সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তৃতীয় অধ্যায়। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 একাদশ শ্রেণি । তৃতীয় অধ্যায়। রাজনৈতিক বিবর্তন : শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা

তৃতীয় অধ্যায়ের সিলেবাস দেখো ঃ 👉 এখানে ক্লিক করো
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক গুরত্বপূর্ণ (SAQ) প্রশ্ন : উত্তর পেতে নিচের প্রশ্নের ওপর ক্লিক করো।
Group - B ( প্রত্যেক প্রশ্নের মান - ১ )

তৃতীয় অধ্যায় পর্ব - ৩.১ : ধ্রুপদি যুগের গ্রিসের নগর-রাষ্ট্র

দুই বা তিন বাক্যে উত্তর দিতে হবে। )  এই অধ্যায় থেকে ৩টি প্রশ্ন থাকে। ২টি লিখতে হবে।
  1. পলিস বা নগররাষ্ট্র কী ?                ২০১৫,  ২০১৭
  2. নগররাষ্ট্রের দুটি গুণের (বৈশিষ্ট্য) উল্লেখ কর।
  3. দুটি নগররাষ্ট্রের নাম লেখ।
  4. এমন একটি নগররাষ্ট্রের নাম লেখ যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল।
  5. এমন একটি নগররাষ্ট্রের নাম লেখ যেখানে অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত ছিল।
  6. অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল? ২০১৫, ২০১৭
  7. গ্রিসের শাসন কাঠামোকে (রাজনৈতিক সংগঠনকে) কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী?
  8. হেলাইয়া কী?
  9. একলেজিয়া বলতে কী বোঝ?
  10. একলেজিয়া ও অ্যাপেলার মধ্যে পার্থক্য কী?
  11. ওয়ারিওপাগাসের কাউন্সিল ও গেরুসিয়ার মধ্যে পার্থক্য কী?
  12. আরকন ও ইফর মধ্যে পার্থক্য দেখাও।
  13. গ্রিসের পলিসগুলোর জনগণকে কয় ভাগে ভাগ করা হয় কী কী?
  14. পলিসের অনাগরিকরা কয় ভাগে বিভক্ত ছিল এবং কী কী?
  15. পলিসের নাগরিক ও অনাগরিকদের মধ্যে অধিকারগত কী কী পার্থক্য লক্ষ্য করা যায়?

  16. মেটিক কাদের বলা হয়?
  17. থিটিস ও হেলট এর মধ্যে পার্থক্য কোথায়?
  18. এগোরা কী? এর বৈশিষ্ট্য লেখ। 
  19. সর্বশ্রেষ্ঠ গ্রিক দেবতার নাম কী? তিনি কিসের দেবতা?
  20. গ্রিকের  আকাশ, সাগর, ভূমিকম্প ও পরলোকের দেবতার নাম লেখ। 

  21. গ্রিসের সর্বশ্রেষ্ঠ পলিসের নাম লেখ।
  22. গ্রিসের গণআদালতের গুরুত্ব লেখ। 
  23. রিপাবলিক গ্রন্থের লেখক কে?
  24. জনপদ বলতে কী বোঝ?
  25. অক্টোপলিস কী?                               ২০১৬
  26. অ্যাক্রোপলিস কী?
  27. অক্টোপলিস ও অ্যাক্রোপলিসে মধ্যে পার্থক্য কী?
  28. অক্টোপলিস ও পলিসের মধ্যে পার্থক্য কী?
  29. 'চোরা কী?
  30. কে কেন পলিসগুলোকে অস্বাভাবিক রাষ্ট্র বলেছেন?
  31. পলিসগুলোকে ক্ষুদ্র-ভুখন্ড বলেছেন কে এবং কেন?
  32. সমকালীন রাষ্ট্রচিন্তাবিদ হিপপোডামাস আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিৎ বলে উল্লেখ করেছেন?
  33. এমন একটি পলিস বা নগররাষ্ট্রের নাম কর যেখানে গ্রামের অস্তিত্ব ছিল?
  34. প্রাচীন গ্রিসের নিম্নলিখিত দেবতাদের পরিচয় দাও - জিউস, পসিডন এবং হ্যাডেস।
  35. দার্শনিক প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিৎ?
  36. খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে গ্রিসে কোন রাজ্যের সবচেয়ে বেশি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল?
  37. প্রাচীন গ্রিসের এমন একটি এলাকার নাম লেখো যেখানে পলিস গড়ে ওঠেনি।
  38. প্রাচীন গ্রিসে গণআদালতের ভূমিকা কী ছিল?
  39. পলিসের পতনের দুটি কারণ উল্লেখ কর।
  40. কোন সময়কে গ্রিসের ধূপদি যুগ বলা হয়?

তৃতীয় অধ্যায় পর্ব - ৩.২ :

রাজতন্ত্র ঃ জনপদ থেকে মহাজনপদ

  1. প্রাচীন ভারতের মহাজনপদগুলি কোথায় উদ্ভব হয়েছিল?                 ২০১৭
  2. কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের সম্পর্কে জানা যায়?   ২০১৫
  3. দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখ।                                      ২০১৬
  4. জনপদ কী? উদাহরণ দাও।
  5. মহাজনপদ কী?
  6. জনপদ ও মহাজনপদ -এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
  7. জনপদ সম্পর্কে কৌটিল্যের মতামত কী ছিল?
  8. জনপদিন কী? কীভাবে এই পদের উদ্ভব হত?
  9. জনপদের গঠন কেমন ছিল?
  10. গৃহপতি কাদের বলা হয়?
  11. জনপদে ধনী বণিকদের কী বলা হত?
  12. ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝ? দুটি মহাজনপদের নাম লেখ।
  13. ষোড়শ মহাজনপদের নাম লেখ।
  14. বর্তমান কাশ্মীর অঞ্চলে অবস্থিত একটি মহাজনপদের নাম লেখো।
  15. বর্তমান পশ্চিমবঙ্গের কাছে অবস্থিত মহাজনপদের নাম লেখো।
  16. এমন দুটি জনপদের নাম লেখো যেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল?
  17. সর্বশ্রেষ্ঠ মহাজনপদের নাম লেখো।
  18. কে কোন সময়কে কেন 'রাজকীয় ঐক্যের যুগ' বলেছেন?



  19. ইমহোটেপ কে ছিলেন?

তৃতীয় অধ্যায় পর্ব - ৩.৩ :

সাম্রাজ্য : সংজ্ঞা, রাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে পার্থক্য

  1. পৃথিবীর প্রথম সাম্রাজ্যের নাম লেখো। এটা কোথায় অবস্থিত ছিল?
  2. কয়েকটি প্রাচীন সাম্রাজ্যের নাম লেখো।
  3. আধুনিক যুগের দুটি সাম্রাজ্যের নাম লেখো।
  4. সাম্রাজ্য কাকে বলা হয়? 
  5. বর্তমান সময়ে সাম্রাজ্যকে কীভাবে সংজ্ঞায়িত করা হয়?
  6. সাম্রাজ্য ও রাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে দুটো পার্থক্য দেখাও।

তৃতীয় অধ্যায় পর্ব - ৩.৪ :

মৌর্য সাম্রাজ্যের ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনা

  1. নন্দ বংশের শেষ শাকের নাম কী? অথবা, কোন মগধ স্ম্রাটকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়।
  2. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটের নাম কী? তিনি কত সালে কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
  3. কোন মৌর্য সম্রাটের আমলে মৌর্য সাম্রাজ্যের সীমা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল?
  4. তোষালী কী?
  5. কলিঙ্গ যুদ্ধের পর অশোকের যুদ্ধনীতিতে কী পরিবর্তন এসেছিল এবং কেন?
  6. সম্রাট অশোক কখন এবং কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
  7. বৌদ্ধ ধর্মের প্রচারে কাকে কোন দেশে পাঠিয়েছিলেন?
  8. অশোকের ধর্ম প্রচারের প্রভাবকে ইতিহাসবিদ স্যান্ডারস কীভাবে ব্যাখ্যা করেছেন?
  9. 'সবে মুনিসে পজা মমা' - কে বলেছিলেন? এর অর্থ কী?
  10. কত সালে কাদের মধ্যে পেলোপনেসীয় যুদ্ধ শুরু হয়? এই যুদ্ধ কত বছর চলেছিল?
  11. কে কীভাবে ম্যাসিডনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
  12. ম্যাসিডনীয় সাম্রাজ্যকে কে সর্বপ্রথম সুসংহত রূপ দান করেছিলেন?
  13. কোন সম্রাটের আমলে ম্যাসিডনীয় সাম্রাজ্য চূড়ান্ত রূপ লাভ করেছিল?
  14. সম্রাট আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন?
  15. কোন যুদ্ধে তৃতীয় আলেকজান্ডার পুরুকে পরাজিত করেন?
  16. কখন কীভাবে তৃতীয় আলেকজান্ডারের মৃত্যু হয়?
  17. মৌর্য যুগে শিল্পকলার উৎকর্ষতার একটি উল্লেখযোগ্য নিদর্শনের নাম লেখো।
  18. সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে - সর্বপ্রথম কে এই কথা বলেন? তিন কোথাকার লোক ছিলেন?
  19. অ্যাস্ট্রোল্যাব যন্ত্র কে কবে আবিষ্কার করেন? এই যন্ত্রের কাজ কী?
  20. জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ 'আল ম্যাজেস্ট' কে রচনা করেন?
  21. কে সমতলীয় ও বৃত্তীয় ত্রিকোণমিতির ভিত্তি প্রতিষ্ঠা করেন?
  22. আর্কিমিডিস কে ছিলেন? তিনি কীজন্য বিখ্যাত? তিনি কোথাকার লোক ছিলেন?
  23. ম্যাসিডনীয় সাম্রাজ্যের সমসাময়িক ভারতীয় সাম্রাজ্যের নাম লেখো।
  24. ইন্ডিকা গ্রন্থের লেখক কে? তিনি কখন কার রাজসভায় এসেছিলেন?
  25. মেগাস্থিনিস কে ছিলেন? ভারতের ইতিহাসে তিনি খ্যাতি লাভ করেছেন কেন?
  26. ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে দুটি সাদৃশ্য দেখাও।
  27. ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে দুটি বৈসাদৃশ্য দেখাও।
  28. ম্যাসিডনীয় সাম্রাজ্যের প্রকৃতি কেমন ছিল?
  29. আলেকজান্ডার কয়টা শহর প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়।
  30. ম্যাসিডনীয় সাম্রাজ্যের থেকে মৌর্য সাম্রাজ্য কোন কোন ক্ষেত্রে এগিয়ে আছে বলে তুমি মনে করো?
  31. শেষ মৌর্য সম্রাটের নাম কী? তিনি কার কাছে পরাজিত হয়েছিলেন? এর পর কোন বংশের সুত্রপাত হয়?
  32. শেষ ম্যাসিডনীয় সম্রাট কে ছিলেন? তিনি কার কাছে কোন যুদ্ধে পরাজিত হন?

তৃতীয় অধ্যায় পর্ব - ৩.৫ :

রোমান সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্যের তুলনা

  1. সাধারণভাবে ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগ ও মধ্যযুগ বলতে কোন সময়কালকে ধরা হয়?
  2. সাধারণভাবে ভারতের ইতিহাসে প্রাচীন যুগ ও মধ্যযুগ বলতে কোন সময়কালকে ধরা হয়?
  3. কত সালে রোম নগরীর প্রতিষ্ঠা হয়? এই নগরী কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
  4. পৃথিবীর সর্ববৃহৎ ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের নাম কী? এর সময়কাল উল্লেখ করো।
  5. রোমান সাম্রাজ্য কীভাবে এবং কেন দুইভাগে ভাগ হয়ে যায়? ভাগ দুটির নাম লেখো।
  6. কে কত সালে কোথায় রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন?
  7. রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানীর নাম কী? এর বর্তমান নাম কী?
  8. পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম লেখো।
  9. জুলিয়াস সিজার কে ছিলেন?
  10. নীলনদের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়?
  11. ইংরাজি জুলাই মাসের নামকরণ হয় কার নামানুসারে?
  12. আমি এলাম, দেখলাম এবং জয় করলাম - একথা কে কখন বলেছিলেন?
  13. ব্রুটাস কীজন্য কুখ্যাত হয়ে আছেন?
  14. অগাস্টাস সিজার কে ছিলেন?
  15. মৌর্য ও গুপ্ত যুগের মধ্যবর্তী সময়ে ভারতে যে সমস্ত উল্লেখযোগ্য আঞ্চলিক শাসকের আবির্ভাব হয় তাদের দুজনের নাম লেখো।
  16. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  17. গুপ্ত বংশের সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজার নাম কী?
  18. গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী?
  19. এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এই প্রশস্তি থেকে কোন শাসকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?
  20. দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কোন নীতি গ্রহণ করেছিলেন?
  21. কে কাকে কেন 'ভারতের নেপোলিয়ন' বলেছেন?
  22. রোমান সমাজের জনগণ কয় শ্রেণিতে বিভক্ত ছিল? এবং কী কী?
  23. রোমান সমাজের প্যাট্রিসিয়ানদের সামাজিক অবস্থা কেমন ছিল?
  24. রোমান সমাজের প্লেবিয়ানদের সামাজিক অবস্থা কেমন ছিল?
  25. রোমান সমাজের ক্রীতদাসদের সামাজিক অবস্থা কেমন ছিল?
  26. রোমে সবচেয়ে বড় দাস ব্যবসা কত সালে হয়? এর নেতা কে ছিলেন? অথবা, স্পার্টাকাস কে ছিলেন? তিনি কীজন্য বিখ্যাত?
  27. গুপ্ত যুগের সমাজের জনগণ কয় শ্রেণিতে বিভক্ত ছিল? এবং কী কী?
  28. গুপ্ত যুগে সমাজে নারীর অবস্থা কেমন ছিল?
  29. অনুলোম ও প্রতিলোম কী?
  30. কখন কীভাবে সমাজে চন্ডাল সম্প্রদায়ের কীভাবে সৃষ্টি হয়?
  31. গুপ্ত যুগে দাস বিদ্রোহের মত কোন পরিস্থিতি তৈরি হয়নি কেন?
  32. গুপ্ত যুগে দাসদের সম্পর্কে তথ্য পাওয়া যায় এমন কয়েকটি গ্রন্থের নাম করো।
  33. রোমান সাম্রাজ্যের ক্রীতদাসদের বিকল্প হিসাবে গুপ্ত যুগে কাদের দেখা যেত?
  34. অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা কী? এই প্রথার তাৎপর্য বা গুরুত্ব লেখো।
  35. প্যাক্স রোমানা কী?
  36. 'জাস্টিনিয়ান কোর্ড' কী?
  37. কোন শিল্প ধারা থেকে রোমান স্থাপত্য শিল্প ধারার উদ্ভব হয়?
  38. কংক্রিটের স্থাপত্য কৌশল কারা কখন উদ্ভাবন করেন।
  39. কারা প্রথম স্থাপত্য শিল্পে পাথরের ব্যবহার শুরু করে?
  40. প্রাচীন রোমের কয়েকটি উল্লেখযোগ্য স্থাপত্যকর্মের নাম লেখো।
  41. অ্যাম্ফিথিয়েটার কী? এটা অন্য কী নামে পরিচিত হয়ে আছে?
  42. রোমের দুজন বিখ্যাত চিত্রকরের নাম লেখো। তাঁরা কোথাকার অধিবাসী ছিলেন?
  43. প্রাচীন রোমে কোন ধর্মের প্রচলন ছিল? তাদের কয়েকজন দেবতার নাম লেখো।
  44. কোন রোমান সম্রাট প্রথম খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেন?
  45. কার আমলে কত সালে খ্রিস্টধর্ম রোমান সাম্রাজ্যের বৈধধর্ম হিসাবে স্বীকৃতি পায়?
  46.  রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপের বিভিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে খ্রিস্টধর্ম কীভাবে সাহায্য করেছিল?
  47. কখন কোথায় প্রথম আধুনিক শৌচাগার ব্যবস্থার প্রচলন ঘটেছিল?
  48. গ্লাডিয়েটারের প্রতিযোগিতা কী?
  49. গুপ্তজুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন?
  50. সভ্যতা ও সংস্কৃতির গৌরবোজ্জ্বল অগ্রগতি লক্ষ্য করে প্রাচীন গ্রিসের কোন যুগের সঙ্গে তুলনা করা হয়?
  51. সভ্যতা ও সংস্কৃতির গৌরবোজ্জ্বল অগ্রগতি লক্ষ্য করে ইংল্যান্ডের কোন যুগের সঙ্গে তুলনা করা হয়?
  52. গুপ্তযুগে চন্ডালদের অবস্থা কেমন ছিল?
  53. কীভাবে বোঝা যায় সমুদ্রগুপ্ত একজন সুকবি ও সুসাহিত্যিক ছিলেন?
  54. 'এরাণ শিলালিপি' কে রচনা করেন? এর কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?
  55. গুপ্তযুগের শ্রেষ্ঠ সাহিত্যিকের নাম লেখ। তাঁর রচিত দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো।
  56. গুপ্তযুগের তিনটি জগৎবিখ্যাত গুহামন্দিরের নাম লেখো।
  57. গুপ্তযুগে ধাতু শিল্পের অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল এমন একটি নিদর্শনের নাম লেখো।
  58. ১ থেকে ৯ এবং শূন্যের ব্যবহার ভারতে কোন যুগে প্রচলিত হয়েছিল?
  59. 'সুর্যসিদ্ধান্ত' কার লেখা? এই গ্রন্থের গুরুত্ব কী?
  60. গুপ্তযুগে কোন বৈদিক দেবতার গুরুত্ব হ্রাস পায় এবং কাদের উপাসনা শুরু হয়?
  61. গুপ্ত ও রোমান সাম্রাজ্যের মধ্যে দুটি সাদৃশ্য দেখাও।
  62. গুপ্ত ও রোমান সাম্রাজ্যের মধ্যে দুটি বৈসাদৃশ্য দেখাও।
  63. কত সালে কার আক্রমণের ফলে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে?
  64. পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের সময় রোমান সম্রাট কে ছিলেন?
  65. কীভাবে পশ্চিম রোমান সাম্রাজ্যে 'অন্ধকারময় যুগ' শুরু হয়?
  66. কখন কীভাবে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে।
  67. কাকে কেন 'ভারতের রক্ষাকারী' বলা হয়?
  68. গুপ্তযুগকে কী সত্যিই সুবর্ণ যুগ বলা যায়?

তৃতীয় অধ্যায় পর্ব - ৩.৬ :

মুঘল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের তুলনা

  1. ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  2. বাবর কোথাকার লোক ছিলেন?
  3. কত সালে কাকে কোন যুদ্ধে পরাজিত করে বাবর দিল্লি দখল করেন?
  4. শেরশাহ কে ছিলেন?
  5. তিনি কত বছর রাজত্ব করেন?
  6. কার আমলে কীভাবে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?
  7. মেবার রাজ্যে মুঘলদের চূড়ান্ত কতৃত্ব প্রতিষ্ঠা করেন কে?
  8. বিজাপুর ও গোলকুণ্ডা কার আমলে মুঘলদের বশ্যতা স্বীকার করে?
  9. বিজাপুর ও গোলকুণ্ডা কার আমলে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?
  10. অটোমান শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
  11. আনাতোলিয়ার বর্তমান নাম কী?
  12. কত সালে কার নেতৃত্বে কোথায় অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
  13. অটোমান শাসকদের উপাধি কী ছিল?
  14. কত সালে কার নেতৃত্বে পূর্ব রোমান সাম্রাজ্যের ( কনস্টান্টিনোপলের ) পতন হয়?
  15. কনস্টান্টিনোপলের বর্তমান নাম কী? সেটা বর্তমানে কোন দেশের রাজধানী?
  16. অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতানের নাম কী?
  17. মুঘল শাসনব্যবস্থায় ভকিলদের অবস্থান কী? অথবা, ভকিল কী?
  18. সুবা শব্দের অর্থ কী? মুঘলরা তাদের সমগ্র সাম্রাজ্যকে কয়টি সুবায় বিভক্ত করেছিলেন এবং কী কী?
  19. সুবাদার কাদের বলে?
  20. জাবতি প্রথা কী? এটা কয় ভাগে বিভক্ত ও কী কী?
  21. নাসক প্রথা ( কানকুৎ ) কী? এই প্রথা কোথায় কোথায় প্রচলিত ছিল?
  22. পাট্টা ও কবুলিয়ত কী?
  23. শাসক হিসাবে শেরশাহের দুটি গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করো।
  24. জায়গিরদার কাদের বলা হয়?
  25. জায়গিরদারি প্রথা কী?
  26. 'মনসব' কথার অর্থ কী? মনসবদারি প্রথা কী?
  27. কার আমলে মনসবদারি প্রথা গড়ে ওঠে? মনসবদারদের কয়টি স্তর ছিল?
  28. 'দিন-ই-ইলাহি' কী? এই ধর্ম দর্শনের প্রবর্তন করেন কে?
  29. মুঘল আমলে মীর-ই-আদল, মুফতি এবং কাজী পদাধিকারীদের কাজ কী ছিল?
  30. অটোমান শাসকদের উপাধি কী ছিল?
  31. 'সুলেম্যান দ্য ম্যাগ্নিফিসেন্ট' কাকে বলা হয়?
  32. 'গাজী' কাদের বলা হত?
  33. 'জানিসারি বাহিনী' কী?
  34. 'গ্র্যান্ড ভিজিয়ার' কাদের বলা হয়?
  35. 'কাদিস' কাদের বলা হয়?
  36. 'সিয়াসেত' কী?
  37. ইবাদাৎখানা কী?
  38. বুলন্দ-দরওয়াজা কে কী উদ্দেশ্যে নির্মাণ করেন?
  39. কে ময়ূর সিংহাসন নির্মাণ করেন?
  40. কার রাজত্বকালকে কেন মুঘল আমলের 'সুবর্ণ যুগ' বলা হয়?
  41. 'হুমায়ুন নামা' কার লেখা?
  42. আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
  43. মুঘল আমলের আঞ্চলিক সাহিত্যের বিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখো।
  44. আকবরের রাজসভায় কতজন সংগীত শিল্পী সমাদৃত হয়েছিলেন? এদের মধ্যে বিখ্যাত দুজন সংগীত শিল্পীর নাম লেখো।
  45. মিঞা তানসেন কীজন্য বিখ্যাত?
  46. কোন সময় তুর্কি ভাষার উৎপত্তি হয়?
  47. মিরার সিনান কে ছিলেন?
  48. পেলিভান কাদের বলা হয়?
  49. মিদ্দাহ কী?
  50. মুঘল আমলের তিনটি অভিজাত গোষ্ঠীর নাম লেখো।
  51. 'ইম্পেরিয়াল সার্জারি' গ্রন্থের লেখক কে? এটা কীজন্য বিখ্যাত?
  52. আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  53. সুল-ই-কুল কী?
  54. মুঘল ও অটোমান সাম্রাজ্যের দুটি সাদৃশ্য দেখাও।
  55. মুঘল ও অটোমান সাম্রাজ্যের দুটি বৈসাদৃশ্য দেখাও।
  56. মুঘল সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো।
  57. অটোমান সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো।
  58. কার নেতৃত্বে কখন অটোমান সাম্রাজ্যের পতন ঘটানো হয়?
  59. অটোমান সাম্রাজ্যের শাসক সুলেমানের সঙ্গে কোন মুঘল সম্রাটের তুলনা করা যায়?
----------------xx----------------

মন্তব্যসমূহ

জনপ্রিয় প্রশ্নগুলো দেখ

নব্য প্রস্তর যুগ ও তার বৈশিষ্ট লেখো।

নব্য প্রস্তর যুগের সময়কাল উল্লেখ করো। এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট লেখো। নব্য প্রস্তর যুগ : প্রাগৈতিহাসিক যুগের শেষ পর্বকে বলা হয় নব্য প্রস্তর যুগ বা Neolithic Age । এই পর্বে আদিম মানুষ খাদ্য সংগ্রাহক থেকে ক্রমশঃ  খাদ্য উৎপাদক শ্রেণিতে রূপান্তরিত হয়। আনুমানিক ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে নব্য প্রস্তর যুগ বলা হয়। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য : ১) এই যুগের মানুষ খাদ্য উৎপাদন শুরু করে। অর্থাৎ কৃষি কাজের সূচনা হয়। ২) পশু শিকারের সাথে সাথে পশুপালনের সূচনা হয়। ৩) হাতিয়ার গুলি খুবই সূচালো, ধারালো ও ক্ষুদ্র আকারের হয়। ৪) চাকার ব্যবহার শুরু হয় ৫) প্রথম আগুন জ্বালানোর কৌশল আবিষ্কার করে  ৬) যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে উঠতে থাকে। এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

জনপদ কী? প্রাচীন ভারতে জনপদ গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।

জনপদ কী? কীভাবে প্রাচীন ভারতে জনপদের উৎপত্তি হয়? জনপদ কী : 'জন' শব্দের অর্থ উপজাতি বা জনগোষ্ঠী। 'পদ' শব্দের অর্থ পা। চার্লস ল্যানম্যান -এর মতে, নির্দিষ্ট কোন জাতিগোষ্ঠী যখন কোন নির্দিষ্ট কোন ভৌগোলিক এলাকায় বসতি গড়ে তোলে তখন সেই ভৌগোলিক এলাকাকে  'জনপদ' বলে। কৌটিল্য জনপদ বলতে  নির্দিষ্ট ভূখণ্ড ও জনসমষ্টিকে বুঝিয়েছেন। এই জনপদে একদিকে থাকবে বিচক্ষণ উচ্চবর্ণের মানুষ বা প্রভু। অন্যদিকে থাকবে - ১) পর্যাপ্ত পরিমাণ উর্বর জমি এবং ২) সেই ভূখন্ডে থাকবে প্রচুর পরিশ্রমী কৃষক যাদের কর প্রদানের চাপ ও শাস্তি সহ্য করার ক্ষমতা থাকবে।  জনপদ গড়ে ওঠার কারণ (পটভূমি) : আর্যদের আগমন : আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে আর্যরা ভারতে প্রবেশ করে। এর ছিল যাযাবর প্রকৃতির । কারণ, পশু খাদ্যের সন্ধানে তারা বসবাসের জায়গা পরিবর্তন করত। তবে তারা গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করত। তাই এদের 'জন' (জনগোষ্ঠী বা উপজাতি) বলা হত।  জনসংখ্যা বৃদ্ধি : সপ্ত সিন্ধু এলাকায় উর্বর ভূমির কল্যাণে আর্যদের মধ্যে স্থায়ীভাবে বসবাসের প্রবণতা বাড়ে। ফলে নির্দিষ্ট এলাকায় জনসংখ্যা বাড়তে থাকে। ক্রমশ তারা অর্ধ-যাযাবর জীবনে ...

মধ্যপ্রস্তর যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়? এই যুগের বৈশিষ্ট্য লেখো

'মধ্যপ্রস্তর যুগ' ও তার বৈশিষ্ট্য প্লেইস্টোসিন যুগের শেষ পর্ব ( ১৫ হাজার বছর আগে ) থেকে হোলোসিন যুগের সূচনা পর্ব ( ১০ হাজার বছর ) পর্যন্ত সময়কালকে মধ্যপ্রস্তর যুগ বলে। অন্যভাবে বলা বলা যায়, খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ এবং খাদ্য উৎপাদনকারী নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী সময়কালকে 'মধ্য প্রস্তর যুগ' বলা হয়। মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য ঃ ১) সময়কাল : মধ্য প্রস্তর যুগ খ্রিষ্টপুর্ব ১৫ হাজার বছর থেকে ১০ হাজার বছর পর্যন্ত বিস্তৃত ছিল। ২) হাতিয়ার :  এই যুগের ( মধ্য প্রস্তর যুগ ) হাতিয়ারগুলি প্রাচীন প্রস্তর যুগের চেয়ে উন্নত ও আকারে ছোটো ছিল। পাথর ছাড়া জীবজন্তুর হাড়, দাঁত ইত্যাদিও হাতিয়ার তৈরিতে ব্যবহার করা হত। ৩) জীবিকা ও জীবনযাপন : মধ্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার ও ফলমূল সংগ্রহ। এবং জীবনযাত্রা ছিল অর্ধ যাযাবর প্রকৃতির। ৪) কৃষিকাজ : যুগের শেষ পর্বে মানুষ কৃষিকাজের সূচনা করে। ৫) পোষাক :  মধ্য প্রস্তর যুগের মানুষ প্রাচীন প্রস্তর যুগের মত গাছের ছাল ও পশুর চামড়া দিয়ে পোশাক বানাত। তবে এই পোশাক আগের চেয়ে উন্নতমানের ছিল। ৬) যানবাহন : এই ...

প্রাক-ঐতিহাসিক (প্রাগৈতিহাসিক) যুগ কাকে বলে ?

  প্রাক-ঐতিহাসিক যুগ মানব সভ্যতার সূচনা হয় আজ থেকে ৩৬ লক্ষ্য বছর আগে। এই সময় থেকে লিপির ব্যবহার শুরু হওয়ার মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এই সময়ের ইতিহাস রচনার কোন লিখিত উপাদান পাওয়া যায় না। ফলে শুধুমাত্র প্রত্নতাত্বিক উপাদানের ওপর ভিত্তি করেই ইতিহাস লেখা হয়। তবে সব দেশে একই সময়ে প্রাগৈতিহাসিক যুগের সূচনা হয়নি।  -----🙏---- বিকল্প প্রশ্ন : ১) প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝো? আরও পড়ো : ১)   প্রাগৈতিহাসিক যুগের বৈশিষ্ট্য কী ছিলো ?                     ২) প্রাগৈতিহাসিক যুগকে কয়ভাগে ভাগ করা হয় ও কী কী ? এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি বর্ননা করো।

প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি Describe-the-reasons-or-background-for-the-development-of-city-states-in-ancient-Greece পলিস শব্দের অর্থ ' নগররাষ্ট্র '। খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতকে মধ্যবর্তী সময়ে গ্রিসে প্রায় ১৫০০ টি ছোট ছোট রাষ্ট্র বা সিটি স্টেট গড়ে ওঠে। এগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরাই প্রত্যক্ষভাবে অংশ গ্ৰহণ করত। এই ছোট রাষ্ট্রগুলো পলিস বা নগর-রাষ্ট্র নামে পরিচিত। যেমন - এথেন্স, স্পার্টা ইত্যাদি। নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার পটভূমি বিশ্লেষণ করলেই নগররাষ্ট্র গড়ে ওঠার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সামনে আসে।  ১) বৈদেশিক আক্রমণ ও  অক্টোপলিস  : আনুমানিক ১০০০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রীকরা বৈদেশিক আক্রমণের ভয়ে গ্রিসের বিভিন্ন পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্র গড়ে তোলে। এগুলো 'অক্টোপলিস' নামে পরিচিত। এই অক্টোপলিসকে কেন্দ্র করে ক্রমশ নগর গড়ে ওঠে এবং এই নগরকে কেন্দ্র করে পরবর্তীকালে নগররাষ্ট্র বা পলিস গঠনের প্রক্রিয়া শুরু হয়।  ২) স্থানীয় বাজার : আস্তে আস্তে এই  'অক্টোপলিস'গুলোর কাছেই স্থানীয় বাজার গড়ে উঠতে থাকে।...

মহাজনপদ কী? মহাজনপদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।

মহাজনপদ কী? মহাজনপদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। মহাজনপদ ও মহাজনপদের বৈশিষ্ট্য  What is Mahajanapada? Briefly write the characteristics of Mahajanapada. মহাজনপদ কী : 'মহা' অর্থ বৃহৎ। 'জনপদ' কথার অর্থ 'নির্দিষ্ট ভূখণ্ডসহ জনসমষ্টি। অর্থাৎ  ক্ষুদ্র রাজ্য। খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকের আগে ভারতে উপজাতি গোষ্ঠীভিত্তিক ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল। এই জনপদ গুলি পরস্পরের ভূখণ্ড দখল করার তাগিদে নিজেদের মধ্যে সব সময় সংঘর্ষে লিপ্ত থাকতো। এই সংঘর্ষে জয় পরাজয়ের সূত্র ধরেই উত্তর ভারতে একাধিক জনপদ সংযুক্ত হয়ে যেত। ফলে বৃহৎ জনপদ বা রাজ্যের জন্ম হয়। এই ধরনের বৃহৎ জনপদ বা রাজ্যগুলি ' মহাজনপদ' নামে পরিচিত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর তিনটি উল্লেখযোগ্য মহাজনপদের নাম হলো মগধ (রাজতান্ত্রিক), বৃজি ও মল্ল (প্রজাতান্ত্রিক)। মহাজনপদের বৈশিষ্ট্য : এই মহাজনপদগুলির ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।           ১) উত্তর ভারত কেন্দ্রিক অবস্থান :   ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মতে, মহাজনপদ গুলির অধিকাংশের অবস্থ...

প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থান

 প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের ওপর একটি প্রবন্ধ রচনা করো। সমাজে নারীর অবস্থান : প্রাচীনকালে গ্রীস ও রোমের মত ভারতীয় নারীরাও সমাজে বিশিষ্ট স্থান অধিকার লাভ করেছিল। তবে তা মূলত উচ্চশ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল।  ঋগবৈদিক যুগে নারীর অবস্থান :  নারীর গুরুত্ব : পুত্র সন্তান কাম্য হলেও নারীরা মেটেও অবহেলিত ছিল না।  নারী শিক্ষা : নারীরা যথেষ্ট শিক্ষার সুযোগ লাভ করেছিল। এ যুগের উল্লেখযোগ্য বিদুষী নারী ছিলেন - লোপমুদ্রা, ঘোষা, অপলা মমতা প্রমুখ। বেদ পাঠের অধিকার : এই সময় নারীদের বেদ পাঠের অধিকার ছিল বলেও জানা যায়। এমনকী বেদের স্তোত্র রচনায় অংশ নিয়েছিল বলে জানা যায়।  পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান : নারীর গুরুত্ব হ্রাস : এই সময় নারী বেদ পাঠের অধিকার হারায়।  নারী শিক্ষা উপেক্ষিত : তৈত্তিরীয় সংহিতায় নারী শিক্ষার প্রয়োজন নেই বলে জানান হয়। ফলে নারী শিক্ষা ব্যাহত হয়। তা সত্ত্বেও এ সময় কোন কোন নারী উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জন করেন। যেমন, গার্গী, মৈত্রেয়ী প্রমুখ।  প্রতিবাদী আন্দোলনের যুগে নারীর অবস্থান : নারী শিক্ষা : বৌদ্ধ গ্রন্থ বিনয়পিটক থেকে জানা...

প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্য দেখাও।

প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্য বাংলা 👉 English অথবা,  প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে তুলনা করো।

ঐতিহাসিক যুগ কাকে বলে? এর বৈশিষ্ঠগুলো উল্লেখ করো। উদাহরণ দাও।

ঐতিহাসিক যুগ কাকে বলে? এর বৈশিষ্ঠগুলো উল্লেখ করো। উদাহরণ দাও।  ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কালকে বোঝায়, যখন ১) মানুষ লিখন পদ্ধতি উদ্ভাবন করেছেন, ২) তাদের জীবনযাপন প্রণালী, সমাজ, সংস্কৃতি ও সভ্যতার বিবররণ রেখে গেছেন, এবং সেই সব বিবরণের পাঠোদ্ধার সম্ভব হয়ছে।  উদাহরণ হিসাবে মিশরিয় ও মেসোপটেমিয়া সভ্যতার কথা বলা যায়।   খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে মিশরে এবং  খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দে ভারতে, (আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়) এই যুগের সূচনা ধরা হয় । ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য : ১) এই যুগে মানুষের লিপিজ্ঞান ছিল।  ২) এই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়েছে, ৩) এই যুগের সময়কাল পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে সূচনা হয়েছে।  এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

প্রাচীন প্রস্তর বলতে কী বোঝ? প্রাচীন প্রস্তর যুগের সময়কাল উল্লেখ করো। এই যুগের দুটি বৈশিষ্ট্য লেখো।

প্রাচীন প্রস্তর যুগ বলতে কী বোঝ? প্লেইস্টোসিন যুগের শেষ ভাগে (৫০ হাজার - ১৫ হাজার আগে) পৃথিবীতে প্রায়-মানুষেরা ( হোমো ইরেক্টাস)  পাথরকে আকারগত পরিবর্তন না করেই হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাই তাদের হাতিয়ারগুলি হত অমসৃণ ও বৃত্তাকার। এই ধরণের অস্ত্র ব্যবহারকারী মানুষের সময়কালকে (যুগকে) 'প্রাচীন প্রস্তর যুগ' বলা হয়। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল : প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় ৫০ হাজার বছর আগে এবং শেষ হয় প্রায় ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে প্রাচীন প্রস্তর  যুগের বৈশিষ্ট্য ঃ প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় ৫০ হাজার বছর আগে এবং শেষ হয় প্রায় ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই যুগের মানুষ বিভিন্ন ধরণের পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত। এই পর্বের মানুষ পাথরকে আকারগত পরিবর্তন না করেই হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাই তাদের হাতিয়ারগুলি হত অমসৃণ ও বৃত্তাকার। এই যুগের শেষ দিকে মানুষ তীরধনুক আবিষ্কার করে। এই পর্বের মানুষ জীবিকা নির্বাহ করত পশু শিকার, ফলমূল সংগ্রহ এবং মাছ ধরে। এই সময় মানুষ আগুনের ব্যবহার জানত না। তাই তারা কাঁচা মাংস খেত। মানুষ ছোট ছোট গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। অর্থাৎ তাদের ...