সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইতিহাস কী? অথবা, ইতিহাস বলতে কী বোঝো?

ইতিহাস কী? উত্তর : ইতিহাস কথার ইংরেজি অর্থ হল ' হিস্টোরি' । এই শব্দটি এসেছে গ্রীক শব্দ ' ইস্তরিয়া' থেকে যার অর্থ সত্যনুসন্ধান বা গবেষণা । তাই ইতিহাস হল মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ, যা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সত্যনুসন্ধান বা গবেষণার মাধ্যমে প্রাপ্ত ।   স্যার উইলিয়াম জোন্স বলেছেন, History is the scientific study of our complete past . (অর্থাৎ অতীতের বিজ্ঞানসম্মত আলোচনাই হল ইতিহাস।) বিকল্প প্রশ্ন : অথবা, ইতিহাস বলতে কী বোঝো? অথবা, ইতিহাস কাকে বলে? এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর  পেতে  এখানে ক্লিক করো ।

এমন একটি নগররাষ্ট্রের নাম লেখ যেখানে অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল।

স্পার্টা হল এমন একটি নগররাষ্ট্র যেখানে অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল।

এমন একটি নগররাষ্ট্রের নাম লেখ যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল।

এথেন্স হল এমন একটি নগররাষ্ট্র যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল।

দুটি নগররাষ্ট্রের (পলিসের) নাম লেখ।

দুটি নগররাষ্ট্রের (পলিসের) নাম -- ১) এথেন্স (গণতান্ত্রিক) ২) স্পার্টা ( অভিজাততান্ত্রিক)

পলিস বা নগররাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

পলিস বা নগররাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য হল --- ১) ক্ষুদ্রায়তন ২) স্বল্প জনসংখ্যা।

পলিস কী?

পলিস কী? খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতকে মধ্যবর্তী সময়ে গ্রিসে প্রায় ১৫০০ টি ছোট ছোট রাষ্ট্র বা সিটি স্টেট গড়ে ওঠে। এগুলির যাবতীয় কাজকর্মে  নাগরিকরাই প্রত্যক্ষভাবে অংশ গ্ৰহণ করত। এই ছোট রাষ্ট্রগুলো পলিস বা নগর-রাষ্ট্র নামে পরিচিত। যেমন - এথেন্স , স্পার্টা ইত্যাদি। ----------x-------- বিকল্প প্রশ্ন ১) নগর-রাষ্ট্র বলতে কী বোঝো? দুটি নগর রাষ্ট্রের উদাহরণ দাও। পালিস বা নগর-রাষ্ট্র সংক্রান্ত আরো প্রশ্ন    প্রাচীন গ্রিসে পলিস বা নগর রাষ্ট্র গড়ে ওঠার কারণ বর্ণনা কর  । স্পার্টার স্বাধীন নাগরিকদের সঙ্গে ক্রীতদাসদের (হেলট) সম্পর্ক  প্রাচীন গ্রিসে ক্রীতদাস প্রথা ও তাঁর উৎপত্তি  প্রাচীন গ্রিসের সমাজে দাস ও দাস-প্রভুর সম্পর্ক

একাদশ শ্রেণির নম্বর বিভাজন

এই তালিকা থেকে জেনে নাও কোন অধ্যায় থেকে কী ধরণের ও কত মার্কসের প্রশ্ন থাকবে। ক্রমিক সংখ্যা অধ্যায় MCQ SA DA TOTAL ১ ইতিহাস চেতনা ১ x ৩ = ৩ ১ x ৩ = ৩ ------- ০৬ ২ আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা ১ x ৩ = ৩ -- ৪ + ৪ = ৮/৮ ১১ ৩ রাজনৈতিক বিবর্তন ১ x ৩ = ৩ ১ x ২ = ২ ৪ + ৪ = ৮ অথবা ১৯ ৪ রাষ্ট্রের প্রকৃতি ও শাসনযন্ত্র ১ x ৩ = ৩ ১ x ৩ = ৩ ৪ + ৪ ৫ অর্থনীতির বিভিন্ন দিক ১ x ৩ = ৩ ১ x ৩ = ৩ ৮ অথবা ৪ + ৪ ১৪ ৬ সমাজের ঘটনা প্রবাহ ১ x ৩ = ৩ ১ x ২ = ২ ৮ অথবা ৩ + ৫ ১৩ ৭ ধর্ম ১ x ৩ = ৩ -- ৮ ১১ ৮ দিগন্তের প্রসার ১ x ৩ = ৩ ১ x ৩ = ৩ -------- ০৬ মোট ২৪ ১৬ ৪০ ৮০