সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ইতিহাস নমুনা প্রশ্নপত্র

 উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন ও উত্তর

History Sample Question Paper of West Bengal Council of Higher Secondary Education

👉 সমস্ত প্রশ্নের উত্তর প্রশ্নের শেষ অংশে আছে

📘নিচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।     প্রতিটি প্রশ্নের মান - ১

১) সব ইতিহাসই সাম্প্রতিক ইতিহাস" - কথাটি বলেছেন,

a) ঐতিহাসিক র্যাংকে b) ঐতিহাসিক ক্রোচে 
c) ঐতিহাসিক ই এইস কার d) ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ

২) প্রদত্ত যে প্রত্নতাত্ত্বিক উপাদান জানান দেয় যে, মেহেরগড় সংস্কৃতির দ্বিতীয় পর্যায়ে ধাতুর ব্যবহার ছিল -

a) কার্পাস বস্ত্র b) তামার পুঁতি 
c) লোহার চুল্লি d)  সবগুলিই ঠিক

৩) প্রদত্ত যে গ্রন্থটি সমগোত্রীয় নয় -

a) রামায়ণ b)  মহাভারত 
c)  গিলগামেশ d) ওল্ড টেসটামেন্ট

৪) লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর।  এটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

a) পাঞ্জাব b)  গুজরাট 
c) হরিয়ানা d) রাজস্থান

৫) সোজা হয়ে হাঁটতে পারতো, আগুনের ব্যবহার জানতো -  এটি বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য।  এই বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম হল -

a) অস্ট্রালোপিথেকাস b) হোমো হাবিলিস
c) হোমো ইরেক্টাস d) হোমো সাপিয়েন্স

৬) এশিয়া মাইনরে প্রথম লোহা আবিষ্কৃত হয়েছিল যাদের হাত ধরে -

a) হিট্টাইট b) ক্যাসাইট 
c) সুমেরীয় d) মিশরীয়

৭) ইউনিক যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল - 

a) এথেন্স ওস্পার্টা b) গ্রীস ও চীন 
c) রোম ও কার্থেজ d) রোম ও পারস্য

৮) সুপ্রাচীন রোমে বিবাহকে বলা হত -

a) মেটিক b) পেরিগ্রিনি 
c) ইকুইটেস d) কনুবিয়াম

৯) ডায়ানা ছিলেন -

a) ঝড় বৃষ্টি দেবতা b) চাঁদের দেবী 
c) জ্ঞানের দেবী d) বাণিজ্যের দেবতা

১০) রোম সাম্রাজ্যে ভার্নি বলা হত -

a) ক্রীতদাসদের b) পলাতক ক্রীতদাসদের 
c) যারা জন্মসূত্রে ক্রীতদাস হত d) যে সকল ক্রীতদাস প্রচুর ভালো কাজ করে সম্মান পেতো

১১) গ্লাডিয়াস শব্দের অর্থ হল - 

a) দাস b) তরবারি 
c) আমরণ যুদ্ধ d) যোদ্ধা

১২) নিম্নলিখিত যে বিষয়টির সঙ্গে রোমের মাতুতা-র মন্দির সম্পর্কযুক্ত ছিল -

a) দাসদের অন্তিষ্টিকরণ b)  দাসদের উৎসব 
c)  দাস শিশু পুত্রদের মাঙ্গলিক অনুষ্ঠান d) দাসদের বিবাহ অনুষ্ঠান

১৩) পলিসে জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত বাজার যে নামে পরিচিত ছিল -

a) আগোরা b) হেলাইয়া 
c) ইফর d) হেলট

১৪) অঙ্গ মহাজনপদটির রাজধানী ছিল চম্পা। এই চম্পা নগরী কোন্ দুটি নদীর সংগমস্থলে অবস্থিত ছিল?

(a) গঙ্গা ও শোণ (চ) গঙ্গা ও চম্পা
(c) শতদ্রু ও বিপাশা (d) সিন্ধু ও সরস্বতী

১৫) তক্ষশিলা বর্তমানে কোথায় অবস্থিত?

(a) ভারত (b) পাকিস্তান
(c) আফগানিস্তান (d) চিন

১৬) পাথরের ওপর নানা রঙের কাচ দিয়ে নকশা করাকে বলা হয় মোজাইক। এই মোজাইক শিল্পের জন্ম প্রথম কোথায় হয়।

(a) ম্যাসিডনে (b) বাইজানটিয়ামে
(c) ভারতে (d) মিশরে

১৭) সমুদ্রগুপ্তের একটি স্বর্ণমুদ্রায় সমুদ্রগুপ্তের বীনাবাদনরত প্রতিকৃতি পাওয়া গেছে। মুদ্রাটি যা প্রামাণ করে, তা হল-

(a) তিনি ছিলেন সংগীতের পূজারি (b) তিনি সংগীতজ্ঞ ছিলেন
(c) তিনি ছিলেন সরস্বতী দেবীর পরম ভক্ত (d) a ও b দুটিই ঠিক

১৮) এথেন্সে বিচারক নিযুক্ত হতেন-

(a) ভোটের মাধ্যমে (b) ক্ষমতার জোরে
(c) লটারির মাধ্যমে (d) সবকটি ঠিক

১৯) ১৬০১ খ্রিস্টাব্দের আসিরগড়ের যুদ্ধ ছিল তাঁর জীবনের শেষ যুদ্ধ। এখানে তাঁর বলতে কাকে বোঝানো হয়েছে?

(a) হুমায়ুন (b) শেরশাহ 
(c) আকবর (d) জাহাঙ্গির

২০) 'দ্য ম্যাগনিফিসেন্ট' নামে পরিচিত ছিলেন যে অটোমান খুলতান

(a) সুলতান ওসমান (b) সুলেমান
(c) সালাদিন (d) সুলতান মুহাম্মদ

📕সঠিক বিকল্পটি নির্বাচন করে নীচের বিধুতিগুলির সূ্যস্থান পূরণ করো

২১) বিবর্তনবাদের জনক বলা হয় চার্লস ডারউইনকে, তিনি বিবর্তনবাদের তত্ত্ব প্রকাশ করেন________ গ্রন্থে। 

(a) অরিজিন অব স্পিসিস (b) স্পিরিট অব লজ 
(c) সোশ্যাল কন্ট্রাক্ট (১) কাঁদিদ

২২) ৯০৯ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার টিউনিশিয়ায় একটি পৃথক খলিফাতন্ত্র প্রতিষ্ঠা করেন -

(a) দ্বিতীয় মেহমেদ (চ) আলপ্তগীন 
(c) আবু আবদুল্লা (৫) আবদুর রহমান

২৩) মিয়া তানসেনকে হিন্দুস্থানীয় সংগীতের জনক বলা হয়। তিনি ছিলেন_________রাগের ওষ্টা।

(a) জৌনপুরী (b) মেঘমল্লার 
(c) ইমন (d) বিহাগ

📕বিবৃতি-কারণ সংক্রান্তে প্রশ্ন

২৪) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

বিবৃতি: (A) সিন্দু উপত্যকার অঞ্চলগুলি খুবই উর্বর ছিল।
ব্যাখ্যা: (R) এই সভ্যতার কেন্দ্রে শস্য মজুত রাখার জন্য শস্যাগার পাওয়া গেছে। 
বিকল্পসমূহ: 
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ 
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A সঠিক কারণ নয় 
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক

২৫) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

বিবৃতি : (A) রোমে মিশ্র তথ্য বহুত্ববাদী রোমান ধর্মের অবসান ঘটে।
ব্যাখ্যা : (R) রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেয়।
বিকল্পসমূহ: 
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ 
(b) A এবং R উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক কারণ নয় 
(c) A সঠিক কিন্তু R স্কুল 
(d) A ভুল কিন্তু R সঠিক

২৬. নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

বিবৃতি: (A) মৌর্ঘ শাসনের প্রতি ব্রাহ্মণ্য সম্প্রাদায়ের বিদ্বেষের ফলে মৌর্য সাঙ্গাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
ব্যাখ্যা: (R) দুর্বল মৌর্ঘ সাঙ্গাজ্যের ওপর আঘাত হানেন ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ।
বিকল্পসমূহ: 
(a) A এবং R উভয় সঠিক এবং R হল A-এর সঠিক কারণ 
(b) A এবং R উভয় সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয় 
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A স্কুল কিন্তু R সঠিক

📕নীচের বাক্যগুলিকে কালানুক্রমে সাজাও :         প্রতিটি প্রশ্নের মান = ১

২৭)

(i) অস্ট্রালোপিথেকাসরা দু-পায়ে ভর দিয়ে কোনোক্রমে দাঁড়াতে পারত।
(ii) হোমো স্যাপিয়েন্সরা দল বেঁধে বড়ো পশু শিকার করত।
(iii) হোমো হাবিলিসরা দলবন্দভাবে থাকত ও হাঁটতে পারত।
(iv) হোমো ইরেক্টাসরা দু-পায়ে ভর দিয়ে সোজা হয়ে খাঁড়াত।
বিকল্পসমূহ:
(a) i, iii, iv, ii 
(b) i, ii, iii, iv
(c) iv, ii, iii, i
(d) iii, iv, ii, i

২৮)

(1) জাস্টিনিয়ান উত্তর আফ্রিকা অবরোধ করেন।
(ঘ) জাস্টিনিয়ান স্পেনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
(iii) জাস্টিনিয়ান নিকেতে বিদ্রোহ দমন করেন।
(iv) জাস্টিনিয়ান সর্বপ্রথম নেপলস্ অধিকার করেন।
বিকল্পসমূহ: 
(a) ii, iii, i, iv
(b) iv, ii, iii, i
(c) iii, i, iv, ii
(d) i, ii, iii, iv

২৯)

(i) ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সঙ্গেঙ্গ পুরুর হিদাসপিসের যুদ্ধ হয়।
(ii) পুরুর বীরত্বে খুশি হয়ে আলেকজান্ডার তাঁর রাজ্য প্রত্যার্পণ করেন।
(iii) তক্ষশিলার রাজা অম্ভি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেয়।
(iv) আলেকজান্ডার ভারতের সিন্ধুনদের তীরে পৌঁছান।
বিকল্পসমূহ: 
(a) i, ii, iv, iii
(b) iv, iii, i, ii
(c) ii, i, iv, iii
(d) iv, iii, ii, i

📕নীচের বিবৃতিগুলি ঠিক/ভুল নির্বাচন করে সঠিক বিকল্পটি নির্বাচন করো

৩০) আবুল ফজল রচনা করেন-

(1) আকবরনামা (ii) তুজুক-ই-বাবরি 
(iii) তুজুক-ই-জাহাঙ্গিরি (iv) আইন-ই-আকবরি
বিকল্পসমূহ:
(a) (ii), (iii) ঠিক এবং (i), (iv) ভুল
(c) (i), (iii) ঠিক এবং (ii), (iv) ভুল
(c) (i), (ii), ঠিক এবং (iii), (iv) ভুল
(d) (i), (iv), ঠিক এবং (ii), (iii) ভুল 

৩১) শরিয়তের উৎসগুলি হল

(1) কিয়াস (ii) কোরান 
(iii) হাদিস (iv) ইজমা
বিকল্পসমূহ:
(a) (ii), (iii), (iv) ঠিক এবং (i) ভুল
(b) (i), (iii), (iv) ঠিক এবং (ii), ভুল
(c) (i), (ii), (iv) ঠিক এবং (iii), ভুল
(d) সবকটি ঠিক

৩২) নিম্নলিখিতদের মধ্যে রোমান সম্রাট ছিলেন না- 

(1) অগাস্টাস সিজার (ii) ব্রুটাস (ii) স্পার্টাকাস (iv) কনস্ট্যানটাইন

বিকল্পসমূহ:
(a) (ii), (iii) ঠিক এবং (i), (iv) ভুল
(b) (i), (iv) ঠিক এবং (ii), (iii) ভুল 
(c) (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
(d) (iii), (iv) ঠিক এবং (i), (ii) ভুল

৩৩) স্তম্ভ মেলাও : ১ x ৪ = ৪


A - স্তম্ভ B - স্তম্ভ বিকল্পসমূহ
i অষ্টাধ্যায়ী A নাটক a i-A,ii-B,iii-C,iv-D
ii গিলগামেশ B ঐতিহাসিক গ্রন্থ b i-B,ii-D,iii-C,iv-A
iii মৃচ্ছকটিকম C মহাকাব্য c i-C,ii-A,iii-D,iv-B
iv রাজতরঙ্গিণী D ব্যাকরণ গ্রন্থ d i-D,ii-C,iii-A,iv-B
৩৪)

A-স্তম্ভ B - স্তম্ভ বিকল্পসমূহ
i আম্ফোরা A রোমান রৌপ্য মুদ্রা a i C, ii A, iii D, iv B
ii দিনারি B নিম্ন সিন্ধু উপত্যকা b i A, ii D, iii B, iv C
iii হৌ-হান-সু C বড়ো মাটির জালা c i B, ii C, iii D, iv A
iv সেন-তু D ফ্যান-ই d i D, ii B, iii C, iv A
৩৫)

A - স্তম্ভ B - স্তম্ভ বিকল্পসমূহ
i সেলুকাস A শ্রেণিক a i B, ii C, iii D, iv A
ii বিম্বিসার B গ্রিস সেনাপতি b i B, ii A, iii D, iv C
iii মহামতি অশোক C বিশ্ববিজেতা c i C, ii D, iii A, iv B
iv আলেকজান্ডার D ধর্মবিজয় d i C, ii A, iii D, iv B

📕 নিজের চিত্রটি লক্ষ্য করে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

সাঁচি স্তুপের স্থাপত্য
 সাঁচি স্তুপের স্থাপত্য

৩৬) পাশের স্থাপত্যটি কোথায় দেখতে পাওয়া যায়?

(a) ভদ্রবাহু গুহায়
(b) সাঁচি স্তূপে
(c) এলাহাবাদ প্রশস্তিতে
(d) নাসিক প্রশস্তিতে

৩৭) রথে উপবিষ্ট সম্রাটের নাম কী?

(a) সমুদ্রগুপ্ত
(b) চন্দ্রগুপ্ত মৌর্য
(c) অশোক
(d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

📕 নীচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলোর সঠিক উত্তরটি নির্বাচন করো।

রোমান স্থাপত্য ছিল গ্রিক-রোমান স্থাপত্যের সমন্বয়। এযুগে এটুস্ক্যান স্থাপত্য, গ্রিক স্থাপত্য, মিশরীয় স্থাপত্য ও এশিয়ার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য গ্রহণ করে এক মিশ্র স্থাপত্য গড়ে উঠেছিল। রোমানরা স্থাপত্যে খিলানের ব্যবহার চালু করে। রোমান সাম্রাজ্যে খিলানের ব্যবহার করে বহুতল বাড়িগুলি নির্মিত হয়েছিল। রোমানরা স্থাপত্য নির্মাণে সুদৃশ্য স্তম্ভ ব্যবহার করত। স্তম্ভের ওপর গম্বুজাকৃতি ছাদ নির্মাণ রোমান স্থাপত্যের বৈশিষ্ট। নিরোর প্রাসাদ গোল্ডেন হাউস একটি বিখ্যাত স্থাপত্য। ভোম্পাসিয়ান নির্মাণ করেছিলেন-টাইটাসের খিলান ও অ্যাম্ফিথিয়েট্রাম ফ্ল্যাভিয়াম। ট্রাজানের ফোরামে ব্যাসিলিকা উলপিয়া বিখাত স্থাপত্য। সম্রাট হ্যাড্রিয়ান রোমে একটি Pantheon মন্দির নির্মাণ করেন। রোমান স্থাপত্য মূলত রোমের স্থাপত্য মনে হলেও তিন মহাদেশব্যাপী বিশাল রোমান সাম্রাজ্যে নির্মিত মন্দির এবং অট্টালিকা এই রোমান স্থাপত্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী ইউরোপীয় স্থাপত্যকে প্রাচীন রোমান স্থাপত্য যথেষ্ট প্রভাবিত করেছিল।

৩৮) রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল-

(a) দ্বিতল বাড়ি নির্মাণ (চ) গম্বুজাকৃতি ছাদ নির্মাণ 
(c) গম্বুজ নির্মাণ (৫) মিনার নির্মাণ

৩৯) সম্রাট নিরোর আমলে নির্মিত একটি বিখ্যাত স্থাপত্যের নাম হল-

(a) গোল্ডেন হাউস (b) Pantheon মন্দির 
(c) অ্যাম্ফিথিয়েট্রাম ফ্ল্যাভিয়াম (১) ব্যাসিলিকা উলপিয়া

৪০) রোমে Pantheon মন্দিরটি নির্মাণ করেছিলেন- 

(a) নিরো (b) ট্রাজান 
(c) হ্যাড্রিয়ান (c) কনস্টান্টাইন
----------------xx----------------

প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও

১🅑 ২🅑 ৩🅓 ৪🅑 ৫🅓 ৬🅐 ৭🅒 ৮🅓 ৯🅑 ১০🅒
১১🅑 ১২🅑 ১৩🅐 ১৪🅑 ১৫🅑 ১৬🅑 ১৭🅓 ১৮🅒 ১৯🅒 ২০🅑
২১🅐 ২২🅒 ২৩🅑 ২৪🅑 ২৫🅐 ২৬🅐 ২৭🅐 ২৮🅒 ২৯🅑 ৩০🅓
৩১🅓 ৩২🅐 ৩৩🅓 ৩৪🅐 ৩৫🅑 ৩৬🅑 ৩৭🅒 ৩৮🅑 ৩৯🅐 ৪০🅒

মন্তব্যসমূহ

জনপ্রিয় প্রশ্নগুলো দেখ

নব্য প্রস্তর যুগ ও তার বৈশিষ্ট লেখো।

নব্য প্রস্তর যুগের সময়কাল উল্লেখ করো। এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট লেখো। নব্য প্রস্তর যুগ : প্রাগৈতিহাসিক যুগের শেষ পর্বকে বলা হয় নব্য প্রস্তর যুগ বা Neolithic Age । এই পর্বে আদিম মানুষ খাদ্য সংগ্রাহক থেকে ক্রমশঃ  খাদ্য উৎপাদক শ্রেণিতে রূপান্তরিত হয়। আনুমানিক ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে নব্য প্রস্তর যুগ বলা হয়। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য : ১) এই যুগের মানুষ খাদ্য উৎপাদন শুরু করে। অর্থাৎ কৃষি কাজের সূচনা হয়। ২) পশু শিকারের সাথে সাথে পশুপালনের সূচনা হয়। ৩) হাতিয়ার গুলি খুবই সূচালো, ধারালো ও ক্ষুদ্র আকারের হয়। ৪) চাকার ব্যবহার শুরু হয় ৫) প্রথম আগুন জ্বালানোর কৌশল আবিষ্কার করে  ৬) যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে উঠতে থাকে। এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

জনপদ কী? প্রাচীন ভারতে জনপদ গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।

জনপদ কী? কীভাবে প্রাচীন ভারতে জনপদের উৎপত্তি হয়? জনপদ কী : 'জন' শব্দের অর্থ উপজাতি বা জনগোষ্ঠী। 'পদ' শব্দের অর্থ পা। চার্লস ল্যানম্যান -এর মতে, নির্দিষ্ট কোন জাতিগোষ্ঠী যখন কোন নির্দিষ্ট কোন ভৌগোলিক এলাকায় বসতি গড়ে তোলে তখন সেই ভৌগোলিক এলাকাকে  'জনপদ' বলে। কৌটিল্য জনপদ বলতে  নির্দিষ্ট ভূখণ্ড ও জনসমষ্টিকে বুঝিয়েছেন। এই জনপদে একদিকে থাকবে বিচক্ষণ উচ্চবর্ণের মানুষ বা প্রভু। অন্যদিকে থাকবে - ১) পর্যাপ্ত পরিমাণ উর্বর জমি এবং ২) সেই ভূখন্ডে থাকবে প্রচুর পরিশ্রমী কৃষক যাদের কর প্রদানের চাপ ও শাস্তি সহ্য করার ক্ষমতা থাকবে।  জনপদ গড়ে ওঠার কারণ (পটভূমি) : আর্যদের আগমন : আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে আর্যরা ভারতে প্রবেশ করে। এর ছিল যাযাবর প্রকৃতির । কারণ, পশু খাদ্যের সন্ধানে তারা বসবাসের জায়গা পরিবর্তন করত। তবে তারা গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করত। তাই এদের 'জন' (জনগোষ্ঠী বা উপজাতি) বলা হত।  জনসংখ্যা বৃদ্ধি : সপ্ত সিন্ধু এলাকায় উর্বর ভূমির কল্যাণে আর্যদের মধ্যে স্থায়ীভাবে বসবাসের প্রবণতা বাড়ে। ফলে নির্দিষ্ট এলাকায় জনসংখ্যা বাড়তে থাকে। ক্রমশ তারা অর্ধ-যাযাবর জীবনে ...

মধ্যপ্রস্তর যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়? এই যুগের বৈশিষ্ট্য লেখো

'মধ্যপ্রস্তর যুগ' ও তার বৈশিষ্ট্য প্লেইস্টোসিন যুগের শেষ পর্ব ( ১৫ হাজার বছর আগে ) থেকে হোলোসিন যুগের সূচনা পর্ব ( ১০ হাজার বছর ) পর্যন্ত সময়কালকে মধ্যপ্রস্তর যুগ বলে। অন্যভাবে বলা বলা যায়, খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ এবং খাদ্য উৎপাদনকারী নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী সময়কালকে 'মধ্য প্রস্তর যুগ' বলা হয়। মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য ঃ ১) সময়কাল : মধ্য প্রস্তর যুগ খ্রিষ্টপুর্ব ১৫ হাজার বছর থেকে ১০ হাজার বছর পর্যন্ত বিস্তৃত ছিল। ২) হাতিয়ার :  এই যুগের ( মধ্য প্রস্তর যুগ ) হাতিয়ারগুলি প্রাচীন প্রস্তর যুগের চেয়ে উন্নত ও আকারে ছোটো ছিল। পাথর ছাড়া জীবজন্তুর হাড়, দাঁত ইত্যাদিও হাতিয়ার তৈরিতে ব্যবহার করা হত। ৩) জীবিকা ও জীবনযাপন : মধ্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার ও ফলমূল সংগ্রহ। এবং জীবনযাত্রা ছিল অর্ধ যাযাবর প্রকৃতির। ৪) কৃষিকাজ : যুগের শেষ পর্বে মানুষ কৃষিকাজের সূচনা করে। ৫) পোষাক :  মধ্য প্রস্তর যুগের মানুষ প্রাচীন প্রস্তর যুগের মত গাছের ছাল ও পশুর চামড়া দিয়ে পোশাক বানাত। তবে এই পোশাক আগের চেয়ে উন্নতমানের ছিল। ৬) যানবাহন : এই ...

প্রাক-ঐতিহাসিক (প্রাগৈতিহাসিক) যুগ কাকে বলে ?

  প্রাক-ঐতিহাসিক যুগ মানব সভ্যতার সূচনা হয় আজ থেকে ৩৬ লক্ষ্য বছর আগে। এই সময় থেকে লিপির ব্যবহার শুরু হওয়ার মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এই সময়ের ইতিহাস রচনার কোন লিখিত উপাদান পাওয়া যায় না। ফলে শুধুমাত্র প্রত্নতাত্বিক উপাদানের ওপর ভিত্তি করেই ইতিহাস লেখা হয়। তবে সব দেশে একই সময়ে প্রাগৈতিহাসিক যুগের সূচনা হয়নি।  -----🙏---- বিকল্প প্রশ্ন : ১) প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝো? আরও পড়ো : ১)   প্রাগৈতিহাসিক যুগের বৈশিষ্ট্য কী ছিলো ?                     ২) প্রাগৈতিহাসিক যুগকে কয়ভাগে ভাগ করা হয় ও কী কী ? এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি বর্ননা করো।

প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি Describe-the-reasons-or-background-for-the-development-of-city-states-in-ancient-Greece পলিস শব্দের অর্থ ' নগররাষ্ট্র '। খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতকে মধ্যবর্তী সময়ে গ্রিসে প্রায় ১৫০০ টি ছোট ছোট রাষ্ট্র বা সিটি স্টেট গড়ে ওঠে। এগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরাই প্রত্যক্ষভাবে অংশ গ্ৰহণ করত। এই ছোট রাষ্ট্রগুলো পলিস বা নগর-রাষ্ট্র নামে পরিচিত। যেমন - এথেন্স, স্পার্টা ইত্যাদি। নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার পটভূমি বিশ্লেষণ করলেই নগররাষ্ট্র গড়ে ওঠার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সামনে আসে।  ১) বৈদেশিক আক্রমণ ও  অক্টোপলিস  : আনুমানিক ১০০০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রীকরা বৈদেশিক আক্রমণের ভয়ে গ্রিসের বিভিন্ন পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্র গড়ে তোলে। এগুলো 'অক্টোপলিস' নামে পরিচিত। এই অক্টোপলিসকে কেন্দ্র করে ক্রমশ নগর গড়ে ওঠে এবং এই নগরকে কেন্দ্র করে পরবর্তীকালে নগররাষ্ট্র বা পলিস গঠনের প্রক্রিয়া শুরু হয়।  ২) স্থানীয় বাজার : আস্তে আস্তে এই  'অক্টোপলিস'গুলোর কাছেই স্থানীয় বাজার গড়ে উঠতে থাকে।...

মহাজনপদ কী? মহাজনপদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।

মহাজনপদ কী? মহাজনপদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। মহাজনপদ ও মহাজনপদের বৈশিষ্ট্য  What is Mahajanapada? Briefly write the characteristics of Mahajanapada. মহাজনপদ কী : 'মহা' অর্থ বৃহৎ। 'জনপদ' কথার অর্থ 'নির্দিষ্ট ভূখণ্ডসহ জনসমষ্টি। অর্থাৎ  ক্ষুদ্র রাজ্য। খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকের আগে ভারতে উপজাতি গোষ্ঠীভিত্তিক ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল। এই জনপদ গুলি পরস্পরের ভূখণ্ড দখল করার তাগিদে নিজেদের মধ্যে সব সময় সংঘর্ষে লিপ্ত থাকতো। এই সংঘর্ষে জয় পরাজয়ের সূত্র ধরেই উত্তর ভারতে একাধিক জনপদ সংযুক্ত হয়ে যেত। ফলে বৃহৎ জনপদ বা রাজ্যের জন্ম হয়। এই ধরনের বৃহৎ জনপদ বা রাজ্যগুলি ' মহাজনপদ' নামে পরিচিত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর তিনটি উল্লেখযোগ্য মহাজনপদের নাম হলো মগধ (রাজতান্ত্রিক), বৃজি ও মল্ল (প্রজাতান্ত্রিক)। মহাজনপদের বৈশিষ্ট্য : এই মহাজনপদগুলির ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।           ১) উত্তর ভারত কেন্দ্রিক অবস্থান :   ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মতে, মহাজনপদ গুলির অধিকাংশের অবস্থ...

প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থান

 প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের ওপর একটি প্রবন্ধ রচনা করো। সমাজে নারীর অবস্থান : প্রাচীনকালে গ্রীস ও রোমের মত ভারতীয় নারীরাও সমাজে বিশিষ্ট স্থান অধিকার লাভ করেছিল। তবে তা মূলত উচ্চশ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল।  ঋগবৈদিক যুগে নারীর অবস্থান :  নারীর গুরুত্ব : পুত্র সন্তান কাম্য হলেও নারীরা মেটেও অবহেলিত ছিল না।  নারী শিক্ষা : নারীরা যথেষ্ট শিক্ষার সুযোগ লাভ করেছিল। এ যুগের উল্লেখযোগ্য বিদুষী নারী ছিলেন - লোপমুদ্রা, ঘোষা, অপলা মমতা প্রমুখ। বেদ পাঠের অধিকার : এই সময় নারীদের বেদ পাঠের অধিকার ছিল বলেও জানা যায়। এমনকী বেদের স্তোত্র রচনায় অংশ নিয়েছিল বলে জানা যায়।  পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান : নারীর গুরুত্ব হ্রাস : এই সময় নারী বেদ পাঠের অধিকার হারায়।  নারী শিক্ষা উপেক্ষিত : তৈত্তিরীয় সংহিতায় নারী শিক্ষার প্রয়োজন নেই বলে জানান হয়। ফলে নারী শিক্ষা ব্যাহত হয়। তা সত্ত্বেও এ সময় কোন কোন নারী উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জন করেন। যেমন, গার্গী, মৈত্রেয়ী প্রমুখ।  প্রতিবাদী আন্দোলনের যুগে নারীর অবস্থান : নারী শিক্ষা : বৌদ্ধ গ্রন্থ বিনয়পিটক থেকে জানা...

প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্য দেখাও।

প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্য বাংলা 👉 English অথবা,  প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে তুলনা করো।

ঐতিহাসিক যুগ কাকে বলে? এর বৈশিষ্ঠগুলো উল্লেখ করো। উদাহরণ দাও।

ঐতিহাসিক যুগ কাকে বলে? এর বৈশিষ্ঠগুলো উল্লেখ করো। উদাহরণ দাও।  ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কালকে বোঝায়, যখন ১) মানুষ লিখন পদ্ধতি উদ্ভাবন করেছেন, ২) তাদের জীবনযাপন প্রণালী, সমাজ, সংস্কৃতি ও সভ্যতার বিবররণ রেখে গেছেন, এবং সেই সব বিবরণের পাঠোদ্ধার সম্ভব হয়ছে।  উদাহরণ হিসাবে মিশরিয় ও মেসোপটেমিয়া সভ্যতার কথা বলা যায়।   খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে মিশরে এবং  খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দে ভারতে, (আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়) এই যুগের সূচনা ধরা হয় । ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য : ১) এই যুগে মানুষের লিপিজ্ঞান ছিল।  ২) এই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়েছে, ৩) এই যুগের সময়কাল পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে সূচনা হয়েছে।  এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

প্রাচীন প্রস্তর বলতে কী বোঝ? প্রাচীন প্রস্তর যুগের সময়কাল উল্লেখ করো। এই যুগের দুটি বৈশিষ্ট্য লেখো।

প্রাচীন প্রস্তর যুগ বলতে কী বোঝ? প্লেইস্টোসিন যুগের শেষ ভাগে (৫০ হাজার - ১৫ হাজার আগে) পৃথিবীতে প্রায়-মানুষেরা ( হোমো ইরেক্টাস)  পাথরকে আকারগত পরিবর্তন না করেই হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাই তাদের হাতিয়ারগুলি হত অমসৃণ ও বৃত্তাকার। এই ধরণের অস্ত্র ব্যবহারকারী মানুষের সময়কালকে (যুগকে) 'প্রাচীন প্রস্তর যুগ' বলা হয়। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল : প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় ৫০ হাজার বছর আগে এবং শেষ হয় প্রায় ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে প্রাচীন প্রস্তর  যুগের বৈশিষ্ট্য ঃ প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় ৫০ হাজার বছর আগে এবং শেষ হয় প্রায় ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই যুগের মানুষ বিভিন্ন ধরণের পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত। এই পর্বের মানুষ পাথরকে আকারগত পরিবর্তন না করেই হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাই তাদের হাতিয়ারগুলি হত অমসৃণ ও বৃত্তাকার। এই যুগের শেষ দিকে মানুষ তীরধনুক আবিষ্কার করে। এই পর্বের মানুষ জীবিকা নির্বাহ করত পশু শিকার, ফলমূল সংগ্রহ এবং মাছ ধরে। এই সময় মানুষ আগুনের ব্যবহার জানত না। তাই তারা কাঁচা মাংস খেত। মানুষ ছোট ছোট গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। অর্থাৎ তাদের ...