সিসেরো কে ছিলেন?
সিসেরো কে ছিলেন? |
সিসেরোর পুরো নাম মার্কাস টিউলিয়াস সিসেরো। জন্ম ১০৬ খৃষ্টপূর্বাব্দে ইতালির আর্পিনো শহরে। তিনি ছিলেন একাধারে প্রাচীন রোমের একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ, রাজনীতিবিদ, আইনজ্ঞ, শ্রেষ্ঠ গদ্য শিল্পী ও সুবক্তা।
খ্রিস্টপূর্ব ৭৯ সালে তিনি এথেন্সে আসেন এবং হেরোডেটাস, থুকিডিটিস, প্লেটো ও অ্যারিস্টটলের ইতিহাস ও দর্শনের চর্চা শুরু করেন এবং মুগ্ধ হন। তাঁদের দ্বারা প্রভাবিত হয়ে লেখেন দুটি বিখ্যাত গ্রন্থ —দ্য রিপাবলিক (The Republic) এবং দা লস (The Laws)।
সিসেরোর এই দুটো গ্রন্থ থেকে আমরা জানতে পারি তাঁর রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য ও ধারা সম্পর্কে। জানতে পারি,
১) রাষ্ট্র একটি নৈতিক ও যৌথ সংস্থা এবং প্রত্যেক নাগরিকের সদস্য,
২) রাষ্ট্রের লক্ষ্য হলো নাগরিকদের সুশাসন এবং নিরাপত্তা প্রদান করা,
৩) নাগরিকদের ঐক্যবোধ দায়বদ্ধতা এবং অধিকারের ওপর রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে,
৪) প্রাকৃতিক আইনের উপর নির্ভর করে রাষ্ট্রীয় আইন তৈরি ও পরিচালনা করলে রাষ্ট্রে অরাজগতা থাকে না।
প্রকৃতপক্ষে, সিসেরো রাষ্ট্রচিন্তার জগতে এক নব দিগন্তের উন্মোচন ঘটিয়েছিলেন। ঐতিহাসিক জন এডামস তাই বলেছেন, বিশ্বে কোনকালেই সিসেরোর মত বড় রাষ্ট্রবিদ ও দার্শনিকের জন্ম হয়নি।
--------xx-------
বিকল্প প্রশ্ন সমূহ :
- সিসিরোর সংক্ষিপ্ত পরিচয় দাও।
- সিসেরোর দুটি গ্রন্থের নাম লেখো। এই গ্রন্থ দুটি থেকে তাঁর রাষ্ট্রদর্শন সম্পর্কে কী জানতে পারি?
- সিসেরো কোন দেশের মানুষ ছিলেন? তাঁর রাষ্ট্রচিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন