উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন ও উত্তর
History Sample Question Paper of West Bengal Council of Higher Secondary Education
👉 সমস্ত প্রশ্নের উত্তর প্রশ্নের শেষ অংশে আছে
📘নিচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান - ১
১) সব ইতিহাসই সাম্প্রতিক ইতিহাস" - কথাটি বলেছেন,
a) ঐতিহাসিক র্যাংকে b) ঐতিহাসিক ক্রোচে
c) ঐতিহাসিক ই এইস কার d) ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ
২) প্রদত্ত যে প্রত্নতাত্ত্বিক উপাদান জানান দেয় যে, মেহেরগড় সংস্কৃতির দ্বিতীয় পর্যায়ে ধাতুর ব্যবহার ছিল -
a) কার্পাস বস্ত্র b) তামার পুঁতি
c) লোহার চুল্লি d) সবগুলিই ঠিক
৩) প্রদত্ত যে গ্রন্থটি সমগোত্রীয় নয় -
a) রামায়ণ b) মহাভারত
c) গিলগামেশ d) ওল্ড টেসটামেন্ট
৪) লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
a) পাঞ্জাব b) গুজরাট
c) হরিয়ানা d) রাজস্থান
৫) সোজা হয়ে হাঁটতে পারতো, আগুনের ব্যবহার জানতো - এটি বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য। এই বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম হল -
a) অস্ট্রালোপিথেকাস b) হোমো হাবিলিস
c) হোমো ইরেক্টাস d) হোমো সাপিয়েন্স
৬) এশিয়া মাইনরে প্রথম লোহা আবিষ্কৃত হয়েছিল যাদের হাত ধরে -
a) হিট্টাইট b) ক্যাসাইট
c) সুমেরীয় d) মিশরীয়
৭) ইউনিক যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল -
a) এথেন্স ওস্পার্টা b) গ্রীস ও চীন
c) রোম ও কার্থেজ d) রোম ও পারস্য
৮) সুপ্রাচীন রোমে বিবাহকে বলা হত -
a) মেটিক b) পেরিগ্রিনি
c) ইকুইটেস d) কনুবিয়াম
৯) ডায়ানা ছিলেন -
a) ঝড় বৃষ্টি দেবতা b) চাঁদের দেবী
c) জ্ঞানের দেবী d) বাণিজ্যের দেবতা
১০) রোম সাম্রাজ্যে ভার্নি বলা হত -
a) ক্রীতদাসদের b) পলাতক ক্রীতদাসদের
c) যারা জন্মসূত্রে ক্রীতদাস হত d) যে সকল ক্রীতদাস প্রচুর ভালো কাজ করে সম্মান পেতো
১১) গ্লাডিয়াস শব্দের অর্থ হল -
a) দাস b) তরবারি
c) আমরণ যুদ্ধ d) যোদ্ধা
১২) নিম্নলিখিত যে বিষয়টির সঙ্গে রোমের মাতুতা-র মন্দির সম্পর্কযুক্ত ছিল -
a) দাসদের অন্তিষ্টিকরণ b) দাসদের উৎসব
c) দাস শিশু পুত্রদের মাঙ্গলিক অনুষ্ঠান d) দাসদের বিবাহ অনুষ্ঠান
১৩) পলিসে জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত বাজার যে নামে পরিচিত ছিল -
a) আগোরা b) হেলাইয়া
c) ইফর d) হেলট
১৪) অঙ্গ মহাজনপদটির রাজধানী ছিল চম্পা। এই চম্পা নগরী কোন্ দুটি নদীর সংগমস্থলে অবস্থিত ছিল?
(a) গঙ্গা ও শোণ (চ) গঙ্গা ও চম্পা(c) শতদ্রু ও বিপাশা (d) সিন্ধু ও সরস্বতী
১৫) তক্ষশিলা বর্তমানে কোথায় অবস্থিত?
(a) ভারত (b) পাকিস্তান(c) আফগানিস্তান (d) চিন
১৬) পাথরের ওপর নানা রঙের কাচ দিয়ে নকশা করাকে বলা হয় মোজাইক। এই মোজাইক শিল্পের জন্ম প্রথম কোথায় হয়।
(a) ম্যাসিডনে (b) বাইজানটিয়ামে(c) ভারতে (d) মিশরে
১৭) সমুদ্রগুপ্তের একটি স্বর্ণমুদ্রায় সমুদ্রগুপ্তের বীনাবাদনরত প্রতিকৃতি পাওয়া গেছে। মুদ্রাটি যা প্রামাণ করে, তা হল-
(a) তিনি ছিলেন সংগীতের পূজারি (b) তিনি সংগীতজ্ঞ ছিলেন(c) তিনি ছিলেন সরস্বতী দেবীর পরম ভক্ত (d) a ও b দুটিই ঠিক
১৮) এথেন্সে বিচারক নিযুক্ত হতেন-
(a) ভোটের মাধ্যমে (b) ক্ষমতার জোরে(c) লটারির মাধ্যমে (d) সবকটি ঠিক
১৯) ১৬০১ খ্রিস্টাব্দের আসিরগড়ের যুদ্ধ ছিল তাঁর জীবনের শেষ যুদ্ধ। এখানে তাঁর বলতে কাকে বোঝানো হয়েছে?
(a) হুমায়ুন (b) শেরশাহ(c) আকবর (d) জাহাঙ্গির
(c) সালাদিন (d) সুলতান মুহাম্মদ
২০) 'দ্য ম্যাগনিফিসেন্ট' নামে পরিচিত ছিলেন যে অটোমান খুলতান
(a) সুলতান ওসমান (b) সুলেমান(c) সালাদিন (d) সুলতান মুহাম্মদ
📕সঠিক বিকল্পটি নির্বাচন করে নীচের বিধুতিগুলির সূ্যস্থান পূরণ করো
২১) বিবর্তনবাদের জনক বলা হয় চার্লস ডারউইনকে, তিনি বিবর্তনবাদের তত্ত্ব প্রকাশ করেন________ গ্রন্থে।
(a) অরিজিন অব স্পিসিস (b) স্পিরিট অব লজ
(c) সোশ্যাল কন্ট্রাক্ট (১) কাঁদিদ
২২) ৯০৯ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার টিউনিশিয়ায় একটি পৃথক খলিফাতন্ত্র প্রতিষ্ঠা করেন -
(a) দ্বিতীয় মেহমেদ (চ) আলপ্তগীন(c) আবু আবদুল্লা (৫) আবদুর রহমান
২৩) মিয়া তানসেনকে হিন্দুস্থানীয় সংগীতের জনক বলা হয়। তিনি ছিলেন_________রাগের ওষ্টা।
(a) জৌনপুরী (b) মেঘমল্লার(c) ইমন (d) বিহাগ
ব্যাখ্যা: (R) এই সভ্যতার কেন্দ্রে শস্য মজুত রাখার জন্য শস্যাগার পাওয়া গেছে।
📕বিবৃতি-কারণ সংক্রান্তে প্রশ্ন
২৪) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি: (A) সিন্দু উপত্যকার অঞ্চলগুলি খুবই উর্বর ছিল।ব্যাখ্যা: (R) এই সভ্যতার কেন্দ্রে শস্য মজুত রাখার জন্য শস্যাগার পাওয়া গেছে।
বিকল্পসমূহ:
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A সঠিক কারণ নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
ব্যাখ্যা : (R) রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেয়।
বিকল্পসমূহ:
২৫) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি : (A) রোমে মিশ্র তথ্য বহুত্ববাদী রোমান ধর্মের অবসান ঘটে।ব্যাখ্যা : (R) রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেয়।
বিকল্পসমূহ:
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ
(b) A এবং R উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক কারণ নয়
(c) A সঠিক কিন্তু R স্কুল
(d) A ভুল কিন্তু R সঠিক
ব্যাখ্যা: (R) দুর্বল মৌর্ঘ সাঙ্গাজ্যের ওপর আঘাত হানেন ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ।
বিকল্পসমূহ:
২৬. নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি: (A) মৌর্ঘ শাসনের প্রতি ব্রাহ্মণ্য সম্প্রাদায়ের বিদ্বেষের ফলে মৌর্য সাঙ্গাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে।ব্যাখ্যা: (R) দুর্বল মৌর্ঘ সাঙ্গাজ্যের ওপর আঘাত হানেন ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ।
বিকল্পসমূহ:
(a) A এবং R উভয় সঠিক এবং R হল A-এর সঠিক কারণ
(b) A এবং R উভয় সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A স্কুল কিন্তু R সঠিক
📕নীচের বাক্যগুলিকে কালানুক্রমে সাজাও : প্রতিটি প্রশ্নের মান = ১
২৭)
(i) অস্ট্রালোপিথেকাসরা দু-পায়ে ভর দিয়ে কোনোক্রমে দাঁড়াতে পারত।
(ii) হোমো স্যাপিয়েন্সরা দল বেঁধে বড়ো পশু শিকার করত।
(iii) হোমো হাবিলিসরা দলবন্দভাবে থাকত ও হাঁটতে পারত।
(iv) হোমো ইরেক্টাসরা দু-পায়ে ভর দিয়ে সোজা হয়ে খাঁড়াত।
বিকল্পসমূহ:
(a) i, iii, iv, ii
(b) i, ii, iii, iv
(c) iv, ii, iii, i
(ii) হোমো স্যাপিয়েন্সরা দল বেঁধে বড়ো পশু শিকার করত।
(iii) হোমো হাবিলিসরা দলবন্দভাবে থাকত ও হাঁটতে পারত।
(iv) হোমো ইরেক্টাসরা দু-পায়ে ভর দিয়ে সোজা হয়ে খাঁড়াত।
বিকল্পসমূহ:
(a) i, iii, iv, ii
(b) i, ii, iii, iv
(c) iv, ii, iii, i
(d) iii, iv, ii, i
২৮)
(1) জাস্টিনিয়ান উত্তর আফ্রিকা অবরোধ করেন।(ঘ) জাস্টিনিয়ান স্পেনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
(iii) জাস্টিনিয়ান নিকেতে বিদ্রোহ দমন করেন।
(iv) জাস্টিনিয়ান সর্বপ্রথম নেপলস্ অধিকার করেন।
বিকল্পসমূহ:
(a) ii, iii, i, iv
(b) iv, ii, iii, i
(c) iii, i, iv, ii
(c) iii, i, iv, ii
(d) i, ii, iii, iv
২৯)
(i) ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সঙ্গেঙ্গ পুরুর হিদাসপিসের যুদ্ধ হয়।(ii) পুরুর বীরত্বে খুশি হয়ে আলেকজান্ডার তাঁর রাজ্য প্রত্যার্পণ করেন।
(iii) তক্ষশিলার রাজা অম্ভি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেয়।
(iv) আলেকজান্ডার ভারতের সিন্ধুনদের তীরে পৌঁছান।
বিকল্পসমূহ:
(a) i, ii, iv, iii
(b) iv, iii, i, ii
(b) iv, iii, i, ii
(c) ii, i, iv, iii
(d) iv, iii, ii, i
📕নীচের বিবৃতিগুলি ঠিক/ভুল নির্বাচন করে সঠিক বিকল্পটি নির্বাচন করো
৩০) আবুল ফজল রচনা করেন-
(1) আকবরনামা (ii) তুজুক-ই-বাবরি
(iii) তুজুক-ই-জাহাঙ্গিরি (iv) আইন-ই-আকবরি
বিকল্পসমূহ:
(a) (ii), (iii) ঠিক এবং (i), (iv) ভুল
(c) (i), (iii) ঠিক এবং (ii), (iv) ভুল
(c) (i), (ii), ঠিক এবং (iii), (iv) ভুল
(d) (i), (iv), ঠিক এবং (ii), (iii) ভুল
বিকল্পসমূহ:
(a) (ii), (iii) ঠিক এবং (i), (iv) ভুল
(c) (i), (iii) ঠিক এবং (ii), (iv) ভুল
(c) (i), (ii), ঠিক এবং (iii), (iv) ভুল
(d) (i), (iv), ঠিক এবং (ii), (iii) ভুল
৩১) শরিয়তের উৎসগুলি হল
(1) কিয়াস (ii) কোরান
(iii) হাদিস (iv) ইজমা
বিকল্পসমূহ:
বিকল্পসমূহ:
(a) (ii), (iii), (iv) ঠিক এবং (i) ভুল
(b) (i), (iii), (iv) ঠিক এবং (ii), ভুল
(c) (i), (ii), (iv) ঠিক এবং (iii), ভুল
(d) সবকটি ঠিক
৩২) নিম্নলিখিতদের মধ্যে রোমান সম্রাট ছিলেন না-
(1) অগাস্টাস সিজার (ii) ব্রুটাস (ii) স্পার্টাকাস (iv) কনস্ট্যানটাইন
বিকল্পসমূহ:
(a) (ii), (iii) ঠিক এবং (i), (iv) ভুল(b) (i), (iv) ঠিক এবং (ii), (iii) ভুল
(c) (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
(d) (iii), (iv) ঠিক এবং (i), (ii) ভুল
(c) (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
(d) (iii), (iv) ঠিক এবং (i), (ii) ভুল
৩৩) স্তম্ভ মেলাও : ১ x ৪ = ৪
A - স্তম্ভ | B - স্তম্ভ | বিকল্পসমূহ | |||
---|---|---|---|---|---|
i | অষ্টাধ্যায়ী | A | নাটক | a | i-A,ii-B,iii-C,iv-D |
ii | গিলগামেশ | B | ঐতিহাসিক গ্রন্থ | b | i-B,ii-D,iii-C,iv-A |
iii | মৃচ্ছকটিকম | C | মহাকাব্য | c | i-C,ii-A,iii-D,iv-B |
iv | রাজতরঙ্গিণী | D | ব্যাকরণ গ্রন্থ | d | i-D,ii-C,iii-A,iv-B |
A-স্তম্ভ | B - স্তম্ভ | বিকল্পসমূহ | |||
---|---|---|---|---|---|
i | আম্ফোরা | A | রোমান রৌপ্য মুদ্রা | a | i C, ii A, iii D, iv B |
ii | দিনারি | B | নিম্ন সিন্ধু উপত্যকা | b | i A, ii D, iii B, iv C |
iii | হৌ-হান-সু | C | বড়ো মাটির জালা | c | i B, ii C, iii D, iv A |
iv | সেন-তু | D | ফ্যান-ই | d | i D, ii B, iii C, iv A |
A - স্তম্ভ | B - স্তম্ভ | বিকল্পসমূহ | |||
---|---|---|---|---|---|
i | সেলুকাস | A | শ্রেণিক | a | i B, ii C, iii D, iv A |
ii | বিম্বিসার | B | গ্রিস সেনাপতি | b | i B, ii A, iii D, iv C |
iii | মহামতি অশোক | C | বিশ্ববিজেতা | c | i C, ii D, iii A, iv B |
iv | আলেকজান্ডার | D | ধর্মবিজয় | d | i C, ii A, iii D, iv B |
📕 নিজের চিত্রটি লক্ষ্য করে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :
সাঁচি স্তুপের স্থাপত্য |
৩৬) পাশের স্থাপত্যটি কোথায় দেখতে পাওয়া যায়?
(a) ভদ্রবাহু গুহায়
(b) সাঁচি স্তূপে
(c) এলাহাবাদ প্রশস্তিতে
(d) নাসিক প্রশস্তিতে
৩৭) রথে উপবিষ্ট সম্রাটের নাম কী?
(a) সমুদ্রগুপ্ত
(b) চন্দ্রগুপ্ত মৌর্য
(c) অশোক
(d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
📕 নীচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলোর সঠিক উত্তরটি নির্বাচন করো।
রোমান স্থাপত্য ছিল গ্রিক-রোমান স্থাপত্যের সমন্বয়। এযুগে এটুস্ক্যান স্থাপত্য, গ্রিক স্থাপত্য, মিশরীয় স্থাপত্য ও এশিয়ার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য গ্রহণ করে এক মিশ্র স্থাপত্য গড়ে উঠেছিল। রোমানরা স্থাপত্যে খিলানের ব্যবহার চালু করে। রোমান সাম্রাজ্যে খিলানের ব্যবহার করে বহুতল বাড়িগুলি নির্মিত হয়েছিল। রোমানরা স্থাপত্য নির্মাণে সুদৃশ্য স্তম্ভ ব্যবহার করত। স্তম্ভের ওপর গম্বুজাকৃতি ছাদ নির্মাণ রোমান স্থাপত্যের বৈশিষ্ট। নিরোর প্রাসাদ গোল্ডেন হাউস একটি বিখ্যাত স্থাপত্য। ভোম্পাসিয়ান নির্মাণ করেছিলেন-টাইটাসের খিলান ও অ্যাম্ফিথিয়েট্রাম ফ্ল্যাভিয়াম। ট্রাজানের ফোরামে ব্যাসিলিকা উলপিয়া বিখাত স্থাপত্য। সম্রাট হ্যাড্রিয়ান রোমে একটি Pantheon মন্দির নির্মাণ করেন। রোমান স্থাপত্য মূলত রোমের স্থাপত্য মনে হলেও তিন মহাদেশব্যাপী বিশাল রোমান সাম্রাজ্যে নির্মিত মন্দির এবং অট্টালিকা এই রোমান স্থাপত্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী ইউরোপীয় স্থাপত্যকে প্রাচীন রোমান স্থাপত্য যথেষ্ট প্রভাবিত করেছিল।৩৮) রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
(a) দ্বিতল বাড়ি নির্মাণ (চ) গম্বুজাকৃতি ছাদ নির্মাণ(c) গম্বুজ নির্মাণ (৫) মিনার নির্মাণ
৩৯) সম্রাট নিরোর আমলে নির্মিত একটি বিখ্যাত স্থাপত্যের নাম হল-
(a) গোল্ডেন হাউস (b) Pantheon মন্দির(c) অ্যাম্ফিথিয়েট্রাম ফ্ল্যাভিয়াম (১) ব্যাসিলিকা উলপিয়া
৪০) রোমে Pantheon মন্দিরটি নির্মাণ করেছিলেন-
(a) নিরো (b) ট্রাজান
(c) হ্যাড্রিয়ান (c) কনস্টান্টাইন
----------------xx----------------
প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও
১🅑 | ২🅑 | ৩🅓 | ৪🅑 | ৫🅓 | ৬🅐 | ৭🅒 | ৮🅓 | ৯🅑 | ১০🅒 |
১১🅑 | ১২🅑 | ১৩🅐 | ১৪🅑 | ১৫🅑 | ১৬🅑 | ১৭🅓 | ১৮🅒 | ১৯🅒 | ২০🅑 |
২১🅐 | ২২🅒 | ২৩🅑 | ২৪🅑 | ২৫🅐 | ২৬🅐 | ২৭🅐 | ২৮🅒 | ২৯🅑 | ৩০🅓 |
৩১🅓 | ৩২🅐 | ৩৩🅓 | ৩৪🅐 | ৩৫🅑 | ৩৬🅑 | ৩৭🅒 | ৩৮🅑 | ৩৯🅐 | ৪০🅒 |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন