয় রাষ্ট্রের দুটো বৈশিষ্ট্য লেখো।
- আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কাকে? কেন?
- ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা বিষয়ক গ্রন্থের নাম কী?
- মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা কী?
- রাষ্ট্রনীতিতে ধর্ম ও নীতিবোধ সম্পর্কে ম্যাকিয়াভেলির বক্তব্য কী?
- রাষ্ট্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে ম্যাকিয়াভেলির মতামত লেখো।
- ম্যাকিয়াভেলি রাষ্ট্র ও সরকারকে কয় ভাগে ভাগ করেছেন এবং কী কী?
- ম্যাকিয়াভেলি ও সিসেরোর রাষ্ট্রচিন্তার মৌলিক পার্থক্য কোথায়?
- ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার দুটি ত্রুটি উল্লেখ করো।
- জাঁ বোঁদা কে ছিলেন?
- জাঁ বোঁদার রাষ্ট্রচিন্তার মূল বিষয়গুলো কী ছিল?
- রাষ্ট্রের 'চরম সার্বভৌমত্বের তত্ত্ব' প্রচার করেন কে?
- জাঁ বোঁদা রাষ্ট্র ও সরকারকে কয় ভাগে ভাগ করেছেন এবং কী কী?
- রাষ্ট্র ও সরকারকে কয় ভাগে ভাগ - এ বিষয়ে ম্যাকিয়াভেলি ও জাঁ বোঁদার মধ্যে পার্থক্য কোথায়?
- নাগরিকতা সম্পর্কে জাঁ বোঁদার মতামত কী?
- বোঁদার মতে 'বিপ্লব' কী?
- বোঁদার রাষ্ট্রচিন্তায় স্ববিরোধিতা কোথায়?
- কে কাকে কেন সার্বভৌমত্বের ধারণার জনক বলেছেন?
- বোঁদার রাষ্ট্রচিন্তার দুটো গুরুত্ব লেখো।
- টমাস হবস কে ছিলেন?
- টমাস হবস কী ধরণের রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন? কেন?
- 'পিউরিটান বিপ্লব' কত সালে সম্পন্ন হয়? এই বিপ্লবে কোন শাসকের শিরচ্ছেদ করা হয়?
- লেভিয়াথান গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের উপজীব্য বিষয় কী?
- সার্বভৌম ক্ষমতার উদ্ভব বিষয়ে হবসের মতামত লেখো।
- আধুনিক সার্বভৌমত্বের তত্ত্বের প্রবক্তা কে?
- কে কীভাবে ইউরোপে আধুনিক জাতীয় রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন?
- কাকে কেন উপযোগিতাবাদের অগ্রদূত বলা হয়?
- হবসের রাষ্ট্রনৈতিক তত্ত্বকে কে কেন বৈপ্লবিক আখ্যা দিয়েছেন?
- জন লক কে ছিলেন?
- কাকে কেন আধুনিক উদারনৈতিক রাষ্ট্রচিন্তার অগ্রদূত বলা হয়?
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর প্রথম তাত্ত্বিক চিন্তাবিদ কে? এ বিষয়ে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী?
- প্রাক-রাজনৈতিক অবস্থা সম্পর্কে জন লকের ধারণা কী?
- কীভাবে রাষ্ট্রের উৎপত্তি হয় বলে জন লক মনে করেন?
- কোন অর্থে আইনসভা চরম ক্ষমতার অধিকারী নয়?
- জন লকের মতে সরকারের প্রধান কাজ কী?
- সম্পত্তির অধিকার সম্পর্কে জন লকের বক্তব্য কী?
- বিপ্লব বা বিদ্রোহ সম্পর্কে জন লকের বক্তব্য কী?
- কে কেন জন লককে 'বুর্জোয়া চিন্তানায়ক' বলেছেন?
- জন লকের রাষ্ট্র চিন্তার গুরুত্ব কী?
চতুর্থ অধ্যায় পর্ব - ৪.২
সরকারের প্রশাসনযন্ত্র
- 'স্যাট্রাপি ব্যবস্থা' কী?
- পারস্য সাম্রাজ্যের আর এক নাম কী?
- 'স্যাট্রাপি ব্যবস্থা' কবে কোথায় প্রচলিত ছিল? ভারতে প্রচলিত এই ধরণের একটি ব্যবস্থার নাম লেখো।
- 'স্যাট্রাপ' কাকে বলে?
- কবে পারস্যে প্রাদেশিক শাসনব্যবস্থার বিকাশ ঘটে?
- কোন শাসকের আমলে পারস্যে স্যাট্রাপিগুলোর গঠন পরিপূর্ণতা লাভ করে?
- পারসিক ব্যাখ্যা অনুসারে 'স্যাট্রাপ' কথার অর্থ কী?
- 'স্যাট্রাপ' শব্দের বর্তমান আভিধানিক অর্থ কী? শব্দটির উৎপত্তি কোন মূল শব্দ থেকে?
- 'স্যাট্রাপি' শব্দের আভিধানিক অর্থ কী?
- কয়েকটি বৃহৎ স্যাট্রাপির নাম লেখো।
- কয়েকটি ক্ষুদ্র স্যাট্রাপির নাম লেখো
- একজন স্যাট্রাপের কী কী দায়িত্ব পালন করতে হত?
- সম্রাটের সঙ্গে স্যাট্রাপদের সম্পর্ক কেমন ছিল?
- 'রাজার নয়ন' বলতে কী বোঝানো হত?
- কোন পারস্য সম্রাটের আমলে স্যাট্রাপরা বড় ধরণের বিদ্রোহ সংঘটিত করেছিল?
- ম্যান্ডারিন কাদের বলা হয়?
- কখন চিনে আমলাতান্ত্রিক কর্মচারী ব্যবস্থা গড়ে ওঠে?
- ম্যান্ডারিন শব্দটি কোন শব্দ ভান্ডার থেকে এসেছে?
- ম্যান্ডারিনদের কী ধরণের যোগ্যতার অধিকারী হতে হত?
- ম্যান্ডারিনদের কী কী কাজ করতে হত?
- কোন রাজবংশের আমলে ম্যান্ডারিনদের সামাজিক মর্যাদা সর্বোচ্চ স্তরে পৌঁছায়?
- চিনে ম্যান্ডারিন ব্যবস্থার অবসান ঘটে কখন কীভাবে?
- চিনা প্রশাসনে ম্যান্ডারিনদের গুরুত্ব কী ছিল?
- ইক্তাপ্রথা কী?
- ভারতে ইক্তা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন?
- 'ইক্তা' শব্দের অর্থ কী?
- ইক্তাদার কাদের বলা হয়?
- 'ইক্তা প্রথা'র দুটি বৈশিষ্ট্য লেখো।
- 'ইক্তা' ব্যবস্থার দুটি ত্রুটি উল্লেখ করো।
- 'ইক্তা' ব্যবস্থার দুটি গুরুত্ব উল্লেখ করো।
- মনসব' কথার অর্থ কী? মনসবদার কাকে বলে?
- মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল?
- আকবর কেন মনসবদারি প্রথা চালু করেন?
- 'দাগ' ও 'হুলিয়া' কী?
- 'দু-আসপা' ও 'শি-আসপা' কী?
- মনসবদারি প্রথার দুটি ত্রুটি উল্লেখ করো।
-----------x----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন