সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন - ২

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন - ২,
সংসদ নমুনা প্রশ্নপত্র

Class XI sample question by WBCHSE,

Full Marks-40

📕 নীচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রতিটি প্রশ্নের মান - ১

১) হায়ারোগ্লিফিক লিপি পাঠোদ্ধার করেন-

(a) রোলিনসন (b) শাঁ পোলিয়েঁ 
(c) কানিংহাম (d) পিয়ারসন

২) হেরোডোটাসকে বলা হয় 'ইতিহাসচর্চার জনক', কারণ- 

(a) তিনিই প্রথম যথার্থ ইতিহাসচর্চা শুরু করেছিলেন 
(b) হেরোডোটাসের পরবর্তী সময়ে ইতিহাসচর্চার কোনো ইঙ্গিত পাওয়া যায় না
(c) তিনিই প্রথম আধুনিক পদ্ধতিতে ইতিহাসচর্চা শুরু করেছিলেন।
(d) (a) ও (b) দুটিই ঠিক

৩) পোতিন ছিল সাতবাহন রাজাদের মুদ্রা। এই মুদ্রাটি যে ধাতুর মিশ্রণে তৈরি হত তা হল- 

(a) সোনা ও রুপো (b) রূপো ও তামা 
(c) সিসা ও ব্রোঞ্জ (d) সিসা ও তামা

৪) রোজেটা প্রস্তর আবিষ্কৃত হয়- 

(a) ১৭৯৯ খ্রিস্টাব্দে (b) ১৮৯৯ খ্রিস্টাব্দে 
(c) ১৭৮৮ খ্রিস্টাব্দে (d) ১৭৯০ খ্রিস্টাব্দে

৫. আলতামিরা গুহার দেয়ালে একটি বাইসনের চিত্র আবিষ্কৃত হয়েছে, এই গৃহা অবস্থিত -

(a) পূর্ব স্পেনে (b) পশ্চিম স্পেনে 
(c) উত্তর স্পেনে (d) দক্ষিন স্পেনে

৬) ক্যালডীয়দের শেষ শাসক ছিলেন-

(a) নবোপলোসার (b) নেবুচাদনেজার 
(c) তৃতীয় রামেসিস (d) নবনিদাস

৭) রোমে প্রজাতন্ত্রের উদ্ভব ঘটে -

(a) ৪৫৩ খ্রিস্টপূর্বাব্দে (b) ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে 
(c) ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে (d) ৯২০ খ্রিস্টপূর্বাঙ্গে

৮) রোমান ভাষায় 'প্যাটার ফ্যামিলিয়াস' বলা হত-

(a) পরিবারের সকল পুরুষদের (b) পরিবারের বয়োবৃদ্ধ পুরুষকে 
(c) পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষকে (d) পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলাকে

৯) রোমানরা কাদের শিক্ষাব্যবস্থা বরণ করে নিয়েছিল -

(a) গ্রিক  (b) পারসিক 
(c) মিশরীয় (d) সুমেরীয়

১০) কিউরিয়ার প্রধানকে বলা হত -

(a) কিউরি (b) কিউরেক 
(c) কিউবেক (d) কিউরিয়ান 

১১) রোমের প্রথম ক্রীতদাস বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন-

(a) ক্লিয়ন (b) স্পার্টাকাস 
(c) ইউনুস (d) ক্র্যাসাস

১২) 'ন্যাচারাল হিস্ট্রি' গ্রন্থটির লেখক-

(a) প্লিনি (b) স্ট্র্যাবো 
(c) টলেমি (d) ফ্যান-ই

১৩) গ্রিসে অভিজাততান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ হল -

(a) স্পার্টা (b) আরগস 
(c) এথেন্স (d) সিরাকিউজ

১৪) 'কালি দিয়ে নয়, রক্তের অক্ষরে লেখা' - কথাটি যে আইনে বলা হয় -

(a) ড্রাকনাইন (b) সোলন-এর আইন 
(c) পেরিক্লিসের আইন (d) ক্লিসথেনিসের আইন

১৫) ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, সেটি হল-

(a) বৃজি (b) কম্বোজ
(c) অস্মক (d) শূরসেন

১৬) আলেকজান্ডারের সকল যুদ্ধে তাঁর ঘোড়া সর্বদা সঙ্গে থাকত, এমনকি ভারত অভিযানের সময়ও ছিল। আলেকজান্ডারের এই ঘোড়ার নাম হল-

(a) মারেঙ্গ (b) চেতক 
(c) রভর (d) বুকিফেলাস

১৭) বাররের প্রকৃত নাম জহিরউদ্দিন মোহম্মদ বাবর। 'বাবর' কথার অর্থ হল -

(a) বাঘ (b) ষাঁড় 
(c) সিংহ (d) সাপ

১৮) গ্র্যান্ড ভিজিয়ার কোথাকার মন্ত্রী পরিষদ ছিল? 

(a) ফরাসি সাম্রাজ্য (b) ব্রিটিশ সাম্রাজ্য 
(c) অটোমান সাম্রাজ্য (d) রোমান সাম্রাজ্য

১৯) গ্রাম ও শহরের কর্মচারীদের পারিশ্রমিকের অংশ হিসেবে বরাদ্দ করা হত চুঙ্গিকর। চুঙ্গিকর যে যুগে প্রচলিত ছিল 

(a) মৌর্য (b) গুপ্ত 
(c) সাতবাহন (d) কুষাণ

২০) "ইতিহাসের পাতায় হাজার হাজার নৃপতিদের মধ্যে অশোক ধ্রুবতারার মতো একমাত্র উজ্জ্বল তারকা "-উক্তিটি কোন ঐতিহাসিকের।

(a) ভিনসেন্ট স্মিথ (b) এইচ জি ওয়েলস 
(c) রোমিলা থাপার (d) রমেশচন্দ্র মজুমদার

📕 সঠিক বিকল্পটি নির্বাচন করে নীচের বিবৃতিগুলির শূন্যস্থান পুরণ করো     প্রতিটি প্রশ্নের মান - ১

২১) খুব সম্ভবত _______নামক জন্তুটির সঙ্গে সিন্ধুবাসীদের কোনো সম্পর্ক ছিল না -

(a) উট (b) ঘোড়া 
(c) হাতি (d) বাঘ

২২) _________ ছিলেন আল-মুয়াত্তা গ্রন্থের লেখক। 

(a) আবু হানিফা (b) আজ-জাওহারি 
(c) মালিক-বিন-আনাস (d) আবু-তাম্মান

২৩) হুন নেতা _____________কে বলা হত 'বিধাতার অভিশাপ'। 

(৫) কোরমান (b) মিহিরকুল 
(c) এ্যাটিলা (d) চেঙ্গিজ খান 

📕 বিবৃতি-কারণ সংক্রান্তে প্রশ্ন      প্রতিটি প্রশ্নের মান - ১

২৪) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

        বিবৃতি: (A) মানবজাতির ক্রমবিবর্তনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল জীবাশ্ম।
        কারণ : (R) প্রাক-ঐতিহাসিক যুগের এরূপ অনেক জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে।
বিকল্পসমূহ: 
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ 
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয় 
(c) A সঠিক কিন্তু R ভুল 
(d) A ভুল কিন্তু R সঠিক

২৫) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

        বিবৃতি : (A) প্রাচীন রোমের কৃষি অর্থনীতি প্রায় সমস্তটাই দাস-শ্রমের ওপর নির্ভরশীল ছিল।
        কারণ : (R) দাসদের অধিকাংশই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল।
বিকল্পসমূহ: 
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ 
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A সঠিক কারণ নয় 
(c) A সঠিক কিন্তু R ভুল 
(d) A ভুল কিন্তু R সঠিক

২৬) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

        বিবৃতি: (A) সম্রাট অশোক স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর সঙ্গে পিতৃতান্ত্রিক রাষ্ট্রীয় আদর্শ যুক্ত করে, শাসক ও শাসিতের মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক স্থাপন করেন।
        কারণ: (R) তিনি তাঁর প্রজাদের উদ্দেশ্যে বলতেন, 'সব প্রজাই আমার সন্তান'।
বিকল্পসমূহ: 
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ 
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R,  A-এর সঠিক কারণ নয় 
(c) A সঠিক কিন্তু R ভুল 
(d) A ভুল কিন্তু R সঠিক

📕 নীচের বাক্যগুলিকে কালানুক্রমে সাজাও

২৭) (i) মোহম্মদ ঘোরি (ii) সুলতান মামুদ 
       (iii) ইলতুতমিস (iv) কুতুবউদ্দিন আইবক

বিকল্পসমূহ: 
(a) (i), (iii), (iv), (ii)
(b) (iii), (ii), (i), (iv)
(c) (iv), (ii), (iii), (i)
(d) (ii), (i), (iv), (iii)

২৮) (i) জুলিয়াস সিজারের হত্যা, 
       (ii) রোমের গৃহযুদ্ধ
       (iii) রোমান প্রজাতন্ত্রের অবসান 
       (iv) 'দ্বিতীয় ট্রায়ামভিরেট' বা 'দ্বিতীয় ত্রয়ীর শাসন'

বিকল্পসমূহ: 
(a) (ii), (i), (iv), (iii)
(b) (iii), (ii), (i), (iv) 
(c) (iv), (i), (ii), (iii)
(d) (i), (ii), (iv), (iii)

২৯) (i) প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসনে আরোহণকালকে স্মরণীয় করে রাখার জন্য 'গুপ্তাব্দ' প্রবর্তন করেন।
       (ii) স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেন।
       (iii) ৩৩৫ খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত মগধের সিংহাসনে বসেন।
       (iv) প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেন।

বিকল্পসমূহ: 
(a) (ii), (i), (iv), (iii)
(b) (i), (ii), (iii), (iv)
(c) (i), (iii), (iv), (ii)
(d) (iv), (iii), (ii), (i) 

📕 নীচের বিবৃতিগুলি ঠিক/  ভুল নির্বাচন করে সঠিক বিকল্পটি নির্বাচন করো     প্রতিটি প্রশ্নের মান - ১

৩০) হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ ছিল - 

        (i) লুসি (ii) নিয়ানডারথাল 
        (iii) পিকিং মানব (iv) জাভা মানব
বিকল্পসমূহ: 
(a) (i), (ii) ঠিক এবং (iii), (iv) ভুল
(b) (i), (ii), (iii) ঠিক এবং (iv) ভুল
(c) (i), (iv), ঠিক এবং (ii), (iii) ভুল
(d) (iii), (iv) ঠিক এবং (i), (ii) ভুল

৩১) প্রাচীন গ্রিক ও রোমানরা ইরিথ্রিয়ান সাগর বলতে বোঝাত যে সাগরকে বা সাগরগুলিকে, তা হল-

        (i) ভারত মহাসাগর (ii) লোহিত সাগর 
        (iii) পারস্য উপসাগর (iv) আরব সাগর
বিকল্পসমূহ:
(a) (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
(b) (iv) ঠিক এবং (i), (ii), (iii) ভুল
(c) (i), (ii), (iii) ঠিক এবং (iv) ভুল
(d) (iii) ঠিক এবং (i), (ii), (iv) ভুল

৩২) জ্যোতির্বিদ বরাহমিহির রচিত গ্রন্থ হল- 

        (i) বৃহৎসংহিতা (ii) পঞ্চসিদ্ধান্তিকা 
        (iii) সূর্যসিদ্ধান্ত (iv) ব্রহ্মসিদ্ধান্ত
বিকল্পসমূহ:
(a) (i), (iv) ঠিক এবং (ii), (iii) ভুল
(b) (i), (ii) ঠিক এবং (iii), (iv) ভুল
(c) (i), (iii) ঠিক এবং (ii), (iv) ভুল
(d) (iii), (iv) ঠিক এবং (i), (ii) ভুল

📕 স্তম্ভ দুটি মিলিয়ে বিকল্প সমূহ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো        প্রতিটি প্রশ্নের মান 1

৩৩)


A - স্তম্ভ B - স্তম্ভ বিকল্পসমূহ
(i) জীবাশ্ম A পাথর (a) (i) A, (ii) B, (iii) C, (iv) D
(ii) লিথোস B হরিসেণ (b) (i) D, (ii) A, (iii) B, (iv) C
(iii) এলাহাবাদ প্রশস্তি C ভারতীয় বিদ্যার বিশ্বকোশ (c) (i) C, (ii) D, (iii) B, (iv) A
(iv) অগ্নিপুরাণ D হিমযুগ (d) (i) B, (ii) C, (iii) D, (iv) A

৩৪)


A - স্তম্ভ B - স্তম্ভ বিকল্পসমূহ
(i) বেইলিফ A মিশরের ফ্যারাও (a) (i) A, (ii) B, (iii) C, (iv) D
(ii) ভিলিকাস B বড়ো খামার (b) (i) D, (ii) C, (iii) B, (iv) A
(iii) কোয়েস্টর C কৃষি তত্ত্বাবধায়ক (c) (i) B (ii) C, (iii) D, (iv) A
(iv) তৃতীয় আমন D দাস ক্রয়-বিক্রয় সংক্রান্ত নথি যাদের হাতে থাকত (d) (i) A, (ii) D, (iii) B, (iv) C

৩৫)


A - স্তম্ভ B - স্তম্ভ বিকল্পসমূহ
(i) ওসমান A রাশিয়ার জার (a) (i) C, (ii) A, (iii) D, (iv) B
(ii) পিটার দ্য গ্রেট B ম্যাসিডন অধিপতি (b) (i) D, (ii) A, (iii) B, (iv) C
(iii)
আলেকজান্ডার দ্য গ্রেট
C রোমান সম্রাট (c) (i) D, (ii) C, (iii) B, (iv) A
(iv) জুলিয়াস সিজারD অটোমান সাম্রাজ্য (d) (i) B, (ii) A, (iii) D, (iv) C

📕 পাশের চিত্রটি লক্ষ্য করে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

Class XI sample question by WBCHSE
ভারতের রেখা মানচিত্র

৩৬) ভারতের রেখা মানচিত্রে (A) চিহ্নিত স্থানটি হল -

(a) পেশোয়ার (b) ফতেপুর সিক্রি 
(c) বিজাপুর (d) পাটনা

৩৭) ভারতের রেখা মানচিত্রে (B) চিহ্নিত স্থানটি হল -

(a) পলাশী (b) পানিপথ 
(c) বিজাপুর (d) কান্দাহার

📕 নিচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো :

প্রাচীন রোমের বড় বাজারকে বলা হত 'ফোরাম কুপ্পেডিনিস' (Forum Cuppedinis)। এখানে সব ধরনের পণ্য বিক্রি হত। এছাড়া অন্তত আরও চারটি বিশাল বিশাল বাজার ছিল যারা বিশেষ বিশেষ পণ্যের জন্য বিখ্যাত ছিল।  যথা - গবাদি পশু, মদ, মাছ, ভেষজ ও সবজি। স্বভাবতই এইসব বাজারগুলিতে যানবাহনের চলাচল খুবই বেশি ছিল। রোম নগরীর সর্ববৃহৎ বাজারটি 'ফোরাম রোমানাস' নামে পরিচিত ছিল। সমস্ত বাণিজ্যিক নগরগুলি ছিল স্থলপথ ও জলপথের সঙ্গে যুক্ত। স্থলপথের তুলনায় জলপথে রোমান বাণিজ্যের পরিমাণ ছিল অনেক বেশি। সমুদ্রপথের প্রধান রুটের অন্যতম ছিল ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর। সেসময় রোমানরা সড়ক পথের প্রভূত উন্নয়ন করেছিল।

৩৮) প্রাচীন রোমের বড় বাজারকে বলা হত -

a) ফোরাম কুপ্পেডিনিস b) ফোরাম রোমানাস
c) ফোরাম অ্যাডিয়াটিক d) মেনস্যারাই

৩৯) 'ফোরাম রোমানাস' হল -

a) ক্ষুদ্র বাজার b) সর্ববৃহৎ বাজার 
c) মাঝারি বাজার d) দাস বাজার

৪০) ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর প্রাচীন রোমের পরিবহন ব্যবস্থায় কী ভূমিকা পালন করেছিল?

a) সমুদ্রপথের প্রধান রুটের অন্যতম ছিল
b) স্থলপথের প্রধান রুটের অন্যতম ছিল
c) সমস্ত বাণিজ্যিক নগরগুলি এই পথে যুক্ত ছিল
d) a ও b উভয়ই সঠিক
-----------xx---------

উপরের প্রশ্নগুলোর উত্তর 👇 মিলিয়ে নাও

১ 🅑 ২ 🅐 ৩ 🅓 ৪ 🅐 ৫ 🅒 ৬ 🅓 ৭ 🅑 ৮ 🅑 ৯ 🅐 ১০ 🅓
১১ 🅒 ১২ 🅐 ১৩ 🅐 ১৪ 🅐 ১৫ 🅒 ১৬ 🅓 ১৭ 🅒 ১৮ 🅒 ১৯ 🅑 ২০ 🅑
২১ 🅑 ২২ 🅒 ২৩ 🅒 ২৪ 🅑 ২৫ 🅐 ২৬ 🅐 ২৭ 🅓 ২৮ 🅐 ২৯ 🅒 ৩০ 🅓
৩১ 🅒 ৩২ 🅑 ৩৩ 🅑 ৩৪ 🅒 ৩৫ 🅑 ৩৬ 🅑 ৩৭ 🅐 ৩৮ 🅐 ৩৯ 🅑 ৪০ 🅐

মন্তব্যসমূহ

জনপ্রিয় প্রশ্নগুলো দেখ

নব্য প্রস্তর যুগ ও তার বৈশিষ্ট লেখো।

নব্য প্রস্তর যুগের সময়কাল উল্লেখ করো। এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট লেখো। নব্য প্রস্তর যুগ : প্রাগৈতিহাসিক যুগের শেষ পর্বকে বলা হয় নব্য প্রস্তর যুগ বা Neolithic Age । এই পর্বে আদিম মানুষ খাদ্য সংগ্রাহক থেকে ক্রমশঃ  খাদ্য উৎপাদক শ্রেণিতে রূপান্তরিত হয়। আনুমানিক ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে নব্য প্রস্তর যুগ বলা হয়। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য : ১) এই যুগের মানুষ খাদ্য উৎপাদন শুরু করে। অর্থাৎ কৃষি কাজের সূচনা হয়। ২) পশু শিকারের সাথে সাথে পশুপালনের সূচনা হয়। ৩) হাতিয়ার গুলি খুবই সূচালো, ধারালো ও ক্ষুদ্র আকারের হয়। ৪) চাকার ব্যবহার শুরু হয় ৫) প্রথম আগুন জ্বালানোর কৌশল আবিষ্কার করে  ৬) যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে উঠতে থাকে। এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

জনপদ কী? প্রাচীন ভারতে জনপদ গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।

জনপদ কী? কীভাবে প্রাচীন ভারতে জনপদের উৎপত্তি হয়? জনপদ কী : 'জন' শব্দের অর্থ উপজাতি বা জনগোষ্ঠী। 'পদ' শব্দের অর্থ পা। চার্লস ল্যানম্যান -এর মতে, নির্দিষ্ট কোন জাতিগোষ্ঠী যখন কোন নির্দিষ্ট কোন ভৌগোলিক এলাকায় বসতি গড়ে তোলে তখন সেই ভৌগোলিক এলাকাকে  'জনপদ' বলে। কৌটিল্য জনপদ বলতে  নির্দিষ্ট ভূখণ্ড ও জনসমষ্টিকে বুঝিয়েছেন। এই জনপদে একদিকে থাকবে বিচক্ষণ উচ্চবর্ণের মানুষ বা প্রভু। অন্যদিকে থাকবে - ১) পর্যাপ্ত পরিমাণ উর্বর জমি এবং ২) সেই ভূখন্ডে থাকবে প্রচুর পরিশ্রমী কৃষক যাদের কর প্রদানের চাপ ও শাস্তি সহ্য করার ক্ষমতা থাকবে।  জনপদ গড়ে ওঠার কারণ (পটভূমি) : আর্যদের আগমন : আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে আর্যরা ভারতে প্রবেশ করে। এর ছিল যাযাবর প্রকৃতির । কারণ, পশু খাদ্যের সন্ধানে তারা বসবাসের জায়গা পরিবর্তন করত। তবে তারা গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করত। তাই এদের 'জন' (জনগোষ্ঠী বা উপজাতি) বলা হত।  জনসংখ্যা বৃদ্ধি : সপ্ত সিন্ধু এলাকায় উর্বর ভূমির কল্যাণে আর্যদের মধ্যে স্থায়ীভাবে বসবাসের প্রবণতা বাড়ে। ফলে নির্দিষ্ট এলাকায় জনসংখ্যা বাড়তে থাকে। ক্রমশ তারা অর্ধ-যাযাবর জীবনে ...

মধ্যপ্রস্তর যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়? এই যুগের বৈশিষ্ট্য লেখো

'মধ্যপ্রস্তর যুগ' ও তার বৈশিষ্ট্য প্লেইস্টোসিন যুগের শেষ পর্ব ( ১৫ হাজার বছর আগে ) থেকে হোলোসিন যুগের সূচনা পর্ব ( ১০ হাজার বছর ) পর্যন্ত সময়কালকে মধ্যপ্রস্তর যুগ বলে। অন্যভাবে বলা বলা যায়, খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ এবং খাদ্য উৎপাদনকারী নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী সময়কালকে 'মধ্য প্রস্তর যুগ' বলা হয়। মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য ঃ ১) সময়কাল : মধ্য প্রস্তর যুগ খ্রিষ্টপুর্ব ১৫ হাজার বছর থেকে ১০ হাজার বছর পর্যন্ত বিস্তৃত ছিল। ২) হাতিয়ার :  এই যুগের ( মধ্য প্রস্তর যুগ ) হাতিয়ারগুলি প্রাচীন প্রস্তর যুগের চেয়ে উন্নত ও আকারে ছোটো ছিল। পাথর ছাড়া জীবজন্তুর হাড়, দাঁত ইত্যাদিও হাতিয়ার তৈরিতে ব্যবহার করা হত। ৩) জীবিকা ও জীবনযাপন : মধ্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার ও ফলমূল সংগ্রহ। এবং জীবনযাত্রা ছিল অর্ধ যাযাবর প্রকৃতির। ৪) কৃষিকাজ : যুগের শেষ পর্বে মানুষ কৃষিকাজের সূচনা করে। ৫) পোষাক :  মধ্য প্রস্তর যুগের মানুষ প্রাচীন প্রস্তর যুগের মত গাছের ছাল ও পশুর চামড়া দিয়ে পোশাক বানাত। তবে এই পোশাক আগের চেয়ে উন্নতমানের ছিল। ৬) যানবাহন : এই ...

প্রাক-ঐতিহাসিক (প্রাগৈতিহাসিক) যুগ কাকে বলে ?

  প্রাক-ঐতিহাসিক যুগ মানব সভ্যতার সূচনা হয় আজ থেকে ৩৬ লক্ষ্য বছর আগে। এই সময় থেকে লিপির ব্যবহার শুরু হওয়ার মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এই সময়ের ইতিহাস রচনার কোন লিখিত উপাদান পাওয়া যায় না। ফলে শুধুমাত্র প্রত্নতাত্বিক উপাদানের ওপর ভিত্তি করেই ইতিহাস লেখা হয়। তবে সব দেশে একই সময়ে প্রাগৈতিহাসিক যুগের সূচনা হয়নি।  -----🙏---- বিকল্প প্রশ্ন : ১) প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝো? আরও পড়ো : ১)   প্রাগৈতিহাসিক যুগের বৈশিষ্ট্য কী ছিলো ?                     ২) প্রাগৈতিহাসিক যুগকে কয়ভাগে ভাগ করা হয় ও কী কী ? এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি বর্ননা করো।

প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি Describe-the-reasons-or-background-for-the-development-of-city-states-in-ancient-Greece পলিস শব্দের অর্থ ' নগররাষ্ট্র '। খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতকে মধ্যবর্তী সময়ে গ্রিসে প্রায় ১৫০০ টি ছোট ছোট রাষ্ট্র বা সিটি স্টেট গড়ে ওঠে। এগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরাই প্রত্যক্ষভাবে অংশ গ্ৰহণ করত। এই ছোট রাষ্ট্রগুলো পলিস বা নগর-রাষ্ট্র নামে পরিচিত। যেমন - এথেন্স, স্পার্টা ইত্যাদি। নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার পটভূমি বিশ্লেষণ করলেই নগররাষ্ট্র গড়ে ওঠার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সামনে আসে।  ১) বৈদেশিক আক্রমণ ও  অক্টোপলিস  : আনুমানিক ১০০০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রীকরা বৈদেশিক আক্রমণের ভয়ে গ্রিসের বিভিন্ন পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্র গড়ে তোলে। এগুলো 'অক্টোপলিস' নামে পরিচিত। এই অক্টোপলিসকে কেন্দ্র করে ক্রমশ নগর গড়ে ওঠে এবং এই নগরকে কেন্দ্র করে পরবর্তীকালে নগররাষ্ট্র বা পলিস গঠনের প্রক্রিয়া শুরু হয়।  ২) স্থানীয় বাজার : আস্তে আস্তে এই  'অক্টোপলিস'গুলোর কাছেই স্থানীয় বাজার গড়ে উঠতে থাকে।...

মহাজনপদ কী? মহাজনপদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।

মহাজনপদ কী? মহাজনপদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। মহাজনপদ ও মহাজনপদের বৈশিষ্ট্য  What is Mahajanapada? Briefly write the characteristics of Mahajanapada. মহাজনপদ কী : 'মহা' অর্থ বৃহৎ। 'জনপদ' কথার অর্থ 'নির্দিষ্ট ভূখণ্ডসহ জনসমষ্টি। অর্থাৎ  ক্ষুদ্র রাজ্য। খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকের আগে ভারতে উপজাতি গোষ্ঠীভিত্তিক ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল। এই জনপদ গুলি পরস্পরের ভূখণ্ড দখল করার তাগিদে নিজেদের মধ্যে সব সময় সংঘর্ষে লিপ্ত থাকতো। এই সংঘর্ষে জয় পরাজয়ের সূত্র ধরেই উত্তর ভারতে একাধিক জনপদ সংযুক্ত হয়ে যেত। ফলে বৃহৎ জনপদ বা রাজ্যের জন্ম হয়। এই ধরনের বৃহৎ জনপদ বা রাজ্যগুলি ' মহাজনপদ' নামে পরিচিত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর তিনটি উল্লেখযোগ্য মহাজনপদের নাম হলো মগধ (রাজতান্ত্রিক), বৃজি ও মল্ল (প্রজাতান্ত্রিক)। মহাজনপদের বৈশিষ্ট্য : এই মহাজনপদগুলির ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।           ১) উত্তর ভারত কেন্দ্রিক অবস্থান :   ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মতে, মহাজনপদ গুলির অধিকাংশের অবস্থ...

প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থান

 প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের ওপর একটি প্রবন্ধ রচনা করো। সমাজে নারীর অবস্থান : প্রাচীনকালে গ্রীস ও রোমের মত ভারতীয় নারীরাও সমাজে বিশিষ্ট স্থান অধিকার লাভ করেছিল। তবে তা মূলত উচ্চশ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল।  ঋগবৈদিক যুগে নারীর অবস্থান :  নারীর গুরুত্ব : পুত্র সন্তান কাম্য হলেও নারীরা মেটেও অবহেলিত ছিল না।  নারী শিক্ষা : নারীরা যথেষ্ট শিক্ষার সুযোগ লাভ করেছিল। এ যুগের উল্লেখযোগ্য বিদুষী নারী ছিলেন - লোপমুদ্রা, ঘোষা, অপলা মমতা প্রমুখ। বেদ পাঠের অধিকার : এই সময় নারীদের বেদ পাঠের অধিকার ছিল বলেও জানা যায়। এমনকী বেদের স্তোত্র রচনায় অংশ নিয়েছিল বলে জানা যায়।  পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান : নারীর গুরুত্ব হ্রাস : এই সময় নারী বেদ পাঠের অধিকার হারায়।  নারী শিক্ষা উপেক্ষিত : তৈত্তিরীয় সংহিতায় নারী শিক্ষার প্রয়োজন নেই বলে জানান হয়। ফলে নারী শিক্ষা ব্যাহত হয়। তা সত্ত্বেও এ সময় কোন কোন নারী উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জন করেন। যেমন, গার্গী, মৈত্রেয়ী প্রমুখ।  প্রতিবাদী আন্দোলনের যুগে নারীর অবস্থান : নারী শিক্ষা : বৌদ্ধ গ্রন্থ বিনয়পিটক থেকে জানা...

প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্য দেখাও।

প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্য বাংলা 👉 English অথবা,  প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে তুলনা করো।

ঐতিহাসিক যুগ কাকে বলে? এর বৈশিষ্ঠগুলো উল্লেখ করো। উদাহরণ দাও।

ঐতিহাসিক যুগ কাকে বলে? এর বৈশিষ্ঠগুলো উল্লেখ করো। উদাহরণ দাও।  ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কালকে বোঝায়, যখন ১) মানুষ লিখন পদ্ধতি উদ্ভাবন করেছেন, ২) তাদের জীবনযাপন প্রণালী, সমাজ, সংস্কৃতি ও সভ্যতার বিবররণ রেখে গেছেন, এবং সেই সব বিবরণের পাঠোদ্ধার সম্ভব হয়ছে।  উদাহরণ হিসাবে মিশরিয় ও মেসোপটেমিয়া সভ্যতার কথা বলা যায়।   খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে মিশরে এবং  খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দে ভারতে, (আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়) এই যুগের সূচনা ধরা হয় । ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য : ১) এই যুগে মানুষের লিপিজ্ঞান ছিল।  ২) এই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়েছে, ৩) এই যুগের সময়কাল পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে সূচনা হয়েছে।  এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

প্রাচীন প্রস্তর বলতে কী বোঝ? প্রাচীন প্রস্তর যুগের সময়কাল উল্লেখ করো। এই যুগের দুটি বৈশিষ্ট্য লেখো।

প্রাচীন প্রস্তর যুগ বলতে কী বোঝ? প্লেইস্টোসিন যুগের শেষ ভাগে (৫০ হাজার - ১৫ হাজার আগে) পৃথিবীতে প্রায়-মানুষেরা ( হোমো ইরেক্টাস)  পাথরকে আকারগত পরিবর্তন না করেই হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাই তাদের হাতিয়ারগুলি হত অমসৃণ ও বৃত্তাকার। এই ধরণের অস্ত্র ব্যবহারকারী মানুষের সময়কালকে (যুগকে) 'প্রাচীন প্রস্তর যুগ' বলা হয়। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল : প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় ৫০ হাজার বছর আগে এবং শেষ হয় প্রায় ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে প্রাচীন প্রস্তর  যুগের বৈশিষ্ট্য ঃ প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় ৫০ হাজার বছর আগে এবং শেষ হয় প্রায় ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই যুগের মানুষ বিভিন্ন ধরণের পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত। এই পর্বের মানুষ পাথরকে আকারগত পরিবর্তন না করেই হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাই তাদের হাতিয়ারগুলি হত অমসৃণ ও বৃত্তাকার। এই যুগের শেষ দিকে মানুষ তীরধনুক আবিষ্কার করে। এই পর্বের মানুষ জীবিকা নির্বাহ করত পশু শিকার, ফলমূল সংগ্রহ এবং মাছ ধরে। এই সময় মানুষ আগুনের ব্যবহার জানত না। তাই তারা কাঁচা মাংস খেত। মানুষ ছোট ছোট গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। অর্থাৎ তাদের ...