একাদশ শ্রেণি । তৃতীয় অধ্যায়। রাজনৈতিক বিবর্তন : শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা
তৃতীয় অধ্যায়ের সিলেবাস দেখো ঃ 👉 এখানে ক্লিক করো
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক গুরত্বপূর্ণ (SAQ) প্রশ্ন : উত্তর পেতে নিচের প্রশ্নের ওপর ক্লিক করো।
Group - B ( প্রত্যেক প্রশ্নের মান - ১ )
তৃতীয় অধ্যায় পর্ব - ৩.১ : ধ্রুপদি যুগের গ্রিসের নগর-রাষ্ট্র
- পলিস বা নগররাষ্ট্র কী ? ২০১৫, ২০১৭
- নগররাষ্ট্রের দুটি গুণের (বৈশিষ্ট্য) উল্লেখ কর।
- দুটি নগররাষ্ট্রের নাম লেখ।
- এমন একটি নগররাষ্ট্রের নাম লেখ যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল।
- এমন একটি নগররাষ্ট্রের নাম লেখ যেখানে অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত ছিল।
- অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল? ২০১৫, ২০১৭
- গ্রিসের শাসন কাঠামোকে (রাজনৈতিক সংগঠনকে) কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী?
- হেলাইয়া কী?
- একলেজিয়া বলতে কী বোঝ?
- একলেজিয়া ও অ্যাপেলার মধ্যে পার্থক্য কী?
- ওয়ারিওপাগাসের কাউন্সিল ও গেরুসিয়ার মধ্যে পার্থক্য কী?
- আরকন ও ইফর মধ্যে পার্থক্য দেখাও।
- গ্রিসের পলিসগুলোর জনগণকে কয় ভাগে ভাগ করা হয় কী কী?
- পলিসের অনাগরিকরা কয় ভাগে বিভক্ত ছিল এবং কী কী?
- পলিসের নাগরিক ও অনাগরিকদের মধ্যে অধিকারগত কী কী পার্থক্য লক্ষ্য করা যায়?
- মেটিক কাদের বলা হয়?
- থিটিস ও হেলট এর মধ্যে পার্থক্য কোথায়?
- এগোরা কী? এর বৈশিষ্ট্য লেখ।
- সর্বশ্রেষ্ঠ গ্রিক দেবতার নাম কী? তিনি কিসের দেবতা?
- গ্রিকের আকাশ, সাগর, ভূমিকম্প ও পরলোকের দেবতার নাম লেখ।
- গ্রিসের সর্বশ্রেষ্ঠ পলিসের নাম লেখ।
- গ্রিসের গণআদালতের গুরুত্ব লেখ।
- রিপাবলিক গ্রন্থের লেখক কে?
- জনপদ বলতে কী বোঝ?
- অক্টোপলিস কী? ২০১৬
- অ্যাক্রোপলিস কী?
- অক্টোপলিস ও অ্যাক্রোপলিসে মধ্যে পার্থক্য কী?
- অক্টোপলিস ও পলিসের মধ্যে পার্থক্য কী?
- 'চোরা কী?
- কে কেন পলিসগুলোকে অস্বাভাবিক রাষ্ট্র বলেছেন?
- পলিসগুলোকে ক্ষুদ্র-ভুখন্ড বলেছেন কে এবং কেন?
- সমকালীন রাষ্ট্রচিন্তাবিদ হিপপোডামাস আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিৎ বলে উল্লেখ করেছেন?
- এমন একটি পলিস বা নগররাষ্ট্রের নাম কর যেখানে গ্রামের অস্তিত্ব ছিল?
- প্রাচীন গ্রিসের নিম্নলিখিত দেবতাদের পরিচয় দাও - জিউস, পসিডন এবং হ্যাডেস।
- দার্শনিক প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিৎ?
- খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে গ্রিসে কোন রাজ্যের সবচেয়ে বেশি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল?
- প্রাচীন গ্রিসের এমন একটি এলাকার নাম লেখো যেখানে পলিস গড়ে ওঠেনি।
- প্রাচীন গ্রিসে গণআদালতের ভূমিকা কী ছিল?
- পলিসের পতনের দুটি কারণ উল্লেখ কর।
- কোন সময়কে গ্রিসের ধূপদি যুগ বলা হয়?
তৃতীয় অধ্যায় পর্ব - ৩.২ :
রাজতন্ত্র ঃ জনপদ থেকে মহাজনপদ
- প্রাচীন ভারতের মহাজনপদগুলি কোথায় উদ্ভব হয়েছিল? ২০১৭
- কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের সম্পর্কে জানা যায়? ২০১৫
- দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখ। ২০১৬
- জনপদ কী? উদাহরণ দাও।
- মহাজনপদ কী?
- জনপদ ও মহাজনপদ -এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
- জনপদ সম্পর্কে কৌটিল্যের মতামত কী ছিল?
- জনপদিন কী? কীভাবে এই পদের উদ্ভব হত?
- জনপদের গঠন কেমন ছিল?
- গৃহপতি কাদের বলা হয়?
- জনপদে ধনী বণিকদের কী বলা হত?
- ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝ? দুটি মহাজনপদের নাম লেখ।
- ষোড়শ মহাজনপদের নাম লেখ।
- বর্তমান কাশ্মীর অঞ্চলে অবস্থিত একটি মহাজনপদের নাম লেখো।
- বর্তমান পশ্চিমবঙ্গের কাছে অবস্থিত মহাজনপদের নাম লেখো।
- এমন দুটি জনপদের নাম লেখো যেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল?
- সর্বশ্রেষ্ঠ মহাজনপদের নাম লেখো।
- কে কোন সময়কে কেন 'রাজকীয় ঐক্যের যুগ' বলেছেন?
- ইমহোটেপ কে ছিলেন?
তৃতীয় অধ্যায় পর্ব - ৩.৩ :
সাম্রাজ্য : সংজ্ঞা, রাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে পার্থক্য
- পৃথিবীর প্রথম সাম্রাজ্যের নাম লেখো। এটা কোথায় অবস্থিত ছিল?
- কয়েকটি প্রাচীন সাম্রাজ্যের নাম লেখো।
- আধুনিক যুগের দুটি সাম্রাজ্যের নাম লেখো।
- সাম্রাজ্য কাকে বলা হয়?
- বর্তমান সময়ে সাম্রাজ্যকে কীভাবে সংজ্ঞায়িত করা হয়?
- সাম্রাজ্য ও রাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে দুটো পার্থক্য দেখাও।
তৃতীয় অধ্যায় পর্ব - ৩.৪ :
মৌর্য সাম্রাজ্যের ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনা
- নন্দ বংশের শেষ শাকের নাম কী? অথবা, কোন মগধ স্ম্রাটকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়।
- ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটের নাম কী? তিনি কত সালে কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
- কোন মৌর্য সম্রাটের আমলে মৌর্য সাম্রাজ্যের সীমা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল?
- তোষালী কী?
- কলিঙ্গ যুদ্ধের পর অশোকের যুদ্ধনীতিতে কী পরিবর্তন এসেছিল এবং কেন?
- সম্রাট অশোক কখন এবং কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
- বৌদ্ধ ধর্মের প্রচারে কাকে কোন দেশে পাঠিয়েছিলেন?
- অশোকের ধর্ম প্রচারের প্রভাবকে ইতিহাসবিদ স্যান্ডারস কীভাবে ব্যাখ্যা করেছেন?
- 'সবে মুনিসে পজা মমা' - কে বলেছিলেন? এর অর্থ কী?
- কত সালে কাদের মধ্যে পেলোপনেসীয় যুদ্ধ শুরু হয়? এই যুদ্ধ কত বছর চলেছিল?
- কে কীভাবে ম্যাসিডনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
- ম্যাসিডনীয় সাম্রাজ্যকে কে সর্বপ্রথম সুসংহত রূপ দান করেছিলেন?
- কোন সম্রাটের আমলে ম্যাসিডনীয় সাম্রাজ্য চূড়ান্ত রূপ লাভ করেছিল?
- সম্রাট আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন?
- কোন যুদ্ধে তৃতীয় আলেকজান্ডার পুরুকে পরাজিত করেন?
- কখন কীভাবে তৃতীয় আলেকজান্ডারের মৃত্যু হয়?
- মৌর্য যুগে শিল্পকলার উৎকর্ষতার একটি উল্লেখযোগ্য নিদর্শনের নাম লেখো।
- সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে - সর্বপ্রথম কে এই কথা বলেন? তিন কোথাকার লোক ছিলেন?
- অ্যাস্ট্রোল্যাব যন্ত্র কে কবে আবিষ্কার করেন? এই যন্ত্রের কাজ কী?
- জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ 'আল ম্যাজেস্ট' কে রচনা করেন?
- কে সমতলীয় ও বৃত্তীয় ত্রিকোণমিতির ভিত্তি প্রতিষ্ঠা করেন?
- আর্কিমিডিস কে ছিলেন? তিনি কীজন্য বিখ্যাত? তিনি কোথাকার লোক ছিলেন?
- ম্যাসিডনীয় সাম্রাজ্যের সমসাময়িক ভারতীয় সাম্রাজ্যের নাম লেখো।
- ইন্ডিকা গ্রন্থের লেখক কে? তিনি কখন কার রাজসভায় এসেছিলেন?
- মেগাস্থিনিস কে ছিলেন? ভারতের ইতিহাসে তিনি খ্যাতি লাভ করেছেন কেন?
- ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে দুটি সাদৃশ্য দেখাও।
- ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে দুটি বৈসাদৃশ্য দেখাও।
- ম্যাসিডনীয় সাম্রাজ্যের প্রকৃতি কেমন ছিল?
- আলেকজান্ডার কয়টা শহর প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়।
- ম্যাসিডনীয় সাম্রাজ্যের থেকে মৌর্য সাম্রাজ্য কোন কোন ক্ষেত্রে এগিয়ে আছে বলে তুমি মনে করো?
- শেষ মৌর্য সম্রাটের নাম কী? তিনি কার কাছে পরাজিত হয়েছিলেন? এর পর কোন বংশের সুত্রপাত হয়?
- শেষ ম্যাসিডনীয় সম্রাট কে ছিলেন? তিনি কার কাছে কোন যুদ্ধে পরাজিত হন?
তৃতীয় অধ্যায় পর্ব - ৩.৫ :
রোমান সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্যের তুলনা
- সাধারণভাবে ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগ ও মধ্যযুগ বলতে কোন সময়কালকে ধরা হয়?
- সাধারণভাবে ভারতের ইতিহাসে প্রাচীন যুগ ও মধ্যযুগ বলতে কোন সময়কালকে ধরা হয়?
- কত সালে রোম নগরীর প্রতিষ্ঠা হয়? এই নগরী কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
- পৃথিবীর সর্ববৃহৎ ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের নাম কী? এর সময়কাল উল্লেখ করো।
- রোমান সাম্রাজ্য কীভাবে এবং কেন দুইভাগে ভাগ হয়ে যায়? ভাগ দুটির নাম লেখো।
- কে কত সালে কোথায় রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন?
- রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানীর নাম কী? এর বর্তমান নাম কী?
- পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম লেখো।
- জুলিয়াস সিজার কে ছিলেন?
- নীলনদের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়?
- ইংরাজি জুলাই মাসের নামকরণ হয় কার নামানুসারে?
- আমি এলাম, দেখলাম এবং জয় করলাম - একথা কে কখন বলেছিলেন?
- ব্রুটাস কীজন্য কুখ্যাত হয়ে আছেন?
- অগাস্টাস সিজার কে ছিলেন?
- মৌর্য ও গুপ্ত যুগের মধ্যবর্তী সময়ে ভারতে যে সমস্ত উল্লেখযোগ্য আঞ্চলিক শাসকের আবির্ভাব হয় তাদের দুজনের নাম লেখো।
- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- গুপ্ত বংশের সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজার নাম কী?
- গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী?
- এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এই প্রশস্তি থেকে কোন শাসকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?
- দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কোন নীতি গ্রহণ করেছিলেন?
- কে কাকে কেন 'ভারতের নেপোলিয়ন' বলেছেন?
- রোমান সমাজের জনগণ কয় শ্রেণিতে বিভক্ত ছিল? এবং কী কী?
- রোমান সমাজের প্যাট্রিসিয়ানদের সামাজিক অবস্থা কেমন ছিল?
- রোমান সমাজের প্লেবিয়ানদের সামাজিক অবস্থা কেমন ছিল?
- রোমান সমাজের ক্রীতদাসদের সামাজিক অবস্থা কেমন ছিল?
- রোমে সবচেয়ে বড় দাস ব্যবসা কত সালে হয়? এর নেতা কে ছিলেন? অথবা, স্পার্টাকাস কে ছিলেন? তিনি কীজন্য বিখ্যাত?
- গুপ্ত যুগের সমাজের জনগণ কয় শ্রেণিতে বিভক্ত ছিল? এবং কী কী?
- গুপ্ত যুগে সমাজে নারীর অবস্থা কেমন ছিল?
- অনুলোম ও প্রতিলোম কী?
- কখন কীভাবে সমাজে চন্ডাল সম্প্রদায়ের কীভাবে সৃষ্টি হয়?
- গুপ্ত যুগে দাস বিদ্রোহের মত কোন পরিস্থিতি তৈরি হয়নি কেন?
- গুপ্ত যুগে দাসদের সম্পর্কে তথ্য পাওয়া যায় এমন কয়েকটি গ্রন্থের নাম করো।
- রোমান সাম্রাজ্যের ক্রীতদাসদের বিকল্প হিসাবে গুপ্ত যুগে কাদের দেখা যেত?
- অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা কী? এই প্রথার তাৎপর্য বা গুরুত্ব লেখো।
- প্যাক্স রোমানা কী?
- 'জাস্টিনিয়ান কোর্ড' কী?
- কোন শিল্প ধারা থেকে রোমান স্থাপত্য শিল্প ধারার উদ্ভব হয়?
- কংক্রিটের স্থাপত্য কৌশল কারা কখন উদ্ভাবন করেন।
- কারা প্রথম স্থাপত্য শিল্পে পাথরের ব্যবহার শুরু করে?
- প্রাচীন রোমের কয়েকটি উল্লেখযোগ্য স্থাপত্যকর্মের নাম লেখো।
- অ্যাম্ফিথিয়েটার কী? এটা অন্য কী নামে পরিচিত হয়ে আছে?
- রোমের দুজন বিখ্যাত চিত্রকরের নাম লেখো। তাঁরা কোথাকার অধিবাসী ছিলেন?
- প্রাচীন রোমে কোন ধর্মের প্রচলন ছিল? তাদের কয়েকজন দেবতার নাম লেখো।
- কোন রোমান সম্রাট প্রথম খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেন?
- কার আমলে কত সালে খ্রিস্টধর্ম রোমান সাম্রাজ্যের বৈধধর্ম হিসাবে স্বীকৃতি পায়?
- রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপের বিভিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে খ্রিস্টধর্ম কীভাবে সাহায্য করেছিল?
- কখন কোথায় প্রথম আধুনিক শৌচাগার ব্যবস্থার প্রচলন ঘটেছিল?
- গ্লাডিয়েটারের প্রতিযোগিতা কী?
- গুপ্তজুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন?
- সভ্যতা ও সংস্কৃতির গৌরবোজ্জ্বল অগ্রগতি লক্ষ্য করে প্রাচীন গ্রিসের কোন যুগের সঙ্গে তুলনা করা হয়?
- সভ্যতা ও সংস্কৃতির গৌরবোজ্জ্বল অগ্রগতি লক্ষ্য করে ইংল্যান্ডের কোন যুগের সঙ্গে তুলনা করা হয়?
- গুপ্তযুগে চন্ডালদের অবস্থা কেমন ছিল?
- কীভাবে বোঝা যায় সমুদ্রগুপ্ত একজন সুকবি ও সুসাহিত্যিক ছিলেন?
- 'এরাণ শিলালিপি' কে রচনা করেন? এর কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?
- গুপ্তযুগের শ্রেষ্ঠ সাহিত্যিকের নাম লেখ। তাঁর রচিত দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো।
- গুপ্তযুগের তিনটি জগৎবিখ্যাত গুহামন্দিরের নাম লেখো।
- গুপ্তযুগে ধাতু শিল্পের অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল এমন একটি নিদর্শনের নাম লেখো।
- ১ থেকে ৯ এবং শূন্যের ব্যবহার ভারতে কোন যুগে প্রচলিত হয়েছিল?
- 'সুর্যসিদ্ধান্ত' কার লেখা? এই গ্রন্থের গুরুত্ব কী?
- গুপ্তযুগে কোন বৈদিক দেবতার গুরুত্ব হ্রাস পায় এবং কাদের উপাসনা শুরু হয়?
- গুপ্ত ও রোমান সাম্রাজ্যের মধ্যে দুটি সাদৃশ্য দেখাও।
- গুপ্ত ও রোমান সাম্রাজ্যের মধ্যে দুটি বৈসাদৃশ্য দেখাও।
- কত সালে কার আক্রমণের ফলে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে?
- পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের সময় রোমান সম্রাট কে ছিলেন?
- কীভাবে পশ্চিম রোমান সাম্রাজ্যে 'অন্ধকারময় যুগ' শুরু হয়?
- কখন কীভাবে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে।
- কাকে কেন 'ভারতের রক্ষাকারী' বলা হয়?
- গুপ্তযুগকে কী সত্যিই সুবর্ণ যুগ বলা যায়?
তৃতীয় অধ্যায় পর্ব - ৩.৬ :
মুঘল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের তুলনা
- ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- বাবর কোথাকার লোক ছিলেন?
- কত সালে কাকে কোন যুদ্ধে পরাজিত করে বাবর দিল্লি দখল করেন?
- শেরশাহ কে ছিলেন?
- তিনি কত বছর রাজত্ব করেন?
- কার আমলে কীভাবে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?
- মেবার রাজ্যে মুঘলদের চূড়ান্ত কতৃত্ব প্রতিষ্ঠা করেন কে?
- বিজাপুর ও গোলকুণ্ডা কার আমলে মুঘলদের বশ্যতা স্বীকার করে?
- বিজাপুর ও গোলকুণ্ডা কার আমলে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?
- অটোমান শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
- আনাতোলিয়ার বর্তমান নাম কী?
- কত সালে কার নেতৃত্বে কোথায় অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
- অটোমান শাসকদের উপাধি কী ছিল?
- কত সালে কার নেতৃত্বে পূর্ব রোমান সাম্রাজ্যের ( কনস্টান্টিনোপলের ) পতন হয়?
- কনস্টান্টিনোপলের বর্তমান নাম কী? সেটা বর্তমানে কোন দেশের রাজধানী?
- অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতানের নাম কী?
- মুঘল শাসনব্যবস্থায় ভকিলদের অবস্থান কী? অথবা, ভকিল কী?
- সুবা শব্দের অর্থ কী? মুঘলরা তাদের সমগ্র সাম্রাজ্যকে কয়টি সুবায় বিভক্ত করেছিলেন এবং কী কী?
- সুবাদার কাদের বলে?
- জাবতি প্রথা কী? এটা কয় ভাগে বিভক্ত ও কী কী?
- নাসক প্রথা ( কানকুৎ ) কী? এই প্রথা কোথায় কোথায় প্রচলিত ছিল?
- পাট্টা ও কবুলিয়ত কী?
- শাসক হিসাবে শেরশাহের দুটি গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করো।
- জায়গিরদার কাদের বলা হয়?
- জায়গিরদারি প্রথা কী?
- 'মনসব' কথার অর্থ কী? মনসবদারি প্রথা কী?
- কার আমলে মনসবদারি প্রথা গড়ে ওঠে? মনসবদারদের কয়টি স্তর ছিল?
- 'দিন-ই-ইলাহি' কী? এই ধর্ম দর্শনের প্রবর্তন করেন কে?
- মুঘল আমলে মীর-ই-আদল, মুফতি এবং কাজী পদাধিকারীদের কাজ কী ছিল?
- অটোমান শাসকদের উপাধি কী ছিল?
- 'সুলেম্যান দ্য ম্যাগ্নিফিসেন্ট' কাকে বলা হয়?
- 'গাজী' কাদের বলা হত?
- 'জানিসারি বাহিনী' কী?
- 'গ্র্যান্ড ভিজিয়ার' কাদের বলা হয়?
- 'কাদিস' কাদের বলা হয়?
- 'সিয়াসেত' কী?
- ইবাদাৎখানা কী?
- বুলন্দ-দরওয়াজা কে কী উদ্দেশ্যে নির্মাণ করেন?
- কে ময়ূর সিংহাসন নির্মাণ করেন?
- কার রাজত্বকালকে কেন মুঘল আমলের 'সুবর্ণ যুগ' বলা হয়?
- 'হুমায়ুন নামা' কার লেখা?
- আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
- মুঘল আমলের আঞ্চলিক সাহিত্যের বিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখো।
- আকবরের রাজসভায় কতজন সংগীত শিল্পী সমাদৃত হয়েছিলেন? এদের মধ্যে বিখ্যাত দুজন সংগীত শিল্পীর নাম লেখো।
- মিঞা তানসেন কীজন্য বিখ্যাত?
- কোন সময় তুর্কি ভাষার উৎপত্তি হয়?
- মিরার সিনান কে ছিলেন?
- পেলিভান কাদের বলা হয়?
- মিদ্দাহ কী?
- মুঘল আমলের তিনটি অভিজাত গোষ্ঠীর নাম লেখো।
- 'ইম্পেরিয়াল সার্জারি' গ্রন্থের লেখক কে? এটা কীজন্য বিখ্যাত?
- আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- সুল-ই-কুল কী?
- মুঘল ও অটোমান সাম্রাজ্যের দুটি সাদৃশ্য দেখাও।
- মুঘল ও অটোমান সাম্রাজ্যের দুটি বৈসাদৃশ্য দেখাও।
- মুঘল সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো।
- অটোমান সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো।
- কার নেতৃত্বে কখন অটোমান সাম্রাজ্যের পতন ঘটানো হয়?
- অটোমান সাম্রাজ্যের শাসক সুলেমানের সঙ্গে কোন মুঘল সম্রাটের তুলনা করা যায়?
----------------xx----------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন