‘অ্যাক্ট অফ সুপ্রিমেসি’ কী?
অ্যাক্ট অফ সুপ্রিমেসি’ কী? |
অ্যাক্ট অফ সুপ্রিমেসি :
‘অ্যাক্ট অফ সুপ্রিমেসি’ (Act of Supremacy) হল একটি ধর্মীয় সংস্কার আইন, যা ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি তাঁর প্রধান ধর্মীয় আধিকারিক টমাস ক্রমওয়েলের নেতৃত্বে পাস করেন। এই আইনের উদ্দেশ্য ছিল আনুষ্ঠানিকভাবে রাজাকে দেশের ধর্মব্যবস্থার প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়া।
অ্যাক্ট অফ সুপ্রিমেসির উদ্দেশ্য :
এই আইন পাশের আগে পর্যন্ত ইংল্যান্ডের চার্চ-এর উপর পোপের একাধিপত্য ছিল। ফলে পোপ পরোক্ষভাবে রাজাকে নিয়ন্ত্রণ করতে পারত। ‘অ্যাক্ট অফ সুপ্রিমেসি’র মাধ্যমে —
- ইংল্যান্ডের চার্চগুলোর উপর পোপের এই আধিপত্য লুপ্ত করা হয়।
- ছোট ছোট মঠগুলোকে বাজেয়াপ্ত করা হয় এবং
- বড় মাঠ গুলোর ওপর রাজা তথা রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা করা হয়।
অ্যাক্ট অফ সুপ্রিমেসির গুরুত্ব :
এভাবে, ‘অ্যাক্ট অফ সুপ্রিমেসি’ পাস করার মাধ্যমে ইংল্যান্ডের চার্চ ও রাষ্ট্র —উভয়ের ওপর রাজার সার্বভৌমত্ব স্থাপিত হয় এবং পোপের ক্ষমতা খর্ব করা হয়।
----------xx-------
বিকল্প প্রশ্ন সমূহ :
- ‘অ্যাক্ট অফ সুপ্রিমেসি’ কী ধরনের আইন? এই আইনের উদ্দেশ্য কি ছিল?
- কে কী উদ্দেশ্যে ‘অ্যাক্ট অফ সুপ্রিমেসি’ চালু করেন? এই আইন চালুর ফলাফলকী হয়েছিল?
- ‘অ্যাক্ট অফ সুপ্রিমেসি’র তাৎপর্য / গুরুত্ব কী ছিল?
- আধিপত্যের আইন বলতে কী বোঝো? কে কত সালে এই আইন করেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন